![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে আশ্রয় নেয়া রাখাইন থেকে আগত রোহিঙ্গা শিশুসহ কক্সবাজারের প্রাথমিক স্তরের শিশুদের জন্য ৩৩ মিলিয়ন ডলার অনুদান দেবে ইউএসএআইডি এবং বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৭৯ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৮৬০ টাকা। এসব অর্থ শিশুদের শিক্ষা এবং জীবনমান উন্নয়নের তহবিলে দেয়া হবে বলে জানা যায়। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়,প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে এই সকল অর্থ ব্যয় করা হবে।তবে অনুদানের অর্থের মধ্যে বিশ্বব্যাংক দিবে ২৫ মিলিয়ন ডলার যার পরিমান প্রায় ২০৯ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা আর ইউএসএআইডি বা দ্য ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট দিবে ৮ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার যার পরিমান ৬৯ কোটি ৯২ লাখ ৩৬ হাজার ৮৬০ টাকা। এই অর্থের অর্ধেক ব্যয় করা হবে রোহিঙ্গা শিশুদের জীবনমান উন্নয়নে। বাকি অর্ধেক অর্থ ব্যয় করা হবে কক্সবাজারের শিশুদের শিক্ষা এবং জীবনমান উন্নয়নে।
সূত্রঃ অনলাইন নিউজ
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই আর ফেরত নিবেও না পাঠানোও যাবেনা।নিলে এত বড় অঙ্কের অর্থের কথা শুনে এতক্ষণে সূচিজি নেয়ার জন্য
ব্যস্ত হয় উঠতেন।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
দিলের্ আড্ডা বলেছেন: খুব বড় অঙ্কের টাকা....।অনেক রাঘব-বোয়ালদের চোখ পড়বে এ টাকাতে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাদের মনে রাখা উচিৎ এগুলো অসায় মানুষের রিজিক বা হক।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন:
এই অনুদান এখন যথাযথ ভাবে উপযুক্তদের হাতে পৌঁছায় কিনা সেটাই আসল কথা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮
শাহাদাত নিরব বলেছেন: এই টাকা অর্ধেক নেতাদের পেটে যাবে বাকী টাকা হয়তো তাদের কাজে লাগবে কিন্তু রহিঙ্গারা যেই হারে জনসংখ্যা বৃদ্ধি করছে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ায় বুঝা দায় ।
তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়াই মঙ্গল হবে ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু সর্ব শক্তি তিনি সব দেখছেন এবং দেখবেন।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন:
1. বঙ্গীয় হেজাজ ভূমিতে আমি ত্রিশ জন বিজ্ঞ আলেম রাখিয়া দিয়াছিলাম, যেন উহারা ত্রিশ জন রোহিঙ্গাকে স্ত্রী করিতে পারে।
2. বিজ্ঞ আলেমদের বলিয়া দাও, যেন তাহারা রোহিঙ্গাদের মধ্য হতে এক কিংবা দুই কিংবা চারজন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করিয়া আরো বেশি সংখ্যক নারীকে আশ্রয় দান করিতে।
3. এবং রোহিঙ্গা স্ত্রীদের ও লাভ জিহাদে প্রাপ্ত কুমারীদের যদি "মুতা" স্ত্রী করো তবে তাহাতে অপরাধ হইবে না।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা!
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: @ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ আপনি কোরআনের আয়াতের অনুকরণে দু-একটি বাক্য প্রসব করে একটা ধর্মীয় বিভ্রান্তি লাগানো চেষ্টা করছেন যাহা মোটেও কাম্য নয়।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন সহমত মোটেও কাম্য নয়।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: এত অনুদান তারপরও তারা খুব কষ্টে জীবন যাপন করছে কেন?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনুদান আমাদের পকেটে এখনও তাদের পকেট পযন্ত যায়নি তাই
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
সৈয়দ ইসলাম বলেছেন: এইসব ডলারের নিচে আমাদের ভূমি বিক্রি হয়ে গেলল!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধূর! অনুদান দিয়ে হবে কী??
ওদের তাড়াতাড়ি বিদায় করা হোক। কুতুপালং এলাকাটা বস্তি হয়ে গিয়েছে।