নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আমার ২৪+ ১১৪০৩৮ পোস্টে সবাইকে মোবরাকবাদ

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪০


বিশ্বের সব থেকে বড় বাঙলা ভাষাবাসীর ব্লগ প্রিয় সামহোয়ারইন বাঙলা ব্লগের নতুন পুরাতন এবং কাছের ও
দূরের সকল সহ ব্লগারদের জানাই সুপ্রভাত সাথে আমার ২৪+ ১১৪০৩৮ পোস্টে সবাইকে মোবরাকবাদ ।
আজ আমার ব্লগের বয়স ২৪মাস ১৫ ঘন্টা পাড়ি দিচ্ছে। আর এই ২৪ মাস ১৫ঘন্টা আমি আপনাদের সাথে
নিয়মিত ব্লগিং করছি ।এই ২৪ মাস ১৫ ঘন্টায় আমি ৩৫০এরও বেশি কাজের অকাজের পোস্ট লেখেছি।
হয়ত কখনো আমার পোস্ট পড়ে আপনেরা কেউ কেউ খুশী হয়েছেন আবার কখনো কখনো বেশ বিরক্তও
হয়েছেন। আমার যে সকল পোস্ট পড়ে আপনেরা বিরক্তবোধ করছেন সেগুলোর জন্য আমি আপনাদের
কাছে আন্তরীক ভাবে ক্ষমা প্রাপ্ত ।

এই ২৪ মাস ১৫ বা ১৬ ঘন্টা সামহোয়ারইন বাঙলা ব্লগের সাথে এবং প্রিয় সন্মানী সহ ব্লগারদের
সাথে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি । আর এই ২৪মাস ১৫বা ১৬ ঘন্টা ব্লগের বয়সে
আমার সহ ব্লগারদর কাছ থেকে সময় অসময় যে উৎসাহ পেয়ে এসেছি তা কখনো ভুলার নয়।
এককথায় আপনাদের এই ঋন আমি কখনো শোধ করতে পারবো না।সকল ব্লগারেষ নাম ধরে
কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে আমার মত দূর্ভল ক্ষুদে ব্লগারের কয়েক বছর লেগে যাবে এই পোস্ট
প্রকাশ করতে । তাই কারো নাম ধরে নয় আমি আমার সকল সহ সিনিয়র এবং গুণী ও শ্রদ্ধাভজন
ব্লগারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনেরা আমায় যে অনুপেরিত করেছেন বিভিন্ন সময়
যে সকল মন্তব্যের তার কৃততা শেষ হবার নয়। আশা করি সব সময় এই ভাবে আমি আপনাদের
আমার পাশে পাবো ।

প্রিয় ব্লগারদের সাথে সাথে ধন্যবদ এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় সামহোয়ারইন বাঙলা ব্লগের টিমদের,
তাদেরও সময় অসময় অনেক বিরক্ত করেছি বিভিন্ন কাজের অকাজের পোস্ট লিখে। কিন্তু তারা
অনেক ধৈয্যশীল এবং ন্যায় পরায়ন যার কারনে তারা কখনো বিরক্ত বোধ করেননি বরং আমার পাশেই
ছিলেন ।

বিশেষ করে আমার ব্লগের দুই বছর পদর্পন হলেও আমি কখনো বর্ষপূতি পোস্ট দেইনি তাই হয়ত বেশি
কিছু লেখতে পারলাম না।আমার ব্লগের এই ২বছর বয়সে আপনেরা অনেকে অনেকবার মোটামুটি ব্লগ
মডারেট স্ট্যাটাস হিসেবে প্রায় ১১৪০৩৮ এক লক্ষ চোদ্দহাজার আটত্রিশ বার আমার ব্লগটি দেখেছেন
জানি না এর মধ্যে কতবার আপনেরা খুশী হয়ে ফিরেছেন বা কতবার অখুশী হয়ে ফিরেছেন ।

যাই হোক আর বেশি কিছু লিখে অহেটুক আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখানেই লেখা শেষ
করছি। আপনাদের সকলের মঙ্গল কামনা থাকলো ।আপনেরাও আমার জন্য দোয়া করবেন। সাথে
আমার ব্লগের ২য় বর্ষপূতির শুভেচ্ছা থাকল।

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৫

স্রাঞ্জি সে বলেছেন: শুভ সহাল....


আরে মামা সহাল সহাল খালি চা খাওয়াইবা......????? X((

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে ভাগ্নে কেথায় জানে যে তুমি সহাল সহাল চায়ের গন্ধ পাহিয়া ছুটিয়া আসিবা ।যাই হোক সহাল সহাল যহন আইসা পরেছো
তহনতো আর খালি মুখে ফিরাইতে পারিনা । কও কি খাইবা ? :)

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৯

স্রাঞ্জি সে বলেছেন:
গরম গরম রুটি, গরু মাংসের ঝুল। পরোটা সবজি বাজি।

আচ্ছা ২৪+ দেইক্ষা আমি কিন্তু ধাক্ষা খাইছিলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
শোনো ভাগ্নে কদিন যে গরম পড়ছে তাই গরুর মিট খেয়ে কাম নাই । তাছাড়াও মাত্র দিনগত কয়েক হল ঈদ গেছে তহন যে হারে
গরু মারছো সেগুলই এহনও হজম হয়নি একটু রইয়া সহিয়া মাইরো পাইয়া নাপাইয়া মাইরো না পড়ে দুলাভাই মানে তোমার
বাবার টাকা খাইবও ডাক্তারে । ওহ! তোমাকো এই যুগের পুলাফাইনকো লইয়া আর পারি না ;) :)
ওইটা হালকা ধাক্কা লাগোনের লেইগ্গাই :)

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:
জ্ঞান দেন আমারে, আন্নের দুলাভাই তুক্কো আমার আব্বু ভাল কইরা জানে পুলাদের থেকে ছুটলে গুড় আর লবণ মিশাই এক গ্লাস জল খাওয়াই দিবুনে। আমি তু জানতাম না, মামা এতো যে কিপ্টে। না মানে ইয়ে, পরোটাবাজি যা দিলেন মাথার উপর। আল্লাহ আন্নের হায়াত বাড়ায়া দিক। আমিন না বইলা যাইয়েন না।


আন্নেরা যে এই উত্তরাধুনিক আইসা বুড়ো হইয়া যে কাম দেহাইতে লেইজ্ঞন। পুলাপান্ত এম্নে মাথা নষ্ট কইরা পেলব।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরে ভাগ্নে এইটা কি কও তোমার মত এত মোটাছোটারে আমি পিত্তি মানুষ কেমনে জ্ঞান দিমু ? কি হইলা ভাগ্নে আমি কিপ্তে । :-<

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ২৪ মাসে তো মামা থেকে নানা হয়ে গেছেন দেখছি :-B

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খালী দাদী থুক্কু নানীর অভাব রইয়া গেল ।
লন আগে লাড্ডু মুখ করেন

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: লাড্ডুতে এতো লাল রং দিছেন ক্যান? নাকি ফর্মালিন? :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এহনো পরীক্ষাগারে পাঠাইনাই এইগুলান বাজারের রেডিমেট মাল।আইজকাল ওয়াটার দেয়া বাইনা দেয়া মালই ভেজাল
থাকে আর রেডিমেট মাল......... :P

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬

সৈয়দ ইসলাম বলেছেন: মায়ের কাছ থেকে প্রাপ্ত এ অর্জন আপনিও চেখে দেখেন প্রিয় মামু। :`>

শুভদিনে আপনাকে জানাই চিরন্তন শুভকামনা ও নির্মল ভালবাসা।

কেমন লাগলো জানাইয়েন ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা! ঝাল ঘ্রাণেই প্রসার তার কি স্বাদ। :)

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০০

স্রাঞ্জি সে বলেছেন: আরে সৈয়দ ভাই, সহালে আচার খায় নাকি আজকাল।


হু, আন্নে কিপ্তে। বেশি না একটু......

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
খাও ভাগ্নে। :)

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

সৈয়দ ইসলাম বলেছেন:

আপনার কাছে লেগেছে ভালো
প্রেমের আগুন জ্বালো জ্বালো। ;) =p~

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার ভাগ্নের হিংসে হচ্ছে ওরে দুচারটা দিয়েন B-)

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৬

তারেক_মাহমুদ বলেছেন: অনেক শুভ কামনা, ২৪ মাস নয় ২৪ বছর ধরে লিখুন এই প্রত্যাশা রইলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল ভাই।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

শুভ সকাল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ দুপুর। ;)

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিয়েশাদি করে ছেলেমেয়ে নিয়ে সুখেশান্তিতে সংসার ও ব্লগিং করিতে থাকুন।

অভিনন্দন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিয়েশাদি করে ছেলেমেয়ে নিয়ে সুখেশান্তিতে সংসার ও ব্লগিং করিতে থাকুন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমারিতো জানের কোনো নিরাপত্তা নেই আর জেনে শুনে নিজের ছেলেমেয়েকে B:-)

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১১৪০৩৮ পোষ্টে সবাইকে মোবারক বাদ!!!!!!!!!!!!!!!!!!!!

মাথা ঘুইরে পইড়ে গেনু!!
উটে ভিত্রে ঢুকে দেখি কাহিনী অন্য!
যাক ! যা একখান খেইল দেখাইলেন! ;) হা হা হা

দুই বছর পূর্তির অভিনন্দন
দুই হোক বিশ, পঞ্চাশ, শত - - -
থাকুন সবসময় ভালবাসায়

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া আছি আপনাদের ভালোবাসার দিকে তাকাইয়া, :)

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন; আড়াই বছর ব্লগিং করে আপনি অনেক বিষয়ে অভিজ্ঞ লাভ করেছেন, আপনার জানার পরিধি বেড়েছে, ব্লগারেরা আপনার পোষ্ট থেকে উপকৃত হয়েছেন; এগুলো খুবই বড় ধরণের প্রাপ্তি; ব্লগে আপনার বড় ধরণের গ্রহনযোগ্যতা আছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভেচ্ছা রইল ওস্তাদ।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

সূচরিতা সেন বলেছেন: ২য় বছরের শুভেচ্ছা থাকলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

রাকু হাসান বলেছেন:

অভিনন্দন মামা । এ পথ আরও দীর্ঘ হোক । তোমার জনপ্রিয়তা তাই বলে দিচ্ছে । পোস্ট । অনেকবার দেখা হয়েছে । সত্যিই খুব গর্বের ।

মামাকে কি ইদানিং ব্যস্ততা পেয়েছে !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ভাগ্নে ।

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

ব্লগ সার্চম্যান বলেছেন: এই ভাওচুয়াল জগতে অভিনন্দন জানাই আপনাকে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

ঠ্যঠা মফিজ বলেছেন: শুভ ব্লগ বার্ডে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

কথার ফুলঝুরি! বলেছেন: যাক, সকালে না পারলেও সন্ধার কফি মিস হলনা :D

হাসু মামার সামু ব্লগ দীর্ঘজীবী হোক । 8-|

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ মেরা বোন।

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

প্রামানিক বলেছেন:
আপনারে খালি মুখে কেমনে শুভেচ্ছা জানাই, তাই আপাতত গ্রাম্য হাটের খাঁটি দই লন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এইগুলান মনে হচ্ছে বগুড়ার দই। :)

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

ব্লগ মাস্টার বলেছেন: আপনাকেও সকল ব্লগারের পকখ থেকে মোবরাকবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.