নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক হওয়ার ক্ষুদ্র ইচ্ছা মাঝে মাঝেই মনের ভিতর সুড়সুড়ি দেয়। তাই মাঝে মাঝে লিখতে চেষ্টা করি। তবে সামুতে লেখা বা মন্তব্য করায় বড়ই অনিয়মিত। তবে নিয়মিত হবার চেষ্টা করছি। পেশায় আমি একজন ছাত্র। দেশের কোন একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মধ্যে আছি।

আপেক্ষিক মানুষ

খারাপ মানুষ দেখেছ? কই আমিতো দেখতে পাই না। সৃষ্টিকর্তার সৃষ্টিতে খারাপ বলে কিছু নেই, সবই আপেক্ষিক।

আপেক্ষিক মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমাদের সমাজ আজ ধর্ষিত!

০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২

কি আর বলিবো?? বলার বা কওয়ার মত কোন ভাষা খুজে পাইতেছিনা।
ভাবতে পারিনি টিভিতে এইরকমের একটা ব্রেকিং নিউজ দেখতে হবে, "দশম শ্রেণীরর ছাত্রীককে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে বখাটে যুবকের হাতে মেয়ের বাবা খুন"!
ভাবতে অবাক লাগলো যে আমার এলাকায় ও এই ঘটনা! মৃত লোকটির নাম আর গ্রামের নাম শুনে মনে হলো তাকে এবং তার ওই দশম শ্রেণিরর মেয়েকে আমি চিনি। কি আর করব, ভাবতে গিয়ে কাল রাতে একটুও পড়তে পারিনি। ভাবতে লাগলাম আমার আব্বু আম্মু কনো মেয়ে থাকলে হয়তো শুনতাম আমার আব্বু ও মারা গেছে আমার বোনের ইজ্জত বাচাতে গিয়ে!
বলার মত কিছু নাই। আজ যেখানে আমার সোনার বাংলায় পাচ বছরের মেয়ে ধর্ষিত হয়! সেখানে বলার মত কিছুই আর অবশিষ্ট থাকে না। কবে হয়তো শুনব আমার আম্মু, কাকি, দাদি, ফুপু, নানু, খালা মানে আমার চৌদ্দ গুষ্টতে যত মেয়ে আছে সবাই উত্যক্তের শিকার। আচ্ছা একটা প্রশ্ন, যদি আমার পরিবারের সব মেয়েরা উত্যক্তের শিকার হয় তাহলে যারা উত্যক্ত করে তাদের পরিবারের মেয়েরা উত্যক্তের শিকার হবে না কেন?? এমনও হতে পারে, যারা উত্যক্ত করে তারা তাদের মাকেই ধর্ষণ করেছে!
এখন কথা হলো নৈতিকতা নামক জিনিসটা কথায়? আচ্ছা এইরকম বললাম যে যারা এইরকম যারা উত্যক্ত করে তাদের জন্মে সমস্যা আছে, হয়ত ওদের বাবাকে তারই ঠিক নেই। কিন্তু কথা হল নৈতিকতা নামক যে ব্যাপারটা আছে তা আমাদের শিক্ষিত সমাজে স্থান কোথায়?? ধরে নিলাম আমাদের পাঠ্যপুস্তকে নৈতিকতা নামক শব্দটির স্থান আছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই শব্দটির উপর চোখ বুলিয়ে যাওয়ার সুযোগটা কথায়? আমরাতো গিনিপিগ! তাইতো আমরা "আমি জি.পি.এ ৫ পেয়েছি" এর ইংরেজিতে বলি "I am GPA-5"
প্রাচীনকালে শিক্ষার জন্ম হয়েছিলো নৈতিকতা শেখার জন্য আর এখন বাংলাদেশে বিদ্যা গেলানো হয় ভালো রেজাল্ট করতে!
আমাদের মা-বোন ধর্ষিত হবে নাতো কাদের মা-বোন ধর্ষিত হবে বলুন???

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

কানিজ রিনা বলেছেন: আসলে আমাদের চার পাশে এসব ধর্ষক
লুচ্চা মুখোস ধারীরা ছড়িয়ে ছিটিয়ে আছে।
তাই সব পরিবারের উচিৎ নিজেদের
পরিবারের উপর নজর দেওয়া।

১৮ ই মে, ২০১৭ দুপুর ১২:০৬

আপেক্ষিক মানুষ বলেছেন: খুবই কষ্ট লাগে এই ব্যাপারটায়

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

কানিজ রিনা বলেছেন: আসলে আমাদের চার পাশে এসব ধর্ষক
লুচ্চা মুখোস ধারীরা ছড়িয়ে ছিটিয়ে আছে।
তাই সব পরিবারের উচিৎ নিজেদের
পরিবারের উপর নজর দেওয়া।

৩| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.