নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক হওয়ার ক্ষুদ্র ইচ্ছা মাঝে মাঝেই মনের ভিতর সুড়সুড়ি দেয়। তাই মাঝে মাঝে লিখতে চেষ্টা করি। তবে সামুতে লেখা বা মন্তব্য করায় বড়ই অনিয়মিত। তবে নিয়মিত হবার চেষ্টা করছি। পেশায় আমি একজন ছাত্র। দেশের কোন একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার মধ্যে আছি।

আপেক্ষিক মানুষ

খারাপ মানুষ দেখেছ? কই আমিতো দেখতে পাই না। সৃষ্টিকর্তার সৃষ্টিতে খারাপ বলে কিছু নেই, সবই আপেক্ষিক।

আপেক্ষিক মানুষ › বিস্তারিত পোস্টঃ

মোবাইলগ্রাফি। ছবি ব্লগ, পর্ব-১

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৪

ফটো তুলতে পারিনা বললেই চলে। তাও বাবা নতুন মোবাইলটা কিনে দেয়া আর পরিক্ষা শেষে বাড়ি আসায় মনে একটু সুড়সুড়ি দিয়ে উঠল যে কিছু ফটো তুলে দেখি কেমন হয়।
জানালার ধারে বসে আছি। হঠাৎ চোখে পড়ল একটা পিপড়া জানালার গ্রিলের পাশ দিয়ে হেটে যাচ্ছে। ভাবলাম দেখিতো এই পিচ্চিটার একটা ফটো তুলে কেমন হয়। তারপর মোবাইলের HDR মোড অন করে কয়েকটা ফটো তুলে ফেললাম। তারপর মনের সুড়সুড়িটা আরেকটু বেড়ে গেল। গতকাল নানুবাড়িতে গিয়েছিলাম সেখানেও বাড়ির ছাদ আর পাশের খেলার মাঠ থেকেও কয়েকটা ফটো তুলে ফেললাম।
জানি ফটো গুলো অখাদ্য, তাও আপনাদের দেখালাম। মনের সুড়সুড়ি বলে কথা!

মরচে পরা জানালা
একটা পিপড়াকে ফোকাস করার চেষ্টা করেছিলাম তার সাথে মরচে পরা জানালা
এখানেও একটা ছোট পিপড়া আর মরচে পরা জানালা।
পিপড়াটার প্রেমে পরে গেছিলাম!

নানু বাড়ির ছাদ
পিলারের ভিতর দুটি রড
দেয়ালে জন্মানো শ্যাওলা

বৃষ্টি ভেজা ঘাস
ঘাসের ভিতর বৃষ্টির পানি জমেছে
বৃষ্টির পানি এবং ঘাস
ঘাসের দুটি পাতাকে ফোকাসের চেষ্টা করেছিলাম
ঘাসের ভিতর বাচ্চাদের জুস খাবার স্ট্র
ঘাসের ভিতর থেকে স্কুলঘর
শুধু ঘাস


Device: Xiaomi redmi 5a

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: অসাধারন হয়েছে ভাই

২| ১১ ই মে, ২০১৮ বিকাল ৪:২৭

আপেক্ষিক মানুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। দোয়া করবেন

৩| ১১ ই মে, ২০১৮ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

১৪ ই মে, ২০১৮ রাত ১১:০৬

আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ১১ ই মে, ২০১৮ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

১৪ ই মে, ২০১৮ রাত ১১:১২

আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৫:১৪

মনিরা সুলতানা বলেছেন: শ্যাওলা আর ঘাস চমৎকার লাগছে :)

১৪ ই মে, ২০১৮ রাত ১১:১১

আপেক্ষিক মানুষ বলেছেন: শ্যাওলার ফটোটা আমি আমার মোবাইলে ওয়াল পেপার দিয়ে রেখেছি। ধন্যবাদ আপনার এই মন্তব্য দারা আমাকে উৎসাহ দেবার জন্যে।

৬| ১৩ ই মে, ২০১৮ রাত ৮:২২

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১৪ ই মে, ২০১৮ রাত ১১:১০

আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৭

স্রাঞ্জি সে বলেছেন: সব ছবিই সুন্দর হইছে, একটু বেশিই যদি বলি ঘাসের ভিতর স্কুল ঘির আমার খুবই পছন্দ হইছে।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

আপেক্ষিক মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ১৪ ই মে, ২০১৯ বিকাল ৪:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সবুজ আমার প্রিয় রং.......

ভালো লেগেছে মোবাইলোগ্রাফি :)

১৪ ই মে, ২০১৯ বিকাল ৪:১৩

আপেক্ষিক মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.