নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরাধ দমন কমিশন

অপরাধ দমন কমিশন › বিস্তারিত পোস্টঃ

সত্যয়ই বলছি মানুষের মৃত্যুর পরে আরেকটি জীবন আছে ।

১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৪


প্রতিটি মানুষের মৃত্যুর পর আরেকটি জীবন আছে । আর এর জ্বলনতো এবং সত্য প্রমাণিত সে মানুষ নিজেই অথবা আপনি,আমি, আমরা নিজেরাই ।
দেখুন আমাদের মধ্যে অনেকের আছে ঘুম অনেক কম । আবার অনেকে আছে রাতে ঘুম আসে না,ঔষুধ খেয়ে ঘুমাতে হয় ।আবার অনেকে আসি নিয়ম মতোই ঘুমাই । যাক ওসব বিষয় বিস্তারিত পরের প্যারায় আলোচনা করবো তবে সকলের মনে রাখা উচিৎ পৃথিবী চলছে পৃথিবী নিয়ম মতো তবে এই নিয়ম গড়ার এবং নিয়ম হ্যান্ডিলিং করারও একজন মালিক আছে ।আর তিনি হলেন পরম করুনা ময় সৃষ্টি কর্তা আল্লাহু ।
আচ্ছা চলুন একটা বিষয় একটু ভেবে দেখি আমরা
যখন ঘুমের দেশে চলে যাই তখন আমাদের দেহ হয়ে যায় অচেতন । কিন্তু মন সত্বা ও আমাদের আত্মা বিভিন্ন দেশ বিদেশ সহ কত দেশে ঘুরে বেরাই ।
রাইট আপনার ধারনা সঠিক হ্যা আমি আমাদের স্বপ্ন বা স্বপ্নের দেশের কথাই বলছি ।
এমনকি স্বপ্ন পলকে করি আমরা নানা ধরনের খুন খারাপি সহ আরো অনেক খারাপ কাজও ।
অনেক আছি রাতেই কি দিনেই কি ঘুমের ঘরে
গরিব থেকে ধনী আর ধনী থেকে গরীব হয়ে যাই ।
আবার অনেকে সাধারন মানুষ হয়ে বাস্তব জীবন থেকে যখন ঘুমের দেশে পারি জমাই তখন রাজা মন্ত্রী হয়েও যাই ।
তাহলে এ বিষয়গুলো একটু ভাবলেই আমরা একটি সঠিক জবাব পেয়ে যাই আর তা হলো কোন ভাবে অস্বিকার করার মতো শক্তি নাই যে মৃত্যুর পরে নিশ্চিত আরেকটি পৃথিবী আছে তবে সেটা রিয়েল পৃথিবী সেখানে কোন স্বপ্ন নাই সেখানে কোন মৃত্যাযু নাই যা আছে সব সত্য ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৪

শায়মা বলেছেন: হায় হায় আমি ভাবছিলাম সত্যিই আছে!!!!!!!! :(

১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

অপরাধ দমন কমিশন বলেছেন: ধন্যবাদ বোন আপনি মন্তব্যেের ইমেজেও আপনার ভাবনা ফুঁটে উঠেছে । তবে যত কম চিন্তা করা যায় ততয় স্বাস্থের জন্য ভালো ।
শুভ সন্ধা ।

২| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

শায়মা বলেছেন: সত্যি আছে নাকি! B:-)

১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

অপরাধ দমন কমিশন বলেছেন: বোন বাস্তব জীবনে যদি স্বপ্ন থাকতে পারে তাহলে মৃত্যুর পরে কেন আরেকটি জীবন থাকবে না ।

৩| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

শায়মা বলেছেন: মৃত্যুর পর স্বপ্ন দেখবো কি দিয়ে ভাইয়া? আত্মা দিয়ে নাকি মগজ দিয়ে? তখন তো সবই মরে ভুত হয়ে যাবে। অবশ্য ভুত জীবন থাকতে পারে তাইনা?

১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

অপরাধ দমন কমিশন বলেছেন: বোন আত্মার কোন মৃত্যু নেই । আছে ভালো কাজ করলে তার পুরুষ্কার আর নয়তো খারাপ করলে তার জন্য সাঁজা ।আর মৃত্যুর
পরে কোন স্বপ্ন নাই আছে রিয়েল জীবন ।

৪| ১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০২

কুব্বত আলী বলেছেন: আপনার পুস্ট সুন্দর হয়,, এমন আরো চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.