![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সমকামী তাই বলে কি পরিবার ,সমাজ ও রাষ্ট্রে আমি আমার মত প্রকাশের কোন অধিকার থাকবে না।পরিবার, সমাজ ও রাষ্ট্রের চোখে আমি অনেক বড় অপরাধী কারণ আমি সমকামী।বাংলাদেশের প্রেক্ষাপটে সমকামিতা ফৌজদারী অপরাধ ।সুতরাং,কোথাও আমার অধিকার প্রকাশের কোন সুযোগ নেই ।আর কোন কারণে কেউ যদি জানতে পারে আমি সমকামী তাহলে আমার আর রক্ষা নেই ।কারণ,পরিবার ,সমাজ আমাকে ত্যাগ করবে।ইসলামী জঙ্গিরা পেলে হত্যা করবে ।আর সরকার পেলে আমাকে গ্রেফতার করে আমার বিরুদ্ধে ফৌজদারী অপরাধে মামলা দিয়ে জেলে পুরবে । সুতরাং কোথাও কোন আমাদের অধিকার নাই ।সকল নাগরিকের নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ।কিন্তু, যে দেশে সমকামিতা ফৌজদারী অপরাধ বলে সমকামী নাগরিকদের অধিকার হরণ করে সেই দেশে সমকামীরা কতটুকু নিরাপদ তা বলার অপেক্ষা রাখে না।তাই সমকামীদের তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বুঝায় যেই রাষ্ট্রে ধর্মের দোহাই দিয়ে নাগরিকদের অধিকার হরণ করা যাবে না।আমারা চাই এমন একটা সমাজ ব্যবস্থার যেখানেই সকল নাগরিক তাদের সম অধিকার পাবে।ফলে সকল সমকামী নাগরিকদের জুলহাজ মান্নানের পদাঙ্ক অনুসরণ করে তাদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে।
©somewhere in net ltd.