নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকটুকি বাবা

টুকটুকি বাবা › বিস্তারিত পোস্টঃ

বৌদ্ধ ধর্ম ও জীব হত্যা

১৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৭

আসলেই বৌদ্ধ ধর্ম হল এমন একটি ব্যবস্থা যাতে জীব হত্যাকে মহাপাপ বলে গণ্য করা হয়।এটা পড়ে হয়ত অনেকেই হাসবেন ।কারণ তারা মায়ানমারের আরাকান রাজ্যে যে হারে মুসলমানদের হত্যা করতেছে তা তো আর জীব হত্যার পর্যায়ে পড়ে না।কারণ তাদের ধর্মে তো মানুষ হত্যা নিষেধ নেই ।কারণ মানুষ কি জীব? ঠিক বাংলাদেশে ও দেখলাম নাসির নগরে হিন্দুদের বাড়িঘরে হামলা ।মূলত ধর্মই আমাদের এসব শিক্ষা দেয় ।ধর্ম নামক শিক্ষায় মানবতার কোন স্থান নেই ,আছে সামাজিক বিভেদ, মানুষ হত্যার শিক্ষা।যেই দেশে ধর্মের প্রাধান্য বেশী সেই দেশে আছে ধর্মীয় নিগ্রহ, সংখ্যাগুরু ও সংখ্যালঘু পার্থক্য ,মানুষ হত্যা,সামাজিক বিভক্তি ।এই পৃথিবীর যদি ধর্ম মুক্ত থাকত তাহলে সংখ্যাগুরু ধর্মীয় দল সংখ্যালঘু দলের উপর নির্যাতন নিপীড়িত করতে পারত না।তখন সবাই কাধেঁ কাধঁ মিলিয়ে বলত আমরা সবাই এক আমাদের মধ্যে কোন ধর্মীয় বিভক্তি নেই ।কারণ আমরা ধর্মীয় অমানুষ নই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

অগ্নিবেশ বলেছেন: কোনো ধার্মিক ব্যক্তিই অন্য ধর্মের মানুষকে মানুষ বলে গণ্য করে না।
বৌদ্ধ পৌদ্ধ সব সমান, নাস্তিকেরাও আস্তিকদের ভোদাই ভাবে।
আর আস্তিকেরা পাইলে ত নাস্তিকের কল্লা ফেলে।
আসলে কেউই ভিন্নমত পছন্দ করে না।
সবাই সুযোগের অপেক্ষাতে আছে, সময় এলেই দাঁত, নখ, ন্যাজা সব বের করবে।

২| ১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩৩

মোঃ মাজহারুল ইসলাম মিরাজ বলেছেন: কোনো ধর্মই এভাবে অন্য ধর্মের মানুষ কে হত্যা বলেনি। এসব ঝগড়া বিবাদ কোনো ধর্মই সাপোর্ট করেনা। যারা এগুলো করছে তারা ভুল করছে। এরা স্রেফ অপরাধী। এরা কখনোই ধার্মিক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.