![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতীয় ভিসা এখন সোনার হরিণের চেয়েও দামি। তারচেয়েও বেশি দামি এদেশের অনলাইনে ভিসার এপ্লিকেশন করে সেখান থেকে সাক্ষাৎকারের ডেট পাওয়া। আমরা যেই হই না কেন! এদেশের ভিসা পেতে হলে এই অনলাইন নামক ভিসা এপ্লিকেশন ফর্মটা পূরণ করে তা থেকে ডেট পেয়েই তা ভিসা প্রসেসিং সেন্টারে সাবমিট করতে হবে।
সিস্টেমটা সুন্দরই ছিল; কারণ এই সিস্টেমের আগে হাতে লেখা ফর্ম পূরণ করে ভিসার অফিসগুলোর সামনে টানা তিনদিন দাঁড়িয়ে থেকেও ভিসা সেন্টারে ঢোকা যায়নি এমন রেকর্ড আছে। মধ্য থেকে ভিসা প্রার্থীরা ঝড়, বৃষ্টি, শীত মাথায় নিয়ে অফিস গুলোর সামনে টানা দিন-রাত দড়িয়ে থেকে অসুস্থ হয়ে যেত। টাকাও খরচ হত অনেক; আর পুলিশ-দালালের হাতে হ্যারাজমেন্টের কথা না হয় বাদই দিলাম। আর এতে সবচেয়ে বেশী ভোগান্তির শিকার হত নিরীহ, গরীব আর দূরের মানুষ গুলো। কুকুরের মত সারারাত শুয়ে থাকতো তারা রাস্তায়। আর মাঝে মাঝে খেত দালালের উসকানিতে পুলিশের লাঠির মার!
কিন্তু এখন ভাল করতে যেয়ে সমস্যা এমন দাঁড়িয়েছে যে, আমরা ভিসা চাওয়ার অধিকারই হারিয়ে ফেলেছি। অনেকে এটাকে ডিজিটাল সমস্যা বলে কিন্তু আমি মনে করি এই সমস্যা ডিজিটালের না; সমস্যা হল ডিজিটালের মিস ব্যবহারের! ভারতীয় ভিসার ‘অনলাইনে ই-টোকেন সিস্টেম’টা ঠিকই ছিল কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো ই-টোকেনে সাক্ষাৎকারের (Appointment) ডেট পাওয়া নিয়ে।
আমি বলতে বাধ্য হচ্ছি- আমরা বাঙালি যেখানে আছি; সেখানে দুর্নীতি আছেই। বিদেশিরাও আমাদের সাথে মিশে তাতে জড়িয়ে পড়ে। এই যেমন- আপনি হাজারবার চেষ্টা করেও ভিসার অনলাইন ফর্ম ফিলআপে Appointment ডেট পাবেন না! কারণ সেটা সাম হাউ বন্ধ করা থাকে। হ্যাঁ! আপনি এটা পাবেন তখনই যখন আপনি দালালকে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা দিবেন প্রতিটা ডেটের জন্য। অর্থাৎ এই টাকা ভাগ হয়ে সেই অনলাইন অপারেটরের কাছে যাচ্ছে তারপর সেই দালাল ডেট পাচ্ছে ভিন্ন পথে সাধারণের অজানা টাইমে। তবে সেই দালাল কিন্তু আপনাকে ভিসার গ্যারান্টি দিচ্ছে না। ভিসার গ্যারান্টি পেতে হলে দিতে হবে ১০ থেকে ১৫ হাজার টাকা।
এখন ধরুন- ভারত ২,০০০ জন বাংলাদেশিকে ভিসা দিচ্ছে প্রতিদিন; এখন যদি প্রতি ভিসার জন্য ২,০০০ টাকা করে দালালকে দিতে হয়; তাহলে দিনে দিতে হয় ৪০ লক্ষ টাকা; যার বেশির ভাগই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসের সাথে জড়িত দেশি–বিদেশিরা পাছে। তাহলে এ খাত থেকে মাসে কত টাকা তারা পাচ্ছে? এবং বছরে? এর পুড়োটাই দুর্নীতি যা আসলে ছিনতাই এরই নামান্তর। ডাকাতরা অস্ত্র ধরে টাকা নেয় আর এরা নিচ্ছে ডেট না দিয়ে; ডিজিটালি।
এই লেখার মাধ্যমে, আমি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই- ভিসা প্রার্থীদের হয়রান না করে, ঝামেলাবিহীন ভাবে অন্তত ভিসার আবেদন করতে দেওয়া হোক! পাশাপাশি এক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা হোক; যাতে ভারতের নাগরিকরাও জড়িত আছে বলে মনে করি।
সবশেষে নিবেদন জানাই, বাংলাদেশের মানুষকে আগামী দিনগুলোতে যেন দোকানে, দালালের কাছে যেয়ে বলতে না হয়, “ভারতের ভিসার ডেট” পেতে কত টাকা লাগে ভাই? যা এখন ওপেন সিক্রেট।
ধন্যবাদ !!!
২| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮
মধ্যরাত বলেছেন: যদি অনলাইনে নিজে ফরম পূরণ করতে পারেন তবে কোন টাকা লাগবেনা শুধু ভিসা সাবমিট এর সময় ৪০০ টাকা লাগবে আর যদি অনলাইনে নিজে ফরম পূরণ করতে না পারেন তবে বাহিের কোন অনলাইনের দোকানে গিয়ে ফরম পূরণ করতে ৫০০ টাকা লাগেব মোট ৯০০ টাকা খরচ হবে
আমি কয়েক মাস আগে ভারত গিয়েছিলাম।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪
ভ্রমন কারী বলেছেন: অতি জরুরী প্রয়োজন না হলে ভারত যাবার ইচ্ছা নাই
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০
সাইফুর রহমান পায়েল বলেছেন: মধ্যরাত বলেছেন: যদি অনলাইনে নিজে ফরম পূরণ করতে পারেন তবে কোন টাকা লাগবেনা শুধু ভিসা সাবমিট এর সময় ৪০০ টাকা লাগবে আর যদি অনলাইনে নিজে ফরম পূরণ করতে না পারেন তবে বাহিের কোন অনলাইনের দোকানে গিয়ে ফরম পূরণ করতে ৫০০ টাকা লাগেব মোট ৯০০ টাকা খরচ হবে
আমি কয়েক মাস আগে ভারত গিয়েছিলাম।
ভাই এখন আর সেই হিসেব নাই। এখন ওয়েব ফাইল করে সারাদিন চেষ্টা করেও ডেট পাওয়া যায়না। শুধু মাত্র ডেট নিতেই লাগে ২৫০০ টাকা। শুধু ওয়েব ফাইল করতে বিভিন্ন জনে বিভিন্ন টাকা নেয়। একজন বলেছে তারা ৩০০ টাকা নেই। ওটা শুধু ওয়েব ফাইল। ডেট আপনার নিতে হবে যা ঝামেলার। কারন ওয়েব ফাইল ৭ দিন থাকে। ৭ দিনের মাঝে ডেট না পেলে নতুন করে আবার করতে হবে।
তার চেয়ে প্যাকেজে করা ভাল। ২৫০০ টাকায় ওয়েব ফাইল, ডেট ২ টাই পাবেন। ভিসা সাবমিট করার সময় লাগবে আরও ৪০০ টাকা।
এখন বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে, ২৫০০ টাকা দিলেই যে ডেট পাবেন তা নয়। ৭ দিনে না দিলে আপনার টাকাও দিতে হবে না। আপনি সেভাবেই যোগাযোগ করবেন।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
দিবালোক কর্মকার বলেছেন: ভিসা পেতে কতদিন লাগে?
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪
ariful ahmed বলেছেন: ছাত্র ভিসায় শ্রীলঙ্কা যাবার চেষ্টা করছিলাম । পরিচিত কেউ থাকলে জনিয়েন বস। পোস্ট টা বেশ তথ্যপূর্ণ বটে
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬
ariful ahmed বলেছেন: ছাত্র ভিসায় শ্রীলঙ্কা যাবার চেষ্টা করছিলাম । পরিচিত কেউ সেখানে থাকলে জনিয়েন বস। পোস্ট টা বেশ তথ্যপূর্ণ বটে
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
অর্কমানিক বলেছেন: ধন্যবাদ..............