নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য ও ভালোর সঙ্গে আছি

সত্য ও ভালোর সঙ্গে আছি

আমার পথ চলা ১

সত্য ও ভালোর সঙ্গে আছি

আমার পথ চলা ১ › বিস্তারিত পোস্টঃ

বালু কবিতা...

২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

বিরোধীদল ব্যাপারটা যে কোন গাধায় আবিস্কার করলো।
দেশ চালাবে সরকার- বিরোধিদলের কামটা কী! খালি জ্বালাও-পোড়াও ভাঙচুর।
আর একান্তুই যদি থাকতে হয়, তাইলে থাকবে এরশাদমার্কা ঘরজামাই বিরোধীদল- যারা সারাদিন বাচ্চাকাচ্চা মানুষ করবে আর রাত হলে সংসারের বিছানায় (পড়তে হবে সংসদের বিছানায়) এলিয়ে পড়বে।
দেশ কেমনে চলবে না চলবে সেইটা বুঝবে সরকার।
'বালুর ট্রাক' কোথায় থাকবে না থাকবে সেইটাও বুঝবে সরকার, ডেরাইভার সাব না।
গনতন্ত্র-ফন্ত্রের কামটা কী। খাও-দাও হুতি যাও। কথা বেশি বললেই বালুর ট্রাক- মারো ঠেলা হেইয়ো।
ওহে বিরোধীদলীয় নেতানেত্রীগণ, একদিন তোমরাও ক্ষমতায় যাইবা, তখন ঠিকই বুঝবা দেশে বিরোধীদল থাকলে সরকারীদলের কত্ত কষ্ট হয়! আর বেশিদিন নাই, এই তো ২০১৯ থুক্কু ২০২৪ পর্যন্ত। এর পরে কিন্তু বালুর ট্রাক দিয়াও আমাদেরকে দাবায়া রাখতে পারবা না।
ক্ষুদ্র ক্ষুদ্র বালুরট্রাক বিন্দু বিন্দু জল
উড়ে যাবে আন্দোলনে- হইবে অচল।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

ক্ষতিগ্রস্থ বলেছেন: আর রাত হলে সংসারের বিছানায় (পড়তে হবে সংসদের বিছানায়) এলিয়ে পড়বে।

হা... হা... হা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.