| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পবিত্র রামাদান মাসের ফযিলত:
রামাদান মাসের অনেক ফযিলত ও মর্যাদার কথা পবিত্র কুরআনুল কারীম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সহিহ হাদীসে বর্ণিত হয়েছে, নিম্নে এ প্রসঙ্গে কিছু কথা আমরা তুলে ধরলাম:
১. এ মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন:
আল্লাহ তা'আলা বলেনঃ
يقول الله عز وجل: "شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدىً لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
রামাদান মাস; যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের হেদায়াতের জন্য, এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী ও হেদায়াতের সুস্পষ্ট প্রমাণাদিসহ। সুতরাং তোমাদের মাঝে যে এ মাসে উপনীত হবে সে যেন এ মাসের রোযা রাখে।
২. এ মাসে যে ব্যক্তি রোযা রাখবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে, অপর বর্ণনায় এসেছে: এমনকি পরবর্তী সকল গুনাহও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وفي رواية: وما تأخر.
যে ব্যক্তি ঈমান ও ইহতেসাবের সাথে রামাদান মাসের রোযা রাখল তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। অপর বর্ণনায় এসেছে এবং পরবর্তী সকল গুনাহও।
৩. এ মাসের রোযা রাখা একাধারে বছরের দশ মাস রোযা রাখার সমান:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
صيام شهر رمضان بعشرة أشهر وصيام ستة أيام بشهرين فذلك صيام السنة
রামাদানের রোযা দশ মাসের রোযার সমতূল্য, ছয় রোযা দু'মাসের রোযার সমান, এ যেন সারা বছরের রোযা।
৪. এ মাস বরকতময় মাস:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
أتاكم شهر رمضان شهر مبارك فرض الله عليكم صيامه...
তোমাদের কাছে এসেছে রামাদান মাস, বরকতময় মাস। আল্লাহ তোমাদের উপর এর সিয়াম ফরয করেছেন।
৫. এ মাসের প্রত্যেক রাতেই আল্লাহর পক্ষ হতে আহ্বানকারী কল্যাণের দিকে আহবান করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
وينادي مناد كل ليلة يا باغي الخير هلم ويا باغي الشر أقصر....
এ মাসের প্রত্যেক রাতেই আল্লাহর পক্ষ হতে আহ্বানকারী ডেকে ডেকে বলে, 'হে কল্যাণ কামনাকারী, কল্যাণের দিকে এগিয়ে আস। হে অনিষ্টের অগ্রযাত্রী, থেমে যাও।'
৬. এ মাস সবর বা সহিষ্ণুতার মাস:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
وعن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: صوم شهر الصبر وثلاثة أيام من كل شهر يذهبن وحر الصدر. رواه البزار ورجاله رجال الصحيح، قال الشيخ الألباني: حسن صحيح .
ইবনে আব্বাস (রা.) বর্ণিত এ হাদীসে রামাদান মাসকে সবরের মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ "সবরের মাসে রোযা রাখা ও প্রত্যেক মাসে তিনদিন রোযা রাখা অন্তরের অস্থিরতা দূর করে থাকে।" [বায্যার, আলবানী বলেন হাসান-সহীহ]
৭. এ মাসের প্রথম রাত হতে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং জান্নাতের গেটসমূহ উন্মুক্ত করে দেয়া হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب
এ মাসের সম্মানার্থে এবং রোযাদারদের সম্মানে আল্লাহ্ তা'আলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেন।
৮. এ মাসে দুষ্ট জিন এবং শয়তানকে শিকলাবদ্ধ করা হয়:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
قال صلى الله عليه و سلم: إذا كانت أول ليلة من رمضان صفدت الشياطين ومردة الجن
৯. এ মাসের প্রত্যেক রাতেই একদল লোককে জাহান্নাম হতে মুক্তি দেয়া হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ হাদীসে ইরশাদ করেন:
ولله عتقاء من النار وذلك كل ليلة " .
অর্থাৎ এ মাসের প্রত্যেক রাতেই আল্লাহ্ তা'আলা জাহান্নাম হতে একদল লোককে মুক্তি দিয়ে থাকেন।
১০. এ মাসে উমরা করা হাজ্জের সমপরিমাণ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হাজ্জ করার সমান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إن عمرة في رمضان تعدل حجة " الحديث متفق عليه
"রামাদানে উমরা করা হাজ্জের সমপরিমাণ।" ইবনে আব্বাস হতে বর্ণিত।
১১. এ মাসে রয়েছে লাইলাতুল কাদর যা হাজার মাসের চেয়েও উত্তম:
আল্লাহ তা'আলা সুরাতুল কাদরে বলেন:
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
"কাদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।"
এর অর্থ হচ্ছে- এতে ইবাদত করা এবং নেক আমল করা হাজার মাস ইবাদত ও নেক আমল করার চেয়ে উত্তম। এর অর্থ এই নয় যে, কেবল এ রাত জেগে থাকাটাই হাজার মাসের ইবাদত বা আমলের চেয়ে উত্তম।
©somewhere in net ltd.