নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছেচঁড়ামির কোনো সীমা নাই

বল বীর বল উন্নত মম শীর

আমি ছেচঁড়া

লোক দেখানো এই সমাজে আমি ছেচঁড়া facebook.com/ami.sechra

আমি ছেচঁড়া › বিস্তারিত পোস্টঃ

বাম - ডান বিশ্লেষন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

উহু, আমি ডাক্তার নই। কাটা ছেড়া করা আমার কম্ম নহে। আমি শুধুই ছেচঁড়া। বাংলায় ছেচঁড়া কিভাবে লিখে, তা আমার জানা ছিলনা। ব্লগেই প্রথম এই শব্দ টি লিখিয়াছিলাম। এই মুহুর্তে, আমি কনফিউজড, ছেচঁড়া বানান টা ছ্যাচড়া হবে কিনা?



আমি কে, এটা না জানলেও চলিয়া যাইত। বাট, গতকাল একজন সহৃয়বান ব্যাক্তি, ফেসবুকে আমাকে নাজেহাল করার চেষ্টা করিয়াছেন। ভাবিলাম, ছোট পোলাপান, না বুঝিয়া অপমান করিয়াছে, মাফ করিয়া দেওয়াই শ্রেয়।



লেখালেখি করার মতন অতিশয় ধৈর্য্য আমার কোনো কালেই ছিলনা। কিন্তু, আজ যে কিছু কথা না বলিলেই নহে ................ সাধু ও চলিত ভাষার মিশ্রন কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন।



আজ থেকে অনেক দিন আগের কথা। দিন গুলো এখনো পরিস্কার, চোখ বুঝলেই মনে হয় আমি সেখানেই পীয়া আছি। ভার্সিটি লাইফের প্রথম দিন, ভাগ্য সুপ্রসন্ন ছিল, তাই তাবলীগের এক বড় ভাইকে গাইড হিসেবে পাইয়া যাই [তাবলীগ নিয়ে অন্য দিন বলিব]।



নিজেকে পরিচিত করাইতে লাগিলাম, নুতন পরিবেশের সাথে। দল মানে বিএনপি বুঝিলাম, শিবির মানে জামাত তাও জানিলাম আরো জানিলাম, বাম [আগে শুধু বাম বলতে বাম হাত বুঝিতাম]। আমার অর্জিত জ্ঞান, নরম মনে এমনই দাগ কেটেছিল যে আজ ও তা অম্লান। নিচে তাহাই বর্ননা করিব, তবে অবশ্যই সংক্ষেপে।



দল/লীগ:

কট্টর লীগ বা দল বলতে কিছু নাই। যখন যে পাশে সুবিধা তারা সে পাশেই গা ভাষাইয়া দিয়া থাকে। শুধু যারা নেতার খাতায় নাম লেখায় ফেলে তারাই ধরা পরের পাঁচ বছরের জইন্যে। বাকীরা ঠিকই বদলাইয়া গেছে। বিশ্বাস হয়না?



যাহারা [গুটি কয়েক] কট্টর, তাহাদেরকে ও ক্যারেক্টারাইজ করা যায়। দলের পোলাপান লীগের পোলাপান থেকে কিছুটা কম উছৃঙ্খল। লীগ দেশটারে বাপের [ পড়ুন পিতার] দেশ মনে করে। আর হিন্দু ধর্মের অনুসারীরা লীগকে নিজেদের সম্পত্তি মনে করে।



জয় বাংলা স্লোগান রে সামগ্রিক ভাবে চালানোর কোনো উপায় নাই। লীগ এই টারে পচাইয়া দিয়াছে। জয় বাংলা স্লোগান আমারে শিখাইতে হইবনা, গরু আমি বহুত চড়াইয়াছি। গরু কেমনে হাম্বা ডাকে আমার তাহা জানা আছে।



শিবির:

দৃপ্ত চাহনি, কঠিন মনোবল, অস্বাভাবিক কমান্ড। নায়ারে তাকবীর বইলা যখন হুংকার ছাড়ে, বাকি সব তখন বিলাই হইয়া পলায়। একবার যখন কেউ শিবির, সারা জীবন সে শিবির। শিবির সম্পর্কে আপনারা আরো ভালো জানেন, আই বিলিভ



বাম:

এইটা আমার চাইতেও বড় ছেচঁড়া। সারা দিন চোরের মত দুই চাইর জন নিয়া খুটুর মুটুর করব। কেমনে কেমনে দুই একটা মাইয়া জোগাইব, হের পরে গান বাজনা আর নীতি কথা। কতদিন যে আমার কাছে ভ্যান গার্ড বেচার লাইগা ছেচঁড়ামি করছে, ইওত্তা নাইকা। তাগোর মহাসমাবেশ, হেনে যাইব, বাট টেকা নাইক্কা, সেইটাও চাদা [ছেচঁড়ামি কারে কয়]। এর পর থিকা, নেতারে দেখলে পলাইতাম।



এরা পারে খালি ঢোল তবলার আন্দোলন। পারমানবিক বিদুৎ এর কথা কন, দেখবেন কেমনে লাফ মারে। এই টাইপের বেক্কেল দিয়া দেশের কোনো উপকার নাই। এরা হইল নাস্তিক তৈরির কারখানা। নাস্তিক হইবার চাও, বামে যোগ দাও।



চক্ষুলজ্জা কি জিনিশ তা এদের মধ্যে নাই। নীতি শুধু কথাতেই সীমাবদ্ধ।



শেষকথা:

কেউই খারাপ না, সবাই আমার ভাই। বাংলাদেশি। আমার কথা হইল, দেশের উন্নতি চাই। রাজাকারের ফাসি দিয়া যদি দেশের উন্নতি হয়, ক্ষতি নাই। দেশের উন্নতির জন্যে জামাত শিবির নিষিদ্ধ করতে আমার কোনো আপত্তি নাই। দেশীয় প্রতিষ্ঠান বন্ধ/প্রোডাক্ট বয়কট কইরাও যদি দেশের উন্নতি হয়, ক্ষতি কি?



আসলে সবই সাজানো, সবই কিছু মুষ্টিমেয় গোষ্ঠির লাভের জন্যে.................



গৃহযুদ্ধ বাজাইতে আমি রাজি নাই। বোকচোদের কথা মত নাচা, মানে গোয়া মারা সারা। তারুন্যকে বদলাতে হবে, বাহু শক্তি নয়, মেধা শক্তি কে কাজে লাগাতে হবে। জেগে উঠো তরুন সমাজ, সকল অন্যায়, দুর্নীতি, অবিচারের বিরুদ্ধে।



"আমার সোনার বাংলা

আমি তোমায় ভালবাসি
"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.