![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে আমি একটি Canon Pixma ip2772 মডেলের একটি প্রিন্টার কিনি। ১২০-১৫০ প্রিন্ট করার পরেই দেখি ব্ল্যাক কালি শেষ। বিভিন্ন ব্লগ পরে জানতে পারলাম ৬০-১০০ টাকার ভিতরে নাকি কালি কিনতে পাওয়া যায়। সিরিঞ্জ দিয়ে কালি পুশ করে রিফিল করতে হয়।
সিরিঞ্জ দিয়ে পুশ করে রিফিল বিস্তারিত- এখানে
কিন্তু বিশেষ কোন কারনে আমার প্রিন্টারের কার্টিজ ইঙ্ক রিকগ্নাইজ করছিল না। পরে ডিসিশন নেই প্রিন্টারে ড্রাম সংযুক্ত করবো। যেটাকে CISS বলা হয়। CISS সম্পর্কে আমার ধরনা নেই, তাই দোকান খুঁজছিলাম। প্রথমে অনলাইনে খোজ নিলাম, প্রথম খোজ পেলাম পুরানা পল্টন-
Un Nafee computer System
Shop# 02
1st floor
Dur-Us-Salam Market
14 purana paltan , Dhaka-1000.
cell: 01919865457,01722224061
এখান থেকে কাজ করালে সর্বমোট ১০০০-১২০০ টাকা লাগবে। (কার্টিজ ভাল থাকলে অন্যথায় ব্ল্যাক কার্টিজের দাম ৭০০-৮০০ টাকা)
আমি মিরপুর থাকি, মিরপুর ১০ এ শাহ আলী মার্কেটের বিপরীত দিকে অনেক প্রিন্টিং এর দোকান আছে। সেখানেও ৩-৪ টি দোকানে CISS (Continuous Ink Supply system) সেটআপ করে। কিন্তু খরচ একটু বেশি হয়। ১১৫০ থেকে ১৫০০ টাকা। আইডিবি তে খরচ আরো বেশী।
মিরপুর ১০ ঠিকানাঃ
DETA Computers
Samad Mansion , Shop-19 (Ground Floor)
Mirpur-10, Dhaka
Cell: 01716-544002, 01552-636348
----------------------------------------
Khan Computer
Shop: 51-53, 5th Floor,
Shah Ali Plaza, Mirpur-10
Cell: 01675-212629
-----------------------------------------
যেভাবে ড্রাম সেটআপ করবেনঃ এখানে ক্লিক করুন
২৬ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭
আমি আগুন, দ্রোহের আগুন বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা মে, ২০১৫ বিকাল ৫:১১
মাহামুদ হাসান বাপ্পী বলেছেন: ভাই প্রিন্টার এখন কেমন চলছে........?
ড্রাম সেট করার পর কি কোন সমস্যা হয়...??
আমিও ip2772 কনিতে চাচ্ছি এবং ড্রাম সটে করতে চাচছি কমেন হবে..??
জানাবেন দয়াকরে...
ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৪৬
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ধন্যবাদ। জানা জরুরী ছিল।