নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগুন ব্লগ

ভালোবাসি বাংলা, আমার বাংলা।

আমি আগুন, দ্রোহের আগুন

শূন্য

আমি আগুন, দ্রোহের আগুন › বিস্তারিত পোস্টঃ

লক্ষ টাকা ব্যয়ে ১২৫০ হাত ব্রাজিলের পতাকা! (ভিডিও)

১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

দেশের বৃহৎ পতাকা উত্তোলনের দাবী করে ব্রাজিলের পতাকা উত্তোলন করেছে সিরাজগঞ্জের এনায়েতপুরের সমর্থকরা। ফিফা ওয়াল্ড কাপ কে কেন্দ্র করে এনায়েতপুর কেজির মোড়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ২৫০ হাত লম্বা এই পতাকা উত্তোলন কাজে দেড় শতাধীক সমর্থক নিয়োজিত ছিল।



ঘোড়ার গাড়ি করে, ঢাক-ঢোল পিটিয়ে এই সুবিশাল পতাকা টাঙ্গানোর সময় আয়োজক এনায়েতপুর ব্রাজিলিয়ান সংঘের উপদেষ্টা সাইদুল ইসলাম, সংগঠনের সভাপতি মোশারফ খান, সহ-সভাপতি রফিক মির্জা, সাধারন সম্পাদক আতাব আলী সরকার, সাংগঠনিক সম্পাদক নুরজামাল প্রামানিক, যুগ্ন সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক কাইয়ুম মাল, সংগঠন সদস্য জাহিদ হোসেন জহুরুল, মাসুদ খান, রাসেল আহমেদ, মাহমুদুল হাসান সহ দু শতাধীক সদস্য উপস্থিত ছিলেন।



রাতে চলে ৫ শতাধীক সমর্থকদের খাসীর মাংসে ভুরি ভোজের আয়োজন। যা জেলা জুড়ে ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বাড়িয়েছে বিশ্বকাপ ফুটবলের আলাদা আমেজের উদ্দিপনা। বর্তমানে দুরদুরান্তের কৌতুহলী অগণীত ভক্ত ব্রাজিলের বিশালতর এই পতাকা দেখতে ছুটে আসছে এনায়েতপুরে।



জানা যায়, আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এ উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরেও গত ২ সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে বিভিন্ন দেশের সমর্থনকারীদের মাঝে উৎসাহ-উদ্দিপনা। তারা সমগ্র এনায়েতপুরের হাট বাজার, বিপনী বিতান, স্কুল, কলেজ ও বাড়িতে-বাড়িতে উড়িয়ে দিয়েছে তাদের পছন্দের দেশের পতাকা। বিশেষ করে রাস্তায় বের হলেই চোখে পড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা।



এর মধ্যে চায়ের দোকান তথা যেকোন আড্ডায় চলছে যার-যার পছন্দনীয় দলের সমর্থকদের পক্ষের আলোচনা ও বিরোধী সমালোচনা। বিশেষ করে ব্রাজিলিয়ান সংঘ নামে এদেশটির সমর্থকদের একটি কমিটি গঠনে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের প্রতিক্ষিত ১০ দিন ধরে লাখ টাকায় তৈরী করা ১ হাজার ২৫০ হাত লম্বা ব্রাজিলের পতাকা মঙ্গলবার দিনভর কেজির মোড়ে হৈই-চৈই ফেলে দিয়েছে।



এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে যাত্রা পথে হাজার-হাজার মানুষের চোখ এখন এই সুবিশাল পতাকার দিকে। আর পতাকার ফাঁকে-ফাঁকে চমকপ্রদ লেখার মধ্যে রয়েছে, “হাসিনা, খালেদা, রওশন এরশাদ আমাদের পক্ষে-আপনি কেন নন। রাজনৈতিক হানাহানী দুরে রেখে আসুন আমরা ক্রীড়ায় মাতি। মাদক কে না বলুন।” যা দেখে অনেকেই হচ্ছেন হতভাগ।



এ ব্যাপারে একুশে ফোরাম সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ন আহবায়ক আকতারুজ্জামান তালুকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সমাজ-সেবক আনিসুর রহমান কমান্ডার জানান, আমরা এতো বড় পতাকা কোথাও দেখিনি। এ পতাকা টাঙ্গিয়ে এলাকায় হৈই-চৈই ফেলেছে আয়োজকরা। তারা পরিচয় দিয়েছেন উদার মানসিকতার।



আর বিশ্বকাপ উন্মদনায় দেশের মধ্যে শীর্ষে থাকার পাশাপাশি এই ক্রীড়া কার্যক্রম মাদক আর রাজনৈতিক হানাহানী মুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বলে দাবী করেছেন এনায়েতপুর থানা ব্রাজিলিয়ান সংঘের উপদেষ্টা রাজনৈতিক রাকিবুল করিম খান পাপ্পু, সাইদুল ইসলাম, সংগঠনের সভাপতি চিত্র শিল্পী মোশারফ হোসেন খান সভাপতি।



সহ-সভাপতি ওরিয়েন্টাল গ্রুপের কর্মকর্তা রফিক মির্জা জানান, আমরা লাখ টাকা ব্যয় নির্ধারন করে ১০ দিন ধরে দেশের বৃহৎ এই পতাকা উত্তোলন করে উচ্ছ্বাসিত। বিশেষ করে উত্তোলনের সময় আর্জেন্টিনা সমর্থকরাও সাথে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞ। বিশ্বকাপ চলাকালীন দিন গুলোতে আরো ব্যতিক্রমী কর্মকান্ড নিয়ে চমক তৈরী করবে এনায়েতপুর ব্রাজিলিয়ান সংঘ।



সুত্র: Click This Link



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:২৩

বিডি আমিনুর বলেছেন: ছাগলের দল।

২| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:৪২

ভোরের সূর্য বলেছেন: মহান বিজয় দিবসে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের দিন কিংবা স্বাধীনতা দিবসে কাউকে তো দেখি না বিজয়ের আনন্দে লক্ষ টাকা খরচ করে বৃহৎ বাংলাদেশের পতাকা বানিয়ে রেকর্ড করার চেষ্টা করে।

কি বলবেন এদেরকে।আমাদের নিজেরা যদি নিজেদের সম্মান না করি তাহলে কিভাবে আমরা জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াব।

৩| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:৫২

হেডস্যার বলেছেন:
কানের নিচে মারা দরকার.....আবালের দল

৪| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাঙালী ছাড়া আর কে পারে এমন আনন্দে ভাসতে!!!!


বিশ্বকাপের আনন্দ থেকে জাগ্রত হোক আমাদের দেশীয় ক্রীড়ায় আরো ভাল করার চেতনা। আমাদের পতাকা নিয়ে যেন সারা বিশ্ব মেতে উঠতে পারে....

আমাদের ফুটবল সার্ক পেরিয়ে বিশ্বকাপের লড়াইয়ের যোগ্যতা অর্জন করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.