|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আমি আলী বলছি
আমি আলী বলছি
	একজন সন্তান। একজন ভাই। একজন বন্ধু। একজন স্বামী। একজন বাবা। একজন মানুষ।
পরিবারের যে বড় তার দায়িত্ব
থাকে বেশি।
তার নিজের চিন্তা কম করে পরিবারের
চিন্তা বেশি করতে হয়।
নিজের সুখের আগে পরিবারের সুখ নিশ্চিত
করতে হয়।
তেমনি দেশে যারা বড়(সরকার
প্রধান,মন্ত্রী প্রভৃতি) তাদেরও দায়িত্ব
থাকে বেশি।
তাদেরও নিজের চিন্তা কম করে দেশের
চিন্তা বেশি করা উচিৎ।
তাদেরও নিজের সুখের আগে দেশের সুখ
নিশ্চিত করা উচিৎ।
কিন্তু আপসোস,বাংলার নেতা-
নেত্রীরা দায়িত্ব কি তা জানেনা।
নিজের চিন্তা করতে গিয়ে দেশের
চিন্তা করতে ভুলে যায়।
নিজের সুখ এতই
বেশি যে,অন্যরা কিভাবে জীবন
কাটাচ্ছে তার কোন খবর ই তাদের নেই।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.