নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনজনদের উচিৎ কথা শোনার অভ্যাস কম, কিন্তু বেয়াদব বলার অভ্যাস বেশি। ফলাফল- আমি বেয়াদব।

আমি আলী বলছি

একজন সন্তান। একজন ভাই। একজন বন্ধু। একজন স্বামী। একজন বাবা। একজন মানুষ।

আমি আলী বলছি › বিস্তারিত পোস্টঃ

সূরাঃ আত-ত্বীন

০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৬

সূরাঃ আত-ত্বীন(বাংলা)
অর্থঃ ডুমুর
আয়াত সংখ্যাঃ ৮
রুকূর সংখ্যাঃ ১
কোরআনে অবস্থানঃ পারা ৩০
সূরা ক্রমঃ ৯৫ তম সূরা।
অবতীর্ণঃ মক্কাবতীর্ণ

অবশ্যই, দয়া করে, ভুল ত্রুটি চোখে পরা মাত্রই সংশোধনের জন্য তা তুলে ধরবেন।

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
(১) শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের।
(২) এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের।
(৩) এবং এই নিরাপদ নগরীর।
(৪) আমি(আল্লাহ) সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
(৫) অতঃপর তাকে ফিরিয়ে(পাঠিয়ে) দিয়েছি নীচ থেকে নীচে।
(৬) কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
(৭) অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
(৮) আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৫

কানিজ রিনা বলেছেন: খুব ভাল লাগে আপনার পোষ্ট গুল সুবহানআল্লাহ্। ধন্যবাদ।

০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৫

আমি আলী বলছি বলেছেন: ধন্যবাদ আপনাকেও, সময় নিয়ে পড়ার জন্য।

facebook.com/alibabactg

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.