নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

নভেল করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে মাস্ক কতটা কার্যকর?

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪২


১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু মহামারি আকারে ছড়িয়ে পড়লে বিশ্বে ৫ কোটি মানুষ মারা যায়। তখন সাধারণ মানুষের মধ্যে সার্জিকাল মাস্ক ব্যবহার শুরু হয়। কাগজ বা কাপড়ের তৈরি সাদা, নীলচে বা সবুজ রঙের যেসব সাধারণ সার্জিক্যাল মাস্ক ওষুধের দোকানে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলে রাস্তায় ধুলা আর ধোঁয়া থেকে কিছুটা রেহাই মিলতে পারে।

তবে এসব মাস্ক বাতাসে ভাসমান ভারী বস্তুকণা ঠেকাতে পারে না। ভারী বস্তুকণা আটকাতে পারে এরকম সবচেয়ে জনপ্রিয় মাস্ক হল এন ৯৫, যার দাম বাংলাদেশে একশ থেকে তিনশ টাকা। এই মাস্ক ২.৫ পিএম (পার্টিকুলেট ম্যাটার) আকারের ভারী কণার ৯৫ শতাংশ আটকে দিতে পারে। ভাইরাসের ব্যাস ০.৩ মাইক্রন পর্যন্ত হলেও তা ঠেকিয়ে দিতে পারে। কিন্তু করোনাভাইরাসের ব্যাস মাত্র ০.১২ মাইক্রন যা এই মাস্ক কোনভাবেই ঠেকাতে পারবেনা!

বাংলাদেশে সার্জিক্যাল মাস্কের পাশাপাশি গেঞ্জি বা সুতি কাপড়ের তৈরি এক ধরনের মাস দোকানে বা ফেরি করে বিক্রি হয়, যা মানুষ একটানা কয়েকবার এবং ধুয়ে ধুয়ে বেশ কিছুদিন ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো মাস্ক টানা কয়েকদিন ব্যবহার করলে তা উল্টো আরও ঝুঁকি বাড়াতে পারে। অপরিষ্কার ওই মাস্কই হয়ে উঠতে পারে জীবাণুর বাসা।

বেলফাস্টের কুইনস ইউনিভার্সিটির এক্সপেরিমেন্টাল মেডিসিন বিষয়ের গবেষক ড. কোনোর বামফোর্ড বিবিসিকে বলেন, সাধারণ কিছু সতর্কতা অবলম্বন করলে এ ধরনের ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেকটা কমিয়ে আনা সম্ভব। যেমন হাঁচি-কাশির সময় মুখ ঢেকে ফেলতে হবে, তারপর সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে হাত। সাবান ও গরম পানি দিয়ে নিয়মিত হাত ধুলে জীবাণু থাকার ঝুঁকি কমবে। আর না ধোয়া হাত যেন কোনোভাবেই মুখ, চোখ বা নাকের সংস্পর্শে না যায়।

বাঁচতে হলে জানতে হবে সুস্থ জীবনযাপনের সাধারণ নিয়মগুলোও মানতে হবে।






জনস্বার্থে : কাট পেস্ট ও এডিটেড।

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এতো কিছু মেনে চলাও খুব কঠিন। মুদ্রা আদান প্রদানের মাধ্যমে সহজেই ছড়াতে পারে।
উপকারী পোস্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

২| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আল্লাহর উপর ভরসা রাখতে হবে সেই সংগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশ আক্রান্ত হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।

৩| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা আর সতর্ক থাকা জরুরী

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবশ্যই। মন্তব্যের জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

৪| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৭

নেওয়াজ আলি বলেছেন: ভালো ।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: এই কঠিন ভাইরাস থেকে আল্লাহ মাফ করুক।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: bdnews24.com খবর দিচ্ছে বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত। ভয়াবহ ব্যাপার।

৬| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সতর্কতা, সচেতনতার সাথে প্রার্থনা

এই ঘন বসতির দেশে আল্লাহ না করুন, কোনভাবে মাস পর্যায়ে চলে আসলে পরিস্থিতি হবে ভয়াবহ!
উন্নত বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে সেখানে সরকার যতোই বলুক-
ভরসা কতটা করা যায়। মানুষ না হয় নিরব ! কিন্তু ভাইরাসতো আর চেতনা চিনে না ;)

আল্লাহ আমাদের রক্ষা করুন। এবং সহজ নিরাময় ব্যবস্থার জ্ঞান দান করুন।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার মনে হচ্ছে ১৭ মার্চ পালন করার জন্য সঠিক সংবাদ চেপে যাচ্ছে সরকার; ১৭ মার্চের পর ভয়াবহ খবর আসতে পারে। আল্লাহ আমাদের সহায় হো'ন।

৭| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বায়ুবাহিত ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই মাস্ক কতটা কার্যকর সে
ব্যাপারে যথেষ্টই সংশয়ে আছেন ভাইরাস বিশেষজ্ঞরা,
যাদেরকে বলা হয় ভাইরোলজিস্ট।

তবে হাত থেকে মুখে সংক্রমণ ঠেকাতে এই মাস্ক
ব্যবহার করে সুফল পাওয়ার কিছু নজির আছে।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: করোনাভাইরাসের ব্যাস মাত্র ০.১২ মাইক্রন যা এই মাস্ক ঠেকাতে পাবেনা; বলছে বিজ্ঞজনেরা।

৮| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


মাস্কের মুল ব্যবহার হলো "রোগীর থেকে ভাইরাস ছড়ানো বন্ধ করা"; ফলে, যেখানে বেশী মানুষ একত্রিত হয়, এবং এদের মাঝে "রোগী" থেকে থাকে, তখন সবাই মাস্ক পরা থাকলে, "রোগী" থেকে বাকীরা রক্ষা পায়; সবার মাস্ক পরার দরকার।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: করোনাভাইরাসের ব্যাস মাত্র ০.১২ মাইক্রন যা এই মাস্ক ঠেকাতে পারবেনা; বলছে বিজ্ঞজনেরা। তারপরেও সতর্কতার কোন বিকল্প নেই।





ভালো থাকুন নিরন্তর।

৯| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সতর্কতার বিকল্প নাই।
আল্লাহ আমাদের হেফাজত করুন।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: bdnews24.com খবর দিচ্ছে বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত। ভয়াবহ ব্যাপার।

এই নিউজটা যেন গুজন হয়। মনে প্রানে এটাই চাইছি।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গুঞ্জন হলে সেটাই কাম্য।

১১| ০৯ ই মার্চ, ২০২০ ভোর ৪:২১

সোহানী বলেছেন: প্রয়োজনীয় ইনফো......+++

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কয়েক জায়গা থেকে নেয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০৯ ই মার্চ, ২০২০ ভোর ৪:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকান মহামারি নিয়ন্ত্রন সংস্থা CDC বলে যাচ্ছে মাস্ক পরা অপ্রয়জনিয়।
কারন সাধারন সার্জিকেল/মেডিকেল মাস্ক এই ভাইরাস রোধ করতে পারেনা। করোনা ঠ্যাকাতে সক্ষম একমাত্র উচ্চ রোধ ক্ষমতাসম্পন্ন N95 মাস্ক। যা শুধু আইসোলেশন রুমে মেডিকেল পার্সনালরা ব্যাবহার করবে।

এছাড়া এই ভাইরাস বায়ুবাহিত নয়, হাঁচির এরোসলে থাকতে পারে। এরোসল দরজার হাতলে স্যাতস্যাতে ফ্লোরেও কিচ্ছুক্ষন বেচে থাকে। শুকিয়ে গেলে মরে যায়।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার তথ্য সঠিক আমিও তাই জেনেছি। N95 ০.৩ মাইক্রন ব্যাস পর্যন্ত ভাইরাস ঠেকাতে পারে কিন্তু করোনার ব্যাস ০.১২ মাইক্রন যা নাকি ঠেকাতে পারেনা তাই বলছে বিজ্ঞজনেরা।





ভালো থাকুন নিরন্তর।

১৩| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সচেতন হই সবাই, ঠেকাই করোনা
সাবধান কেউ দেরি করোনা।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ১০:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতা লিখলেন মনে হয়?

১৪| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মনে হলো কাব্যিক মন্তব্য করি
তাইতো সকাল সকাল কি বোর্ড ধরি
লিখলাম সুন্দর মন্তব্য
আপনি দেখিলেন মোর গন্তব্য।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আবারো কবিতা লিখলেন? খুব ভালো। আমার মনে হয় আপনি কবিতা লিখলে ভালো করবেন।

১৫| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: মন চাইলেই কবিতা লিখি ফেলি। মন চাইল কবিতার মত মন্তব্য করি। তাই করলাম ভায়া।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্দ হয়নি। আমার ভালো লেগেছে।

১৬| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:২৮

অগ্নি সারথি বলেছেন: হুজুগ বাংগালি দেশের সব মাস্ক, হেক্সেসল আর সেনিটাইজার বস্তা ভর্তি কইরা কিন্যা ফালাইছে করোনার সংবাদ শোনার পরপর।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমার স্ত্রীও মাস্ক কেনার জন্য বের হয়েছিল কিন্তু বেচারী রিক্তহস্তে ফিরে এসেছে।

১৭| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: করোনা ভাইরাস নাকি অনেক ভারি মেঝেতে জমা হয় খুব দ্রুত । ফলে মেঝে জীবানু মুক্ত রাখলেই হবে ।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হতেও পারে কিন্তু ব্যাস ০.১২ মাইক্রন।

১৮| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: মুজিব বর্ষ পিছিয়ে দিচ্ছে এই করোনা ভাইরাস।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিশাল শোডাউন হবেনা এখন। পরে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.