![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন আগের কথা,মাত্র ইউনিভার্সিটি শেষে নতুন চাকরীতে ঢুকেছি।অফিসের কাজ ঠিকমত বুঝেও উঠতে পারিনি। অফিস এ অনেকটা সময়েই Facebook এ বসে কাটাতাম।মাঝে মাঝেই ‘People you may know’ এই লিস্টে কোন সুন্দরী মেয়ে দেখে ভাবতাম আসলেই কি চিনি একে।কখনও কখনও Friend request ও পাঠাতাম,এইরকমই একজন নিলিমা। আসলে চিনতাম না,কিন্তু Face book friend list এ ছিল।
একদিন চুপচাপ অফিস এ বসে আছি,কাজ নেই facebook এ ঘুরছি।Friend’s onlineএ দেখি নীলিমা;কি খেয়ালে যেন message দিলাম,“হাই কেমন আছেন”। একটু smartly জিজ্ঞেস করলাম, আমি আপনাকে কিভাবে চিনি? উত্তর এলো - জানি না,আমি চিনি না আপনাকে।
একটু ভরকে গেলাম। যাইহোক এককথা দুইকথার পর ফোন নাম্বার exchange করলাম।এরমধ্যে আবার আমার Boss ডাকাডাকি শুরু করলো আর কথা হোল না।এরপর নানান ব্যস্ততায় কেটে গেল কয়েকটা দিন।
একদিন রাতে ঘুম আসছে না,প্রায় সাড়ে বারোটা বাজে Facebook এ বসে আছি,দেখি নিলিমা অনলাইনে আছে। চিন্তাভাবনা না করে সরাসরি ফোন দিলাম ওর মোবাইলে
আমি: হ্যালো নীলিমা বলছেন?
নীলিমাঃজি বলছি,আপনি কে বলছেন?
আমি: আমি শাহিন। ৪/৫ দিন আগে facebook এ কথা হচ্ছিলো আমার সাথে আপনার।
নীলিমাঃ হুম। ফোন করেছেন কেন এত রাতে?
আমি: এমনিতেই ঘুম আসছিল না, facebook এ আপনাকে onlineএ দেখলাম,মনে হল ফোন দেই।
নীলিমাঃ রাতে ঘুম না আসলে কি আপনি মেয়েদের ফোন দেন?
আমি: হা হা হা। আপনিতো বেশ মারদাঙ্গা মুড এ আছেন দেখছি। যাইহোক to answer your question - না আমি ঘুম না আসলেই মেয়েদের ফোন দেই না আর আজকে আপনাকে কেন ফোন দিলাম সেটা সেটা আমি নিজেও জানি না। খুব ভেবেচিন্তে দেইনি ফোনটা, আপনাকে আমি চিনি না পরিচয় শুধু গত দিনের facebook chat এ কাজেই আপনার সম্পর্কে খুব ভাবনাচিন্তা করার সুযোগও নেই।
নীলিমাঃবুঝলাম। করেন কি আপনি?
আমি: আমি একটা software firmএ কাজ করি।মাসখানেক হয় graduation শেষ হোল এরপর থেকেই এই চাকরি শুরু।
নীলিমাঃ কোথায় থাকেন?
আমি: ঢাকায়, গুলশানে। আপনি?
নীলিমাঃ কোথা থেকে পড়াশুনা করেছেন?
আমি: হা হা হা। আপনিতো রীতিমতো আমার ইন্টারভিউ নিছছেন। আপনি কি করেন?খালিতো আমার কথাই জিজ্ঞেস করছেন!
নীলিমাঃআমি বিবিএ পড়ি NSUতে।
আমি: এতরাতে জেগে আছেন!
নীলিমাঃ খুব রাত কি? মাত্রতো সাড়ে বারোটা। আমার ঘুমাতে ঘুমাতে দেড়টা দুটো বেজে যায়।
আমি: এত রাতে কি করেন? সকালে ক্লাস নেই?
নীলিমাঃ আছে,যাব না। আমার ক্লাস এ যেতে ভাল লাগে না। ভাবছি পড়াশুনো ছেড়ে দেব।
আমি: হুম। ভাল। আমারও ক্লাস করতে ভাল লাগত না। আমি almost ক্লাসএই যেতাম না। সকালে ঘুমের মতো ভাল আর কিছছু নাই।
নীলিমাঃ ঠিক বলেছেন। এই কথাটা যে কিভাবে বুঝাই আমার roommateকে। প্রতিদিন ওর যন্ত্রনায় আমাকে জোর করে ঘুম থেকে উঠে ক্লাসএ যেতে হয়।
আমি: আপনি হোস্টেলে থাকেন?
নীলিমাঃ হ্যাঁ। কেন?
আমি: না এম্নিতেই। ভালতো রুমেই একজন ছোটখাটো বড় আপা টাইপ বন্ধু আছে, দেখেশুনে রাখে আপনাকে।
নীলিমাঃ না বড় আপা না, মা-খালা টাইপ।
আমি: হা হা।
এভাবেই কথা চলতে থাকলো। শুরুর জড়তাটাও কেটে গেলো একসময়। রাত যত বারতে থাকলো আমাদের কথা তত জমে উঠলো। নিলিমার কথা জানি না কিন্তু আমার মনে হোল তাকে যেন আমি অনেকদিন থেকে চিনি। মেয়েদের সাথে কথা বলতে গেলেই সবসময় কেমন যেন শ্বাস বন্ধ করে সাবধানে ভদ্রভাবে খেয়াল করে কথা বলতে হয়। নিলিমার সাথে এ ব্যপারটা একদমই ছিল না প্রথম দিন থেকেই। রাত আড়াইটার দিকে খেয়াল হোল এবার কথা থামানো উচিত, সকালে অফিস আছে।
আমি: নিলিমা আজকে অনেক রাত হয়েছে। যদিও আমার আপনার কথা বলতে ভাল লাগছে কিন্তু কাল অফিস আছে।
নীলিমাঃ আমারো ক্লাস আছে। আমার roommate খালা already কয়েকটা শাসানো look দিয়েছে।
আমি: হা হা হা। anyways have a nice sleep with your খালা। রাখছি এখন।আবার কখন কথা হবে?
নীলিমাঃ দেখি কখন কথা হয়। হতেই হবে এমনওতো কোন কথা নেই,তাই না।Good night!
আমি: না হতেই হবে তা না, হলে হয়তো ভাল লাগবে। আপনার লাগবে কিনা জানি না আমার হয়তো লাগবে। anyway…. Bye…..Good Night!
ফোনটা রেখে বেশ ফুরফুরে লাগলো।Facebookটা বন্ধ করতে উঠলাম,দেখি নীলিমার স্ট্যাটাস “Goodnight everyone…..Sweet dreams”
©somewhere in net ltd.