নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহুর্তের আমি

আমি জুয়েল

মুহুর্তের মাঝে থাকি...

আমি জুয়েল › বিস্তারিত পোস্টঃ

"ফকিন্নির পুত" - আমার ব্যাক্তিগত কিছু কথা

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬

"ফকিন্নির পুত" বলে এই যে আপামর সবাইকে আমাদের শাহাবাগের নেতারা বল্লেন তা শুনে আমি বেশ অবাক। এটা হয়ত গালি বা হয়ত না। আমার বাবার এত টাকা ছিল না যে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করতে পারতাম। যেকোনভাবেই হোক সরকারী বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের ভাইবোনদের কোন গতি ছিল না। BOAN এর ভাষ্য মতে আমরা অবশ্যই "ফকিন্নির পুত"। ব্যাক্তিগতভাবে আমি বিসিএস দেই নি বা দেয়ার কথা মনেও হয়নি। কাজেই এই কোটা (৩০% আসন মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতিনাতনিদের জন্য) ব্যাবস্থাতে আমি ব্যাক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত বা সুবিধাভোগী নই। কিন্তু স্বাভাবিকভাবেই BOAN এর লেখাটা পরে খুব অস্থির লেগেছে। লেখকের বক্তব্য - সস্তায় পড়াশুনার সুযোগ আমরা দেশের আপামর জনগণের টাকায় পেয়েছি। দেশের জনগণের টাকার সুবিধা পেয়ে পেয়ে এখন যখন সেই সুবিধায় অন্যের ভাগ চলে আসছে তাতেই এই ফকিন্নির পুতদের আর সহ্য হচ্ছে না।



ব্যাক্তিগতভাবে আমি কিছুটা আহত, কিন্তু তার থেকেও যেই বিষয়টা ভাবাচ্ছে তা হলো এই কোটা ব্যাবস্থা আমাদের দেশের ভবিষ্যত সরকারি শাসণযন্ত্রের এবং অন্যান্য প্রতিষ্ঠানের সফল পরিচালনার ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলবে। কোন সন্দেহ ছাড়া সীমিত সম্পদের এই দেশে সমস্ত মেধাবী মানুষের পক্ষে সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষালাভ হয়ে ওঠে না। কাজেই সীমিত কিছু "ফকিন্নির পুত" দেশের জনগণের টাকায় এই সুবিধা পান। দেশের আপামর সাধারন মানুষ তাদের অসাধারন কস্টের টাকায় এই মানুষগুলোকে শিক্ষিত করে এই আশায় যে একদিন এরা দেশ চালাবে এবং তাদের ভাগ্য পরিবর্তন করবে। এই কোটা ব্যবস্থা সেই স্বপ্ন বা সেই বিনিয়োগের সুফলকে কিভাবে তরান্বিত করছে তা আমি বুঝতে পরিনি।



মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশ। আমার ব্যাক্তিগত ধারণা কোন মুক্তিযোদ্ধাই তার যুদ্ধকে এইরকম পণ্য করার জন্য যুদ্ধ করেননি।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪০

ফজল বলেছেন: মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশ। আমার ব্যাক্তিগত ধারণা কোন মুক্তিযোদ্ধাই তার যুদ্ধকে এইরকম পণ্য করার জন্য যুদ্ধ করেননি।

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫১

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: সরকারের দুর্নীতির কথা তুলে মুখে ফেনা তোলে আমাদের মধ্যবিত্ত সুশীল সমাজ। অথচ মধ্যবিত্ত এই সুশীলদের মানসিকতা আসলে ফকিরনির পুতদের মতোই। দরিদ্রদের মানসিকতা এদের থেকে হাজার গুণ উত্তম।

মধ্যবিত্তরাই বিসিএস কেরানী হয়ে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ নিতে মড়িয়া হয়ে উঠে। দরিদ্ররা নয়। মধ্যবিত্ত শিক্ষিতদের উচিত ছিল সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা। কিন্তু সার্টিফিকেট ধারী শিক্ষিত (মূলত অশিক্ষিত) চুদির ভাইরা সমাজ পরিবর্তন তো দূরের কথা, সমাজের সুবিধা নেওয়ার জন্য মড়িয়া হয়ে উঠেছে। আর যেসব মধ্যবিত্ত বিসিএসে আবেদন করেননি তাদের কেও এই আন্দোলনের পক্ষে এবং কেও বিপক্ষে অবস্থান নিয়েছেন। সব শালার মানসিকতা ফকিরনিরপুতদেরই মতো। সে জেনারেল কোটাই হোক আর অন্য কোটাই হোক। আমাদের মনে রাখতে হবে মধ্যবিত্ত এই আচুদা শ্রেণীই বিসিএস কেরানী হয়ে সমাজটাকে লাটে উঠিয়েছে। ফালতু যতসব।

মধ্যবিত্ত শ্রেণীর ফালতু মানসিকতা এবং তাদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে আমি একটি গদ্য রচনা করেছি। যারা পড়েননি পড়ার আহবান জানাই
ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link

৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

রাজনীতির ভাষা বলেছেন: চোর সবাইকে চোরই মনে করে। তার কাছে সাধু-সন্ন্যাসি বলে কিছু নাই। গালি যারা দিছে তারা সবাইকে তাই মনে করে, যা তারা নিজেরাই।

৪| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: রাজনীতির ভাষা, ফাতরা, বোকাচুদা।
কোন কথাটা মিছা কইছি সেটা বলেন। ছাগল চুদা কোথাকার।

৫| ১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: রাজনীতির ভাষা, ফাতরা, বোকাচুদা।
কোন কথাটা মিছা কইছি সেটা বলেন। ছাগল চুদা কোথাকার।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

রাজনীতির ভাষা বলেছেন: পরাজিত মধ্যবিত্তের একজন- ভাইজান, আপনার কথার প্রেক্ষিতে বলিনাই। পোস্টে যাদের কথা বলা হয়েছে তাদের কথার প্রেক্ষিতে বলেছি। কিন্তু আপনার লেখা এবং ব্যাখ্যা আসলেই সুন্দর হয়েছে। আশাকরি আপনার গালি এবার ফেরত নেবেন। অনেকদিন পরে আজকে দেখলাম কেউ আমাকে গালি দিল। কিন্তু ব্যাপারটা একেবারেই ভুল বোঝাবুঝি থেকে সৃষ্ট, অন্যকিছু থেকে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.