নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজকণ্যার পড়ন্ত বিকেল পছন্দ হলেও একটু আধটু ভালোলাগা আমার ঝুলিতেও দিয়েছে।
কাজল কালো দীঘির তরঙ্গায়িত জলের মতো চোখ আর অমাবশ্যার অহংকার চূর্ন করা দীঘল কালো চুল আমার ঝুলিতে ভালোলাগা দিতে পারে, ভালোবাসা নয়।
কোন এক ভোরের শুরু হয়েছিল শুধু আমার জন্য। চুক্তি হয়েছিল শর্ত সাপেহ্মে।
ঐ চুল আমি ছুঁয়ে দেব কিন্তু সুযোগ পলে আমার অমসৃণ গালে সজোড়ে চপেটাঘাত করতে ভুলবে না সে।
বিধাতার প্রতি অবাক বিস্ময়।
আমার ফুটো কপালে যে আমার স্বপ্নকণ্য়ার হাতের ছোঁয়া আছে তা স্বপ্নেরো অতীত।
সেই মহেন্দ্রহ্মণের সরব আগমন
কম্পিত হাতে আলতো করে ছুঁয়ে দিলাম।
এক অদ্ভুত ভালোলাগা।
মনের ফ্রেমে ক্যাপচার করা সেরা মুহূর্ত।
কিন্তু কে জানতো
ফিরে তাকাবে।
ঐ আজন্ম আরাধ্য ঠোঁটে লেপ্টে ছিল হাসি।
আমি যেন হারিয়ে গেছি কোথায়।
থমকে গেছে সময়।
খোঁচা খোঁচা দাড়ি ভর্তি মুখে কি যেন ছুঁয়ে গেল। বুঝে ওঠার আগেই রাজকণ্যার চলে যাওয়া।
আমি একরাশ ভালোলাগা বুকে নিয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে।
রাজকণ্যা তার কথা রেখেছে।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন্তব্য ও পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ।
সাথে থাকবেন।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮
খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ ও আনন্দময় হোক, নিরাপদ হোক।
রাজকণ্যার আচরণটা সুবিধের ঠেকলোনা।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: বছর পেছনের পোস্টে মন্তব্যের জন্য ধন্যবাদ। আনন্দময় হোক আপনারো জীবন।
ভয়ংকর সুন্দর মেয়েদের এটাই সমস্যা।
৩| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৮
বিজন রয় বলেছেন: আপনার প্রথম পোস্ট, এজন্য হয়ত একটু একসাইটেড ছিলেন!!!
স্মৃতির ফ্রেমে রাজকণ্য়া, এটি কি রাজকণ্যা হবে?
২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক পেছনে চলে এসেছেন।
হ্যাঁ এক্সাইটেড ছিলাম অনেক। হা হা ভালো থাকবেন।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২
রাজসোহান বলেছেন: এখানে পাবেন স্ট্যাটাস।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: একরাশ ভালোলাগা জানিয়ে গেলাম।
লেখায় লাইক।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬
মনিরা সুলতানা বলেছেন: ব্লগে স্বাগতম ...
কবিতায় ভাললাগা