নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগার শুরুটা যেখানে
গল্পকণিকা লিখেছেনঃ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
গল্প পড়ার মাঝে অনুভব করি মোহগ্রস্ততা। সুতীব্র টান। অলসতায় ভরা মধ্যদুপুরে কিংবা বৃষ্টিস্নাত পড়ন্ত বিকেলে না হলে বিরস কোন মুহূর্তকে তুলে দেই গল্পের হাতে। সময়য় যন্ত্রের সাথে চুকিয়ে দেই সব সম্পর্ক। গড়ি মিতালী গল্পের প্রতিটি বাঁকের সাথে। সামুতে আমার কাটানো এই অল্প কিছুদিনে যে সব গল্প স্পষ্ট দাগ রেখে গেছে মনের মাঝে। মন জানালায় যার রেখে যাওয়া অনুভূতি ভাবনার মাঝে জেঁকে বসেছে তাকে নিয়ে আসতে চাই একই ফ্রেমে।
ছোটগল্পের ভিতর বাহির লিখেছেনঃ এ.টি.এম.মোস্তফা কামাল।
প্রিয় কিছু গল্পঃ
১। জবাইঘর লিখেছেনঃ হাসান মাহবুব।
২। জন্মদাগ লিখেছেনঃ বিদ্রোহী বাঙালী। (অনুগল্প)
৩। শহর আমার একলা শহর লিখেছেনঃ ড়ৎশড়
৪। গল্পঃ অসংলগ্ন কিছু মুহূর্ত লিখেছেনঃ ডি মুন।
৫। আরিত্রিকা- দ্যা গার্ল অব শ্যাডো লিখেছেনঃ শায়মা।
৬। পরিকল্পনা লিখেছেনঃ জুলিয়ান সিদ্দিকী।
৭। অনুবাদ গল্পঃ জিবরানের দুইটি গল্প লিখেছেনঃ আমি তুমি আমরা।
৮। মুখ ও মুখোশ লিখেছেনঃ কাল্পনিক ভালোবাসা (অনুগল্প)।
৯। কার কাছে সেই কলম আছে? লিখেছেনঃ হাসান মাহবুব।
১০। ইনসমনিয়াক লিখেছেনঃ rudlefuz।
১১। শেষ সমুদ্রের দেশে লিখেছেনঃ প্রোফেসর শঙ্কু।
১২।এটি কোন গল্প নয় লিখেছেনঃ দীপংকর চন্দ।
১৩। গল্পঃ সভ্যতা'র আঁচলে লাগেনি মেহেদী'র রঙ! লিখেছেনঃ নাসরিন চৌধুরী।
১৪। অল্প গল্প: দুই লিখেছেনঃ সুমন কর।
১৫। রবি ঠাকুরের 'ব্লগ' বিড়ম্বনা !! লিখেছেনঃ কাক নং ৭৯৯
কবিতা প্রতি ভালোবাসার শুরুটা যে কিভাবে কবে কখন হয়েছিল জানি না। কিন্তু এই ভালোবাসার তীব্রতার কাছে হার মেনেছে সকল ব্যস্ততা। হার মেনেছি আমি। কবিতার খাতায় শুভ্র সায়রে শব্দগুলো যেন একে অন্যের সাথে তোলে ছন্দের মিতালী। আর এক আনাড়ী সাঁতারুর মতো দিশেহারা আমি চলে যাচ্ছি গভীর থেকে গভীরে, অতলে।
কবিতার প্যাটার্ন; কবিতা ভাঙবার মজা, বা খেলা লিখেছেনঃ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।
প্রিয় কিছু কবিতাঃ
১। মেঘ বালিকার কবিতা লিখেছেনঃ লাইলী আরজুমান খানম লায়লা।
২। প্রতীক্ষা আর নয়নসুখ লিখেছেনঃ জুন।
৩। ব্যাধ তুমি (কবিতা) লিখেছেনঃ আলম দীপ্র
৪। বিষাদ চিঠি (কবিতা) লিখেছেনঃ ডি মুন।
৫। পূর্ণতা লিখেছেনঃ মনিরা সুলতানা।
৬। বরাবর-পোস্টমাষ্টার লিখেছেনঃ রোদেলা।
৭। হৃদয়মালতী লিখেছেনঃ সেলিম আনোয়ার।
৮। আমিও হেমলক চিনি! লিখেছেনঃ ৎঁৎঁৎঁ।
৯। বোধের দেয়ালে কতটা শ্যাওলা জমেছে ! লিখেছেনঃ নাসরিন চৌধুরী।
১০। সান্নিধ্য বেলা লিখেছেনঃ কলমের কালি শেষ
১১।হে বিষন্ন অলস সময়, তোমাকে দিচ্ছি একগুচ্ছ কবিতা! লিখেছেনঃ আশরাফুল ইসলাম দূর্জয়।
১২। কয়েকটি কবিতা লিখেছেনঃ সোনালী ডানার চিল।
১৩। মধ্যরাত এখন আমার জানালায় লিখেছেনঃ অদৃশ্য।
১৪। একটা ধ্বংসস্তূপ দিতে বলেছিলাম, গড়বো বলে। হলো না। লিখেছেনঃ পেন আর্নার।
১৫। ক্ষমা করো লিখেছেনঃ নেক্সাস।
ভালো লাগে জ্যোৎস্না। মেঘলা আকাশ। পড়ন্ত বিকেলের নিঃসঙ্গতায় বিষাদী ভালো লাগার আবেশ খুঁজে পাই। বৃষ্টিশেষের আকাশের পরিচ্ছন্নভাবটাও বেশ ভালো লাগে সাথে ঝিরিঝিরি হাওয়া। ছুঁয়ে যায়। এলোমেলো আমায় নিয়ে যায় অসীম শূন্যতায়। আমি নির্মেঘ আকাশ হবার স্বপ্ন দেখি আর আমার পছন্দতো বলেছিই মেঘলা আকাশ। আমি আমার কাছে একটা সরল অংক। যার উত্তর আমার মুখস্থকরা। ১ অথবা ০। কিন্তু উত্তরে পৌঁছাবার পথটা আমার অজানা।
১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার ১ম সংকলন পোস্টে ১ম লাইক ১ম কমেন্টের জন্য এত্তোগুলান ধন্যবাদ।
ভালো থাকবেন। সবসময়।
২| ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৪
কালের সময় বলেছেন: fatafati sonkklon.
poste 3 like .
১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ফাটাফাটি কমেন্টে এত্তো এত্তো ভালো লাগা। + এর জন্য কৃতজ্ঞতা। ভালো থাকবেন। সবসময়।
৩| ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৩
মনিরা সুলতানা বলেছেন: আমি নির্মেঘ আকাশ হবার স্বপ্ন দেখি....
এক মুঠো জ্যোৎস্না য় এত্তগুলি ভালোলাগা
পছন্দের মিল একশর চাইতে একটু কম
প্রিয় তে.....
১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম দেখি তো কিন্তু পছন্দ মেঘলা আকাশ।
মিল আছে এটাই অনেক পার্সেন্টেজ যাই হোক। প্রিয়তে নেবার জন্য ধন্যবাদ আপু। ভালো থেকো। অনেক। সবসময়।
৪| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০২
সুমন কর বলেছেন: ভালো প্রচেষ্টা........
কিন্তু এটা কি মাসিক সংকলন না তোমার ভাল লাগা পোস্টসমূহ?
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুমন দা।
ভালো লাগা পোস্ট সংখ্যা তো অনেক। সেখান থেকেই কিছু তুলে আনলাম।
মাসিক সংকলন নয়।
৫| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৯
কাবিল বলেছেন: চমৎকার সংকলন।
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা। ভালো থাকবেন।
৬| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩২
হাসান মাহবুব বলেছেন: +++
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হামা ভাই। আপনার বাকশূন্য পদচারণাও অনুপ্রেরিত করে। ভালো থাকবেন। সবসময়।
৭| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর শেয়ার । অনেকেরই পছন্দের তালিকায় আপনার সংকলনের পোস্টগুলো থাকবে । কারণ সবগুলোই অসাধারণ লেখা ছিল শুধু 'সান্নিধ্য বেলা' ছাড়া ।
ভাল লাগলো । +++
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা তাই নাকি!
মন্তব্যে পেলাচ এত্তোগুলো।
ভালা থাকবেন। সবসময়।
৮| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৭
শতদ্রু একটি নদী... বলেছেন: কিছু কিছু পড়ছি। এক্টটা শিরোনামে আইসা চোখ আটকাইয়া গেলো। আমিও হেমলক চিনি। দ্যা লাইন ইটসেলফ ইজ এ মহাকাব্য।
পড়তে যাইতেছি।
১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনাকে দেখে প্রীত হইলাম।
আশা করি ইতিমধ্যে পড়া কমপ্লিট।
ভালো থাকুন। সবসময়।
৯| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: এই ধরণের সংকলন তৈরি অবশ্যই প্রশংসনীয় একটা কাজ। এতে করে সহব্লগারদের মধ্যে যেমন মিথস্ক্রিয়া বাড়ে, তেমনি সহব্লগারদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয় ভালো কিছু লেখার জন্য।
পছন্দ অপছন্দের ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত। তাই এ ব্যাপারে কোন কিছু বলা সমীচীন নয়। তবে যেহেতু এটা একটা ব্লগিয় সংকলন, তাই সংকলনটি করার জন্য আপনি কোন কোন ক্ষেত্রকে প্রাধান্য দিয়েছেন সেটা উল্লেখ করে দিলে ভালো হতো। যেমন আপনি এটা কবিতা এবং গল্পের উপর করেছেন। বিষয়বস্তুর ব্যাপারটা এখানে পরিষ্কার। কিন্তু কাদের পোস্ট আপনি বিবেচনা করেছেন সেটা কিন্তু পরিষ্কার নয়। এমনও হতে পারে আপনি যাদের অনুসরণ করেছেন, কেবল তাদের পোস্টই বিবেচনা করেছেন। তাতে কোন সমস্যা নাই। তবে উল্লেখ করে দিলে ভালো হতো। কারণ আপনি যাদের অনুসরণ করেন, তাদের বাহিরে যারা আছে, তাদের মধ্যেও কিন্তু দেখা যাবে এর চেয়ে ভালো মানের লেখা রয়েছে। জানি এখানেও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপারটা আছে, তবুও আপনার দিক থেকে আপনি তাতে করে পরিষ্কার থাকতে পারবেন।
বিষয়বস্তুর ব্যাপারেও কিছু কথা থাকে। আপনি গল্প বা কবিতা নির্বাচনে কী কী বিষয়কে প্রাধান্য দিয়েছেন। হতে পারে এটা রচনাশৈলী, হতে পারে এটা কবিতা বা গল্পের মূল বক্তব্য ইত্যাদি। কিংবা হতে পারে দুটোই।
তারপরও বলবো আপনার প্রয়াস যথেষ্ট ভালো হয়েছে। অনেক অনেক শুভ কামনা রইলো রাজপুত্র।
১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাইয়া গাইডেন্সের জন্য ধন্যবাদ। আপনার অনুমান আংশিক ঠিক।আংশিক নয় প্রায় শতভাগ বলা চলে। আমি মূলত অনুসারিত ব্লগার দের পোস্ট নিয়েই সংকলনটা করতে চাচ্ছিলাম। কিন্তু কিছু কবিতা গল্প এতোটা ভালো লেগেছিল অন্যান্যদের যে দেবার লোভ সামলাতে পারি নি।
যেহেতু প্রথম সংকলন ছিল এটা তাই চেষ্টা করবো পরবর্তীগুলো আরো সমৃদ্ধ করার।
ধন্যবাদ আপনাকে। আপনার নিয়মিত উৎসাহ, আলোচনা, সমালোচনা সত্যিই ভালো করার ইচ্ছেটা বাড়িয়ে দেয়।
১০| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:২০
শায়মা বলেছেন: সংকলন!!!!!!!!!!
রাজকুমার সংকলন সমগ্র!!!!!!!!
কেমন আছো রাজকুমার?
অনেক অনেক গল্প পড়ছো তাই চুপচাপ??
১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম পেত্তম সংকলন।
নামটা কিন্তু পছন্দ হলো 'রাজকুমার সংকলন সমগ্র'।
অন্যরকম ভালো লাগা।
আমি আছি ভালো! তুমি কেমন আছো আপু?
হুম চুপিসারেই পড়ি। শব্দ করলে যদি কেউই ডিস্টার্বড হয়।
১১| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৮
শায়মা বলেছেন: আমিও ভালো তবে হরতাল বিরক্তিতে আছি। ভাবছি এইবার আমিই আলটিমেটাম দেবো এপ্রিল থেকে হরতাল যদি না বন্ধ হয় তবে ........তবে ........তবে ...........
পহেলা বৈশাখ স্বাধীনতা দিবসে আমার কত প্লা্নন প্রোগ্রাম সব নষ্ট হয়ে গেলো।
তবে এতক্ষন বসে বসে ইপ্সিমনির জন্য একটা কবিতা লিখেছি । পাবলিশ করবো কিনা ভাবছি কবিতা পড়ে যদি লাঠি নিয়ে ছুটে আসে!!!!!!!!
১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হরতাল দিলে এবার হাসু আপা আর আমজনতার খালারে পিডানি দিতে হবে।
ঈপ্সিমণির জন্য কবিতা
তাড়াতাড়ি পোস্ট দাও। পড়তে মুন চায় তো।
যদি লাঠি নিয়ে দৌড় লাগায় তাইলে অলিম্পিকের ১০০ মিটার দৌড়ের ট্রাকে নামায় দিব দেখি কতো দৌড়াইতে পারে আর লাঠি ওইটা নিয়ে আপা আর খালার পেছনে একটা এপিক দৌড় লাগাক। নাম দিব 'ভাগ ঈপ্সিমণি ভাগ'।
১২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:২২
শায়মা বলেছেন: দেবো???
মানে পোস্ট করে দেবো নাকি আমার পাগলা ছড়িতা পাগলী আপুর জন্য??????????
১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: দিয়ে দাও। পোস্ট। কবিতা।
ভয়কে করো জয়।
ডারকে আগে জিৎ হে।
আর দৌড়াইলে তোমারো ভালা আর তারো।
হাঁটা স্বাস্থের জন্য ভালো আর দৌড়তো আরো ভালো।
১৩| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩২
শায়মা বলেছেন: দিয়েছি!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কাল সকালে যদি মাইর দিতে আসে তাইলে কিন্তু আমি নাই !!!!!!!!!!!!!
সব দোষ তোমার!!!!!!!!!!!
১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: হায় হায় আপু কয় কি!
লাঠির বারি কি আমি খাবো নাকি? আম্মাআআআআআ....
এইটা ঠিক না।
১৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
কিছু গল্প পড়েছি, মনে রাখার মতো কম গল্পই ছিলো।
১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। সবসময়।
১৫| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪১
আমিনুর রহমান বলেছেন:
প্লাস ও প্রিয়তে ...
সংকলন নিয়ে ব্লগারের চুলকানী আছে। কেউ কেউ বলেন হিট হওয়ার সহজ উপায় নাকি সংকলন। সংকলন করা কতখানি কষ্টের তার মুল্য তো দেয় না। এমনকি এতে যে অনিয়মিত ব্লগাররা উপকৃতও হয় তাও তারা মানতে চায় না। যে যাই বলুক নিজের কাজ নিজে করে যাবেন যতদিন সময় করতে পারবেন।
শুভ কামনা।
১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: সংকলনে হিট হওয়া যায় কি না বলতে পারছি না কিন্তু অনেক দিন পর আপনাকে যে আমার ব্লগে নিয়ে আসতে পেরেছি এটাও অনেক বড় প্রাপ্তি।
যে যাই বলুক নিজের কাজ নিজে করে যাবেন যতদিন সময় করতে পারবেন।--- উৎসাহ পেলাম ভাইয়া। চেষ্টা করবো নিয়মিত করার।
ভালো থাকবেন। সবসময়।
১৬| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:০৫
জাফরুল মবীন বলেছেন: চমৎকার আপনার ভালোলাগার সংকলন!
অভিনন্দন যারা আপনার ভালোলাগা অর্জন করতে পেরেছেন।
গল্প/কবিতা লিখে আমিও চেষ্টা করে দেখব আপনার মনে ঠাঁই পাই কি না! হাঃ হাঃ হাঃ..... সিরিয়াস বিষয়ে লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছি।কবিতা বা গল্পের স্বাদ এখন একটু আস্বাদন করলে মন্দ হয় না,কী বলেন?
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
ভালো থাকুন ভাই।
১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে ধন্যবাদ ভাইয়া। আপনার গল্প কবিতার অপেক্ষায় থাকলাম। তবে আপনি কিন্তু আমার অত্যন্ত প্রিয় একজন ব্লগার। আপনার পোস্টগুলো সবসময়ই আমাকে পড়তে বাধ্য করে। যদিও তা গল্প কবিতা না তারপরেও পড়ার আগ্রহ কিন্তু থাকে শতভাগ।
ভালো থাকবেন সুপ্রিয় ব্লগার।
১৭| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২০
আমিনুর রহমান বলেছেন:
আমিও সুযোগ খুজছিলাম আপনার পোষ্টে আসার সময় করে পারছিলাম না ব্লগে নিয়মিত হবার। আবার ইনশাআল্লাহ্ নিয়মিত হবো এবার।
@জাফরুল মবীন ভাই এইবার গল্প বা কবিতা কিছু লিখেন আশা করি ফিচারের মতোই চমৎকার হবে।
১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও সুযোগ খুজছিলাম আপনার পোষ্টে আসার -- অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। উৎসাহিত হলাম।
আমিও কিন্তু মবীন ভাইয়ার গল্প কবিতার অপেক্ষায় আছি।
শুভেচ্ছা।
১৮| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৫
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লাগলো সংকলন
১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ বাড্ডা ঢাকা। ভালো থাকবেন। শুভেচ্ছা জানবেন।
১৯| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১১
শায়মা বলেছেন: আহারে
রাজপু্ত্র!!!!!!!!!!!
বেচারা!!!!!!!!!!!!!!!
কি বিপদ!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আহারে কেন?
হুম বলো।
কি বিপদ আপু????
২০| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৯
শায়মা বলেছেন: আহালে আহালে আহালে!!!!!!!!!!!
১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: উফ আপু প্লিজ বলো না। প্লিইইইইজজজজজ।।।।
২১| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২১
শতদ্রু একটি নদী... বলেছেন: হ্যা, পড়ছি,
তবে আমি নিজের মত লিখতে চাইতাম,
যদি সিগারেট নিষিদ্ধ করো,
তবে সক্রেটিস সাক্ষী;
সকল দর্শনের ধর্ষন হবে,
আমিও হেমলক চিনি...
এমনে।
১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: এমনে হলে খারাপ হতো না।
আপনার কবিতা আমি পড়েছি। ভাল। চমৎকার লেখেন আপনি।
২২| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাল লাগার সংকলন টি আমারও ভাল লেগেছে ।
১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা মন্তব্যে অনেক অনেক ভালো লাগা জানবেন। ব্লগে আপনাক দেখে ভালো লাগল। ভালো থাকবেন। শুভ কামনা।
২৩| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৫
হাইপারসনিক বলেছেন: মন হচ্ছে একটা সংরক্ষন সোসাইটিতে নিয়ে যাবেন আপনার ব্লগটি
১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা! হা!
না সেরকম ইচ্ছা নেই।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২৪| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৫
হাইপারসনিক বলেছেন: মন হচ্ছে একটা সংরক্ষন সোসাইটিতে নিয়ে যাবেন আপনার ব্লগটি
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
২৫| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৭
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!
মুকুট কই!!!!!!!!!!!!!!!!!
১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুকুট!
রাজার পুত্র= রাজপুত্র। আব্বা (রাজামশাই) আমার মুকুট কই?? :-<
মুকুটহীন আমি!
২৬| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫
বিদগ্ধ বলেছেন: অভিনন্দন!
সংকলকদের প্রতি সবসময়ই আমি দুর্বল
১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা।
সংকলকদের প্রতি সবসময়ই আমি দুর্বল***
জেনে খুশি হলাম। ভালো থাকবেন।
শুভ কামনা।
২৭| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫
শায়মা বলেছেন: লেখক বলেছেন: মুকুট! |
রাজার পুত্র= রাজপুত্র। আব্বা (রাজামশাই) আমার মুকুট কই?? :-<
মুকুটহীন আমি!
আহারে
১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: এতো দুঃখ প্রকাশ করো না। পরী দের দুঃখ করতে নেই।
২৮| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩১
হামিদ আহসান বলেছেন: সঙ্কলনের জন্য ধন্যবাদ অাপনার প্রাপ্য৷ বেশির ভাগই পড়া ছিল৷ বাকীগুলি পড়ব অাশা করি ......
১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা জানবেন। ভালো থাকুন। সবসময়।
আর পড়ে ফেলুন।
শুভেচ্ছা।
২৯| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: রাজপুত্র সঙ্কলন তো দারুন হয়েছে...। সত্যি কইরা বলেন তো- সবগুলা কি আপনার পড়া হইছে? হাহহা?
১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা! হা! হা! গুরুত্বের দাবি রাখে আপনার প্রশ্ন। কিন্তু ভুল ব্যক্তিকে করা হলো।
প্রায় ৩ মাস ব্লগে আছি। কিছুতো পড়েছি। তাই না?
সত্যি কইরা কইতাছি তেলাপোকার স্যুপ আর টিকটিকি ফ্রাই এর কসম সবগুলোই আমার পড়া।
৩০| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার সংকলনে আমার একটি কবিতা স্থান পাওয়াতে কৃতজ্ঞতা । দারুন সব লেখার মধ্যে আমার মত সামন্যের লিখা স্থান করে নেয়াই ভাললাগছে ।পরিশ্রমী পোস্টে ভাল লাগা ।
১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: সেলিম ভাই ভালো আছেন?
আপনার কবিতাকে পছন্দের দলে রেখে আমার ভালো লাগছে।
বিনয় মহত্বের লক্ষন।
ভালো থাকা হোক।
৩১| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
আমি তুমি আমরা বলেছেন: পোস্টে নিজের একটা গল্প দেখে ভাল লাগল। ১২ তম ভাল লাগা
১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার ভালো লাগায় সম্মানিত বোধ করছি। প্লাচের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রথম লাইক আমার।
চমৎকার আপনার ভাল লাগার সংকলন।