![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"নীলাদ্রীতা নামের মেয়েটির সূর্যাস্তস্নানে আমার নিমন্ত্রণ"
কখনো ঝরা পাতা দেখেছো নীলাদ্রীতা। ফাগুনের শেষ বিকেলে কিছু আলো কিছু অন্ধকারে। এলোমেলো তোমার চুল ছুঁয়ে সে পাতা ঠাঁই নিয়েছিল মাটির বুকে।
মাটির বুকে সুখ খুঁজে নেওয়া সেই পাতার খসখসে বুকে এঁকে দেই তোমার আলপনা। পরম নির্ভরতায় ঝরে পড়া সে পাতা রোদে পোড়া তামাটে বুকের মাঝে পুষে রেখেছে তোমায় নীলাদ্রীতা।
তোমার নিমন্ত্রণে আমি সূর্যাস্ত দেখেছি। নীল আকাশ জুড়ে দেখেছি শূন্যতা। ঘরকুনো ছেলের মতো সূর্যের পরাস্ততা।
তুমি কথা দিয়েছিলে। সূর্যের লাল আরক্তিম আভাটা ছড়িয়ে পড়বে যখন পশ্চিম ঈশান কোণে। আমার হাত বাঁধা পড়বে তোমার উষ্ণ বাহুডোরে।
আমি ফিরে এসেছি রিক্ততা বুকে নিয়ে। ঝরা পাতার কষ্ট নিয়ে। বুকের মাঝে হাহাকারগুলো হৃদয়ের আঁধ খোলা জানালার কাঁচ বেয়ে হাপিত্যেশ করে। স্বপ্ন হয়ে ক্রমাগত হানা দেয়। বিলাসিতা তার আকাশচুম্বী। কখনো তোমায় ছুঁড়ে ফেলে নরম তক্তপোষে। আস্বাদনে ব্যস্ত তোমার শরীরের ওম। তুমি জীর্ন ফ্রেমে আটকে রাখা মোনালিসা। যে প্রাণহীনা তোমায় গোগ্রাসে পাওয়ার মাঝেই পাশবিক স্বার্থকতা।
কখনো আবার নির্জন কোনও সূর্যাস্তস্নানে কফির মগে উষ্ণ চুমুকে ঠোঁটের কোণে একটুকরো হাসি সাথে ধীর পদক্ষেপ তোমার। দীঘল কালো খোলা চুলগুলোয় আধিপত্য় অন্ধকারের।
মৃদু আলো আঁধারে শুধালে আমায় "কখনও যদি নীল শাড়িতে তোমার সামনে এসে দাঁড়াই, তুমি কি আমার প্রেমে পড়বে"।
স্বপ্নেরা সেই ঝরা পাতার মতো। কংক্রিট কঠিন বাস্তবতার কাছে বড্ড বেশি অহেতুক। নীলাদ্রীতা নামের মেয়েটির তাই নীল শাড়ি পড়া হয় নি। আর আমারও হয় নি তার প্রেমে পড়া। শুধু জীবনের হিসেবনিকেশে একটা ছোট ভুল হয়ে রয়ে গেছে। সূর্যাস্তস্নানে ভুল।।
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসাধারণ মন্তব্যে ভালো লাগা জানবেন। তাহসান।
ভালো থাকুন। সবসময়।
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৬
জেন রসি বলেছেন: চমৎকার
স্বপ্নেরা সেই ঝরা পাতার মতো। কংক্রিট কঠিন বাস্তবতার কাছে বড্ড বেশি অহেতুক। নীলাদ্রী নামের মেয়েটির তাই নীল শাড়ি পড়া হয় নি। আর আমারও হয় নি তার প্রেমে পড়া। শুধু জীবনের হিসেবনিকেশে একটা ছোট ভুল হয়ে রয়ে গেছে। সূর্যাস্তস্নানে ভুল।।
ভালো লেগেছে।
১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ জেন রসি।
তবে মেয়েটির হয়তোবা নীল শাড়ি পড়া হয়েছে কিন্তু আমার দেখা হয় নি।
চমৎকার মন্তব্যে ভালো লাগা।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৯
ধুঁপছায়া বলেছেন: অনেক ভালো লাগলো পড়ে,ধন্যবাদ অসাধারন রোমান্টিক কবিতাখানির জন্য....
১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে মন ভালো করা অনুভূতি। ভালো থাকবেন ধূপছায়া। সতত।
১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর মন্তব্যে মন ভালো করা অনুভূতি। ভালো থাকবেন ধূপছায়া। সতত।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০
সুমন কর বলেছেন: চমৎকার।
+।
১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৭
শতদ্রু একটি নদী... বলেছেন: চমতকার রাজপুত্র।
++++
১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: রাজপুত্র হিসেবে আমি আসলেই চমৎকার।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২১
জাতি_ধর্ম_বর্ণ বলেছেন: ভাল লেগেছে আবহটি।
++++++++++++++++
১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ জাতি ধর্ম বর্ণ। ভালো লাগা মন্তব্যে সুখানুভব।
ভাই পিপি তে এতো রেগে আছেন কেনো?
৮| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯
শতদ্রু একটি নদী... বলেছেন: আপনারেই চমৎকার কইছি। লেখাটা এখন পইড়া নেই।
১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটা কি হইলো!
কবিতা পড়েন না খুউউব খারাপ কথা। কবিতা হইলো অক্সিজেনের মতো। ভালো খারাপ নেই। পড়লেই অন্যপ্রকার ভালো লাগা।
৯| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৪
শায়মা বলেছেন: বাপরে!!!!!!!!
কবিতা পড়ে তো মুগ্ধ হলাম এইবার!!!!!!!!
১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাপরে বাপ!!
তিন মাস তিন সপ্তাহ লাগলো তোমায় মুগ্ধ করতে।
তোমার মুগ্ধতায় ভালো লাগা রইল আপু।
১০| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
রোদেলা বলেছেন: নিশ্চই কোন এক রাজকন্যা নীল শাড়ী পড়ে আমাদের রাজপুত্রের জন্যে অপেক্ষা করছে কোন এক সূর্যস্নানে ভিজবে বলে।
১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: করেছে, করছে নাকি করবে???
যাই হোক নীল শাড়ির নীলাদ্রীর জন্য ভালোবাসা।
সূর্যস্নানে, সূর্যাসের উদাসিতায় নাকি বৈশাখী বৃষ্টিতে???
যাই হোক নীল শাড়ির নীলাদ্রীর জন্য ভালোবাসা।
আচ্ছা আপুমণি, নীলাদ্রী নামে কাউকে চিনেন? আমি তো চিনি না।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
শায়মা বলেছেন: রোদেলা বলেছেন: নিশ্চই কোন এক রাজকন্যা নীল শাড়ী পড়ে আমাদের রাজপুত্রের জন্যে অপেক্ষা করছে কোন এক সূর্যস্নানে ভিজবে বলে।
আপুনি সেই রাজকন্যার নাম আবার নিলাদ্রী।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয় পরি,
কষ্ট করে রোদেলাপুর প্রতিউত্তরটা দেখে নেবেন।
হু আপু। তার নাম নীলাদ্রী তোমার নাম শায়মা আমার নাম হৃদয়।
তো কি???
১২| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯
শতদ্রু একটি নদী... বলেছেন: এইটা তো মুক্তগইদ্য, অমিত্রাক্ষর ছন্দ নাকি কি জানি কয় এইসব ব্যাপার স্যাপার অবশ্য বুঝিনা।
কখনো ঝরা পাতা দেখেছো নীলাদ্রী। ফাগুনের শেষ বিকেলে কিছু আলো কিছু অন্ধকারে। এলোমেলো তোমার চুল ছুঁয়ে সে পাতা ঠাঁই নিয়েছিল মাটির বুকে।
কখনো ঝরা পাতা দেখেছো নীলাদ্রী?? ফাগুনের শেষ বিকেলে কিছু আলো, কিছু অন্ধকারে?? এলোমেলো তোমার চুল ছুঁয়ে সে পাতা ঠাঁই নিয়েছিলো মাটির বুকে!!
স্টার্টিঙ্গটা এইভাবে হবার কথানা? যতি চিহ্নের ব্যবহার খুব জরুরী মানে বোঝাতে এবং মনে মনে পড়বার সময়।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও বুঝি না। আবার বুঝি। মাথার উপ্রে দিয়ে যাবার সময় লেজ দেইখা চিনতে পারি। এইডা অমিত্রাক্ষর না কি যেন?
যতিচিহ্নের ব্যবহার অবশ্যই গুরুত্ববহুল। তবে কবিতায় নীলাদ্রী অনুপস্থিত। কবিতাটাকে স্বগতোক্তি ও বলতে পারেন। আপন মনে নিজেকে বলা কিছু কথা। যেখানে বিষয়বস্তু নীলাদ্রী কিন্তু সে শ্রোতা নয়।
শতদ্রু ভাইয়া কবিতা পড়ছেন। সত্যায়িত করে সিগ্নেচার করে দিলাম।
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৬
শতদ্রু একটি নদী... বলেছেন: কখনো ঝরা পাতা দেখেছো নীলাদ্রী।
এই লাইনটা কি প্রশ্নবোধক না? এই লাইনটা কোনভাবেই প্রশ্নবোধক না হয়ে যেতে পারেনা, আমার স্বল্প জ্ঞানে ওইটাই মনে হইতেছে। আর যদি প্রশ্নবোধক না হয়, তাইলে এই কাঠামোতে মিলতেছেনা। শুরুতেই ঘাপলা মনে হইতেছে। স্বগোতোক্তি হোক আর স্বর্গের উক্তিই হোক।
ব্যাখ্যা চাই।
এক দফা এক দাবী।
না মানলে... " "।
উম, ছন্দ মিলাইয়া দুইটা শব্দ বসাইয়া নেন।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: এক দফা এক দাবী
না মানলে মাথায় ভাঙমু হাড়ি।
তিন শব্দ বসাইলাম।
কোন তর্ক বিতর্ক না। মাইনা নিছি।
ব্যাখা দিয়ে কি হবে। ব্যাখ্যাতীত কাজ কর্ম করাই রাজপুত্রের কাম!
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮
সাইলেন্ট পেইন বলেছেন: উদাসী মনের আবেগ নাকি ভাইয়া? লেখাটা খুব ভাল লেগেছে।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: না ভাইয়া। আবেগ তবে উদাসী না। আক্ষেপের। নীল শাড়িতে নীলাদ্রীকে দেখা হলো না যে।
ভালো লাগায় সুখানুভব। ভালো থাকবেন। সবসময়।
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৭
শায়মা বলেছেন: লেখক বলেছেন: এক দফা এক দাবী
না মানলে মাথায় ভাঙমু হাড়ি।
তিন শব্দ বসাইলাম।
গুড গুড এই কবিতাটা আমার বেশি পছন্দ হয়েছে ভাইয়া।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: থ্যাংকস আপুমণি।
ভালো তো লাগবেই।
কবিতা একটা।
লাইন দুইটা।
কিন্তু অনবদ্য এই কবিতা নিয়ে নদী আর রাজার পুত্র উভয়েই বেশ চিন্তা ভাবনা করিয়াছে।
ভালো না হয়ে যায়।
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৮
শতদ্রু একটি নদী... বলেছেন: পছন্দ তো হবেই। গ্রামারের বাইরে কিছু হইলে উনি তো লাফ দিবেনই। এইটা হইলো উনার হাড়ে হাড়ে গিরিঙ্গিগিরির অকাট্য প্রমান।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
১৭| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪২
শায়মা বলেছেন: রাজকুমার ভাইয়া
হাড়ি ভাঙ্গার সময় কিন্তু
ভুলোনা দিতে বাড়ি
ভুল করলে তোমার সঙ্গে
আমার কিন্তু আড়ি।
১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: চাই না আমি দিতে আড়ি
চাই না দিতে বাড়ি।।
বাড়িটা কাকে দিব তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমার থেইকা মটুগটুরে বাড়ি দিয়া মরবার সাধ জাগে না।
১৮| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। ভালো থাকবেন।
১৯| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২৮
মনিরা সুলতানা বলেছেন: আমার কিছু বলা লাগবে????
সবাই তো সব বলে দিচ্ছে
বাই ডিফল্ট ভালো লাগা থাকছেই
২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বিশেষ দ্রষ্টব্যঃ আপু তুমি হেব্বি অলস।
২০| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩০
রিকি বলেছেন: কবিতাটা পড়তে পড়তে নীলাদ্রি চরিত্রটাকে কল্পনা করছিলাম.... ভাই এই কবিতা পড়লে বুঝদার যে কোন মেয়েই তো নাম এফিডেফিট করে নীলাদ্রি হতে চাইবে!
আপনার লেখা আমি এর আগেও পড়েছি...যেটা বারবার খেয়াল করেছি, আপনার লেখার কল্পনাগুলো নিজস্ব ছন্দেই নাচে...ঠিক Waltz এর মত..1 2 3...কিছুটা গ্যাপ...1 2 3
২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা ভালো বলেছেন। তবে সবথেকে মজার বিষয় কি জানেন 'মেয়েরা বুঝদার হয় না'। নীলাদ্রীর মতো অদ্ভুত সুন্দর মেয়েগুলো মাথা মোটা টাইপের হয়। তাই প্রেমে পড়াও হয় না।
আমি কল্পনা নির্ভর লেখাই লিখি। ঠিকই বলেছেন। বাস্তবে নীলাদ্রীর দেখা মেলা ভার।
২১| ২০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৮
রিকি বলেছেন: ভাই বেশি বুঝদার হতে গেলে তো মাথা দিয়ে প্রেম করতে হবে, মন দিয়ে না !!!!
বুঝদার বলতে আমি কিন্তু অনুভব ক্ষমতা সম্পন্ন বুঝিয়েছি ! তাকানো আর দেখা বা দর্শন কিন্তু এক জিনিস নই ভাই--- প্রথমটার গভীরতা থাকে না, দ্বিতীয়টার গভীরতা অল্প হলেও কিছুটা থাকে !
প্রেম করার ক্ষেত্রে maximum মানুষ প্রথম option ব্যবহার করে তাই মোটা, পাতলা, স্থূল এগুলোই চোখে পড়ে... দ্বিতীয় option ব্যবহার করলে মোটা না হলেও মোটামুটি একটা পছন্দসই solution এ পৌঁছাতে পারবে !!!
নিলাদ্রীর রূপ এবং গুণ দুইটায় প্রাপ্তি লাভ এভাবে হওয়া সম্ভব বলে আশা করি !!!!
২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: নীলাদ্রী কে দেখি নি। আর কল্পনা কিন্তু সবসময়ই সুন্দর। যেহেতু পুরোটাই আমার কল্পনা। তাই নীলাদ্রী অদ্ভুত সুন্দর কোন মেয়ের নাম। যার বসত শুধুই স্বপ্নে। আদোতে নীলাদ্রী রা সুন্দর নাকি জানি না। আর সুন্দর এর সঙ্গাটা কিন্তু আপেক্ষিক। সেক্ষেত্রে প্রত্যেকের নিজেস্ব মানদন্ড থাকে। ওই যে বলে না, মেয়েটা ওমুকের মতো সুন্দর হ্যান ত্যান।
নীলাদ্রীর দেখা পাবার ইচ্ছে কিন্তু ব্যক্তিগত ভাবে আমার নেই। ইচ্ছে আছে কবিতায় এই চরিত্রটিকে রাঙিয়ে নেব নিজের মতো করে। আমার অধীনেই না হয় থাক কাল্পনিক রাজকন্যা 'নীলাদ্রী'। তবে তারও স্বাধীনতা থাকছে বেড়ে ওঠার। প্রেমে পড়বার।
বাস্তবে তাকে এনে টানাহেঁচড়া করার ইচ্ছে নেই। বাস্তব বড্ড নোংরা। আপনি উপর তলার মানুষ হোলেও টেনে নিচে নামিয়ে আনবে।
আপনার মন্তব্যটা খুব ভালো লেগেছে। তাই বিস্তারিত বল্লাম।
২২| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১০
মনিরা সুলতানা বলেছেন: ভাল্লাগছে কস্ট কইরা লিখলাম তারপর ও অলস..
২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: হু অলস ই তো।
আপুটু ভালো থেকো। অনেক। তোমার জন্য শুভ কামনা।
২৩| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৪
রিকি বলেছেন: বাস্তব বড্ড নোংরা এই কথাটার উপর হাজারটা লাইক ভাই .......নীলাদ্রি কে বাঁচিয়ে রাখবেন সবসময়। আপনার কথাগুলো পড়ে আমার best friend এর কিছু কথা আবার মনে চলে আসলো। অকালে দুনিয়া ছেড়ে চলে গেছে সে...ঠিক আপনার মত তারও একটা নিজস্ব রাজকন্যা ছিল.....কাল্পনিক সেই রাজকন্যা থেকে গেছে কিন্তু রাজপুত্র চলে গেছে !!!!! তাই নীলাদ্রিকে নিয়ে থাকুন...তার উপর অধিকার যেন শুধু আপনারই থাকে আর কারও না....।
২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মনের দুর্বল দিকটাকে তুলে আনার জন্য দুঃখিত।
পৃথিবীতে কেউ কারো মতো না। কারো শূন্যস্থান কেউ পূরণ করতে পারে না। একমাত্র সময়ঈ পারে প্রিয় কাউকে হারানোর ক্ষত ভরিয়ে দিতে কিন্তু মুছতে পারে না। আমিও পারব না আপনার প্রিয় বন্ধুর জায়গা নিতে। কেউই পারবে না। তবু একজন বন্ধুর মতো পাশে থাকবো ভার্চুয়াল এ জগতে।
রাজকন্যার উপর অধিকার হারিয়েছি অনেক দিন হলো। তার শূন্যতা পূরণেই নীলাদ্রীর কাল্পনিক সৃষ্টি। প্রকৃতি অপূর্ণতা ভালোবাসে শূন্যতা নয়। আমিও তেমনই।
২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি যে 'ভাইয়া' না সেটা জেনে যারপরনাই বিনুদিত।
হা হা হা। মজা পেলাম ভার্চুয়ালিটির এই সীমাবদ্ধতায়।
ভালো থাকুন সবসময়।
২৪| ২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: তুমি কথা দিয়েছিলে। সূর্যের লাল আরক্তিম আভাটা ছড়িয়ে পড়বে যখন পশ্চিম ঈশান কোণে। আমার হাত বাঁধা পড়বে তোমার উষ্ণ বাহুডোরে।
আহা !! পুরাই ভাই রোমান্স দিয়া দিলেন । এখন কিন্তু পুরাই হিসেব নিকেশের প্রেম চলে
২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সবকিছুই তো ভাই বিকিয়ে দিয়েছি। বিনিময় মূল্য যদিও নিতান্তই অপ্রতুল তারপরও একটুকরো হাসির কাছে হিসেব নিকেশ ভ্যাগাবন্ডের মতো হারিয়ে যায়।
প্রেম তাই বেহিসেবি প্রেমিকের সম্পদ। উড়াচ্ছি ইচ্ছেমতো। যে চাইবে তাকেই দেব কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু এক দোকানেই যাই।
২৫| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৪
রিকি বলেছেন: ভাই আমাদের প্রত্যেকের জীবনই ঐ গ্লাসের মত--- half empty, half full....আমাদের উপর নির্ভর করে গ্লাসটা কিভাবে দেখব অর্ধ খালি, না অর্ধেক ভর্তি। Emptiness যেমন আছে...অর্ধেক গ্লাসটা ভর্তিও তো আছে !!
আর ভার্চুয়াল জগতে আমরা সবাই একই পরিবারের সদস্য... এই হিসেবে আমরা এমনিতেই একে অপরের বন্ধু, ভাই, বোন হয়েই যায়...সুখ দুঃখ অনুভূতি ভাগাভাগির অংশীদার
২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো বলেছেন।
তবে বুকের উপর বেশি চাপ নিতে পারি না। তাই শূন্যতাই সই।
সুখ দুঃখের ভাগাভাগি---------
এটাও ভালো বলেছেন। প্লাস।
২৬| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: নীলাদ্রীরা মাথা মোটা হয়......... (এক কমেন্টে দেখলাম!!!!) লেখা পাঠে মুগ্ধতা... ভুলগুলো কি শোধরানো যায় না... সবাই শুধু ভুলের দোহাই দিয়ে পাশ কেটে যায় কেন???????
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম আপনি জানেন না।
ওকে আয়নার সামনে যান। একটা স্কেল দিয়ে মাথার মাপ নেন। এবার গলার মাপ নেন। দেখেন আপনি কত্তো মাথা মোটা!
কি ভুল ঈপ্সিমণি। কোন ভুলটাকে বুঝিয়েছেন? গেসিং এর উপর কিছু না বলাই ভাল। ভুলটা আইডেন্টিফাই করে দিলে দিলখুশ হতো।
২৭| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩০
অর্বাচীন পথিক বলেছেন: "তুমি কথা দিয়েছিলে। সূর্যের লাল আরক্তিম আভাটা ছড়িয়ে পড়বে যখন পশ্চিম ঈশান কোণে। আমার হাত বাঁধা পড়বে তোমার উষ্ণ বাহুডোরে"
"কখনো আবার নির্জন কোনও সূর্যাস্তস্নানে কফির মগে উষ্ণ চুমুকে ঠোঁটের কোণে একটুকরো হাসি সাথে ধীর পদহ্মেপ তোমার। দীঘল কালো খোলা চুলগুলোয় আধিপত্য় অন্ধকারের"
--- কোথায় পান ভাই লাইন গুলো !!! ???? আমি তো পুরাই ফিদা
ভাবতেছি আমি আপনার ব্লগে হ্যাচাক ধরাই রাখবো
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আসলে ভাবি নি কখনো। কবিতা লিখি ভাবনাগুলোকে অক্ষরে সাজিয়ে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক।
হ্যাচাক! ওকে এলাউড।
ভালো থাকবেন অর্বাচীন পথিক। সবসময়।
২৮| ২১ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫১
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ আধোনিঃশ্বাসের অনুভূতি ।
২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর বল্লেন তো!
আধোনিঃশ্বাসের অনুভূতি ।
মন্তব্যে অনেক অনেক ভালো লাগা। ধন্যবাদ।
২৯| ২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৫
কাবিল বলেছেন: অনেক অনেক ভাল লাগল।
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ কাবিল। আপনাকে অনেক দিন পর আমার ব্লগে দেখলাম বোধ করি।
৩০| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৫
প্রামানিক বলেছেন: পড়লাম গদ্য
মনে হলো পদ্য
ভাল লাগল । ধন্যবাদ
২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আসলেই তাই।
গদ্যকে কাব্যিক ঢঙে লেখা। মুক্তগদ্য। ভালো লাগায় সুখানুভব। ভালো থাকবেন।
৩১| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩১
নীলপরি বলেছেন: অসাধারন, অসাধারন, অসাধারন। খুব খুব ভালো লাগ্লল পড়ে। মনে হচ্ছে এটাই আমার অনুরধের কবিতা। ধন্যবাদ অনুরোধমত এতো সুন্দর একটি কবিতা লেখার জন্য। ঈশ আমি
দেরীতে পড়লাম বলে খারাপ লাগছে। তবে আপনার রাজকন্যার নাম নীলাদ্রী কেন? নীলাদ্রী মানে নীল পাহাড়, নীলগীরি। আস লে নীলাদ্রী ছেলেদের নাম শুনে এসেছি। যাক, নামে কি আসে যায়! কবিতা যখন এতো অপরূপ।
পরিশেষে কবিগুরুর থেকে ভাষা ধার নিয়ে বলি - তুমি কেমন করে কবিতা লেখ হে কবি / আমি পড়ি কেবল অবাক হয়ে পড়ি!
২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। অনুমান নির্ভুল। আপনার অনুরোধের কবিতা এটা। তবে আদৌ কবিতা হয়েছে কিনা জানি না। মুক্তগদ্য লেখার চেষ্টা করেছি।
নীলাদ্রী চেঞ্জ করে নীলাদ্রীতা রাখছি।
নীলাদ্রীতা কিন্তু রাজকন্যা না। রাজকন্যা বাস্তব। নীলাদ্রীতা কল্পনা।
আমি কিন্তু খুব ভালো লিখি না। তবু আপনার মুগ্ধতায় ভালো লাগা। কেউ অবাক হলে আমার ভালো লাগে।
ভালো থাকবেন পরি। মন্তব্যের শেষটায় অসম্ভব ভালো লাগা।
৩২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৬
নীলপরি বলেছেন: ++++++++++++++
দিতে ভুলে গিয়েছিলা।। তাই আবার এসে দিয়েগেলাম।
২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তা তো আসবেনঈ।
পরিদের ট্রান্সপোর্ট চার্জ যে লাগে না।
ধন্যবাদ। প্লাসের জন্য কৃতজ্ঞতা।
৩৩| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: একঘেযেমি লেগেছে কারন ভাষা অার ভাব একঘেযেমি। ভিন্না কোথায?
২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও তো একই আছি। বদলাই নি তাই কবিতার ভাষাও বদলাই নি।
চেষ্টায় আছি। তবে কবিতায় আমি এখনো অপটু। তাই নিজের সামর্থ্যের জায়গাটাতেই পড়ে আছি। বার বার একই জিনিস উল্টে পাল্টে লিখছি। ভীত মজবুতকরণ আর কি?
যখন স্যাটিস্ফাইড হবো। নিজেই ভিন্নতা আনবো। তবে সেটা হতে পারে পরের কবিতাতেই আবার অনেক পরে।
ভালো থাকবেন আরণ্যক।
৩৪| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১
নীলপরি বলেছেন: আমার কথায় কবিতার শিরোনাম বদলে ফেললেন দেখে খুব ভালো লাগল। আজ সকাল থেকে মনটা খুব খারাপ ছিল, আপনার ব্লগে এসে ভালো লাগছে। আর নীলাদ্রিতা নামটাও খুব ভালো । হতে পারি সাধারণ পাঠিকা, কবিতার ব্যকরন বুঝি না, কিন্তু যে কল্পনা কিছুক্ষনের জন্য হ্ললেও এই কঠিন বাস্তবকে ভুলিয়ে দিতে পারে, সেটাই কবিতা। ভালো কবিতা। সত্যি বলছি।
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা অনুভূতিটা থাকুক আপনার কাছে। সবসময়।
হতে পারেন সাধারণ পাঠিকা কিংবা কবিতার ব্যাকরণে অজ্ঞ কেউ, তবু এই কবিতাটা সৃষ্টির পেছনের কারণটা কিন্তু আপনিই।
আমার ধারণাও আপনার মতো। যদি কাব্যিক কিছু কথামালা কবিতা না হয়েও কিছু পাঠকের চিন্তায় রেখাপাত করে, প্রভাবিত করে তাদের ভালো লাগা মন্দ লাগা। তবে আউট অব সিলেবাস হলেও তা কবিতা।
আপনার কঠিন বাস্তবতাকে ভুলিয়ে দিতে পারা এ কবিতা লেখার স্বার্থকতা।
৩৫| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৪
মনিরা সুলতানা বলেছেন: বলেছেন: আমার কথায় কবিতার শিরোনাম বদলে ফেললেন দেখে খুব ভালো লাগল। আজ সকাল থেকে মনটা খুব খারাপ ছিল, আপনার ব্লগে এসে ভালো লাগছে। আর নীলাদ্রিতা নামটাও খুব ভালো । হতে পারি সাধারণ পাঠিকা, কবিতার ব্যকরন বুঝি না, কিন্তু যে কল্পনা কিছুক্ষনের জন্য হ্ললেও এই কঠিন বাস্তবকে ভুলিয়ে দিতে পারে, সেটাই কবিতা। ভালো কবিতা। সত্যি বলছি।
সহমত
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছুদিন থেকেই লক্ষ্য করছি তুমি পরির সাথে সহমত প্রকাশ করছো। কারণ কি হ্যাঁ????
আপাতদৃষ্টে দুটি মেয়ে কদাচিৎ ই সহমত হয়।
৩৬| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৪
নীলপরি বলেছেন: সহমত হওয়ার জন্য ধন্যবাদ সুলতানা ।
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপুটুর হয়ে ধন্যবাদ গ্রহণ করলাম।
আপনাকেও ধন্যবাদ।
৩৭| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩০
মনিরা সুলতানা বলেছেন: এইটা ছেলেদের ভুল ধারনা, মেয়েরা প্রায়শই সহমত পোষন করে থাকে :p
আর দুটি মেয়ে সহমত হলে সবচাইতে বেশী প্যারা খায় ছেলে রা
পরী পক্ষে থেকে রাজপুত্র ধন্যবাদ নিয়ে আমাকে দিয়েছে
২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাইলে হাসি আপা আর দেশ ও জাতির খালাম্মা একমত হয় না কেন?
ভাল থেকো আপু। সবসময়।
৩৮| ২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০০
নীলপরি বলেছেন: রাজপুত্র আমার ধন্যবাদ বহন করে সুলতানাকে দিয়েছন জেনে ভীষন ভালো লাগল। তাই রাজপুত্রকে আর একটা ধন্যবাদ ।
যাক আপনি কিছুটা নতুন জিনিস দেখলেন বলুন, মেয়েদের সহমত হতে !
খুব ভালো থাকুন আর কবিতা লিখুন।
২২ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির ধন্যবাদে রাজপুত্র আনন্দিত।
আর প্রমাণ করলাম দেখার কোন বয়স নেই শেষও নেই।
ভালো থাকুন। সবসময়।
৩৯| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার মাথা মোটা বুঝলেন!!!!!! গেসিং এর উপর কিছু বলিনি!! লেখার শেষে ভুলের কথা লিখা আছে... আর সেই ভুলের সাথে আমিও কারো ভুলের কথা মনে করে পাশ কাটিয়ে যাওয়ার কথা বলেছি!!!!!
২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা! ঈপ্সিমণি মনে হয় ক্ষেপে গেছে।
আচ্ছা আমি মাথা মোটা। মেনে নিলাম। ক্ষেত্রবিশেষ আন্টিদের কথা মেনে নিতে হয় আরো যদি সে হয় সন্ত্রাসী।
ভুলহীন জীবন আছে??? একটি সত্যি কথা বলি আমি নিজে একটা বড় ভুলেরর উপর দাঁড়িয়ে আছি। কিছু ভুল হয় অজান্তে কিছু হয় অজ্ঞতার কারণে কিন্তু হয়। এড়িয়ে যাওয়াটা অধিকাংশ ক্ষেত্রেই অসম্ভব।
আমি পূর্বের মন্তব্য যদি হার্ট করে ঈপ্সিতা। তাহলে মাথা মোটা প্রত্যাহার করা হল। যতই হোক আগে ঈপ্সিমণি পরে মাথা মোটা।
৪০| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০০
চাঁদগাজী বলেছেন:
কথার এসব প্যাচাল কেন, কখন মানুষের মনে আসে?
২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মন্তব্য আমার মাথার উপ্রে দিয়ে সাঁই করে বেরিয়ে গেল।
যেহেতু এই ব্লগের ব্লগার একজন স্বল্পজ্ঞানী লোক তাই ব্লগ পাঠে ভালো লাগলে জানাবেন। খারাপ লাগলে গঠনগত সমালোচনা করবেন। তবে এই ধরনের অতি আধ্যাত্মিক ব্যঙ্গাত্মক কথা বলবেন না।
রাজপুত্র অতি নির্ভেজাল ক্যাচাল অপ্রিয় লোক।
৪১| ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৪
তুষার কাব্য বলেছেন: বাহ ! দারুন কথমালা । শেষটা তো অসাধারণ লেগেছে ।
শুভাকামনা রাজপুত্র।
২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুন মন্তব্যে ভালো লাগা তুষার কাব্য। ভালো থাকবেন।
শুভকামনা রইল আপনার জন্যও।
৪২| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১৪
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আপনারা এত ভালো লেখেন বলে যতটা হিংসে হয় তারচেয়ে শতগুণ বেশি ভাল লাগে পড়তে।
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: নাম প্রকাশে ইচ্ছুক নহে,
আপনি তো খুব সুন্দর করে কথা বলতে পারেন!!!
ভালো লাগা চমৎকার মন্তব্যে ধন্যবাদ। কবিতা পড়ে ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগল।
ভালো থাকবেন। সবসময়।
৪৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৯
শায়মা বলেছেন: রাজপুত্রভাইয়া!!!!!!!!!!!!
কবিতা লেখা কি বন্ধ হয়ে গেলো নাকি!!!!!!!!!
২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: না আপু। ওটাতো অক্সিজেনের মতো।
কবিতা। লিখছি একটা। শেষ হলেই পোস্ট করবো। তুমি কেমন আছো? ছড়িতার কি অবস্থা?
ভালো থাকা হোক আপুমণি।
৪৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৭
শায়মা বলেছেন: আমি মহানন্দে আছি। কাজের চাপ এই সপ্তাহে মানে এখন এই বাকী দুদিন একদম নাই বললেই চলে।
ছড়িতা আপাতত বাদ। এত ছড়িতা লিখলে কিছু পাগলাভাইয়া ছাড়া আতেল বড় ভাইয়াদের ছড়ির বাড়ি মাথায় খাইবার সম্ভাবনা আছে।
এইবার এত্তা সিরিয়াস পোস্ট দেবো ওকে???????? আজকেই লিখবো।
২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি তো আনন্দবতী।
মাথা থাকলে দু একটা বাড়ি খাওয়াই ভালো। ওয়েল ব্যালেন্সড থাকে।
তোমার মাথায় সপ্তাহে নিয়ম করে দুবার বাড়ি খাওয়া উচিত। মাথার বিকাশ যদি তাতে কিছুটা কমে। না হলে তুমি বিকাশবানু হয়ে যেতে পারো।
তোমার তিরিয়াস পোস্টের অপেক্ষায়।
ভালো থেকো প্রিয় শায়মাপু।
৪৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৩
শতদ্রু একটি নদী... বলেছেন:
আধিপতয় মানে কি?
মুক্তগদ্য ভালোই হইছে। লেখায় টিনেেজ টিনেজ ভাব আছে আবেগের প্রকাশের বেলায়। রাজপুত্র কি এখনো টিনেজ লিমিট পার করেনাই নাকি ভাবতেছি। যদি নাই পার কইরা থাকে তাইলে এখনি নায়িকা নিয়া চিন্তা কইরা লাভ নাই। নায়িকা কিংবা রাজকন্যা দঙ্গলরে কিছুদিন হাসফাস করতে দেন।
২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আধিপত্য Domination
রাজপুত্র এখন যুবক। প্রবলভাবে।
তাই বোধ করি রাজকন্যা বা নায়িকা যাই বলেন আর হাসফাস করাইতে মঞ্চায় না।
টিনেজ লাইফে পেরেম বেশি আসে। তাই অনুভূতিগুলান ওই খান থেকেই ধার করি।
৪৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০১
অদ্ভুত_আমি বলেছেন: ভালো লেগেছে রাজপুত্র ভাই ।
২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগায় সুখানুভব। আমার ব্লগ বাড়িতে স্বাগতম। ভালো থাকুন অদ্ভুত আমি।
৪৭| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৭
তাহসান আহমেদ বলেছেন: আপনের ব্লগে আইছিলাম কবিতা কই? নতুন কবিতা নাই।
এইডাই আবার পড়লাম।
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: নতুন কবিতা পোস্ট দেব দু একদিনের মধ্যে।
আবারো কবিতা পাঠে ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
৪৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬
সীমাবেস্ট বলেছেন: ভীষণ রোম্যান্টিক । মন ছুঁয়ে গেল ।
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: মন ছুঁয়ে গেছে জেনে ভালো লাগা। ভালো থাকবেন। সবসময়।
৪৯| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:২০
এফ.কে আশিক বলেছেন: অসাধারণ ভাইয়া, কিছুটা সময়ের জন্যে হলেও ভালো লাগায় ডুবে ছিলাম.....
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সেই কিছু সময়টাই আমার প্রাপ্তির খাতা ভরিয়ে রাখবে। কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। সবসময়।
৫০| ০৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০২
জুন বলেছেন: নীলিমা নামে একজনকে চিনি দিশেহারা তবে সে নীল শাড়ী পড়ে কি না জানা নেই
কি মিষ্টি আবেগ দিয়ে লেখা একটি কবিতা । খুব ভালোলাগলো ।
+
০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: নীলিমার নীল শাড়ি না পড়া কিন্তু অপরাধ।
মিষ্টি ভালো লাগা মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকা হোক। অনেক। সবসময়।
৫১| ০৫ ই মে, ২০১৫ রাত ৯:৫৯
আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,
জীবনে শুধু একটাই ছোট ভুল রয়ে যায় না । এরকম ভুল রয়ে যায় অনেক ।
তবে আমার হাত বাঁধা পড়বে তোমার উষ্ণ বাহুডোরে.... এখানটায় প্রশ্ন - হাত কি বাহুডোরে বাঁধা যায় ?
০৭ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাইয়া,
ভুল থাকে। সবার জীবনেই। যে বা যারা সেই ভুল নিয়ে ভালো থাকতে পারে তারাই সুখী। অন্যেরা_______
আমি নির্বিবাদী কাল্পনিক। বাস্তবতাকেও কল্পনায় গিলে ফেলি।
সেখানে এটাতো নস্যি। হতেই পারে।
৫২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪০
রুদ্র জাহেদ বলেছেন: স্বপ্নেরা সেই ঝরা পাতার মতো। কংক্রিট কঠিন বাস্তবতার কাছে বড্ড বেশি
অহেতুক। নীলাদ্রীতা নামের মেয়েটির তাই নীল শাড়ি পড়া হয় নি। আর আমারও হয়
নি তার প্রেমে পড়া। শুধু জীবনের হিসেবনিকেশে একটা ছোট ভুল হয়ে রয়ে গেছে।
সূর্যাস্তস্নানে ভুল।।
চমৎকার।দারুণ ভালো লাগা
+++
২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: চমৎকার মন্তব্যে অসাধারণ অনুভূতি রুদ্র। ভালো থাকুন। সতত।
৫৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
তাসলিমা আক্তার বলেছেন:
নীল খামের চিঠি পড়া হয়নি, নীল শাড়িও পরা হয়নি। পূর্নেন্দু পত্রীর ছায়া দেখতে পাই। ভালো লেগেছে।
২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগে স্বাগতম তাসলিমা।
নীল খাম বোধকরি কোনদিন পড়া হয় না। তাই প্রতিটা নীলখাম একএকটা কবিতা হয়ে ওঠে।
অজান্তেই ছায়ার নিচে চলে আসি। কারণ আমি কবি নই। সবাই কবি হয় না।
ভালো থাকুন। সবসময়।
৫৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০২
নীলপরি বলেছেন: ভালো লেগেছিলো বলেই আবারো পড়লাম । আবারো ভালো লাগলো ।
রাজপুত্র ইচ্ছেটা রেখেছিলেন বলেই আরেকটা ইচ্ছে জানাচ্ছি ।
বর্ষা বন্দনা অনেকগুলো করেছেন । বেশ ভালোই । তবে এখন তো বসন্ত । তাই একটা বসন্তের লেখা পড়তে ইচ্ছা করছে । ইচ্ছে হলে লিখবেন । আশায় থাকলাম ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরির ইচ্ছে পূরণ করার আপ্রাণ চেষ্টা করবো।
রাজপুত্র ইচ্ছেটা রেখেছিলেন বলেই আরেকটা ইচ্ছে জানাচ্ছি ।
বারবার ইচ্ছে পূরণ করবো পরি।
একটা পোস্ট আছে হাতে। শেষ হলে ধরবো।
৫৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
নীলপরি বলেছেন: বারবার ইচ্ছে পূরণ করবো পরি।
রাজপুত্রের এই আশ্বাস শুনে মুগ্ধ হলাম । এতোটাই যে একদম স্থির হয়ে গেছি ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: এই তো। খুব ভালো। স্থির হয়েই বসে থাকো। নড়ানড়ি করবা না।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৫
তাহসান আহমেদ বলেছেন: //মৃদু আলো আঁধারে শুধালে আমায় "কখনও যদি নীল শাড়িতে তোমার সামনে এসে দাঁড়াই, তুমি কি আমার প্রেমে পড়বে"।//
অসাধারণ। +++