নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিস্কুটের টিন খুলে দিলে পৃথিবীতে জ্যোৎস্না নেমে আসে

দিশেহারা রাজপুত্র

শুভ্রর ব্লগ

দিশেহারা রাজপুত্র › বিস্তারিত পোস্টঃ

\'আড়াল\'

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০



'আড়াল'

স্কুলের বন্ধুরা ছুটিতে পাহাড়ে যেত। আর আমি মায়ের ছায়ায় এসে দাঁড়াতাম। 
মা তার দীর্ঘশ্বাসে আমার কষ্ট লুকিয়ে রাখতেন।
বাবার বকুনি এড়াতে আমার সমস্তকিছু নিয়ে লুকিয়ে থাকতাম মায়ের কোলে।
দেখতাম কী সুন্দর ক'রে মা পেটের মধ্যে ক্ষুধা লুকিয়ে রাখেন!

সেদিন মায়ের চোখের দিকে তাকিয়ে আমার পায়ের পাতা ভিজে গিয়েছিল অলকানন্দার জলে।
 
মায়ের কাছ থেকেই আমি কষ্ট লুকাতে শিখি। নিজের মধ্যে লুকিয়ে রাখি দীর্ঘ বর্ষাকাল।
তারপর...

একদিন মাও লুকিয়ে পড়েন আমার বুকের মধ্যে। 


শুভ্র সরকার

মন্তব্য ৫৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৫

শায়মা বলেছেন: বুকের মধ্যে ভালো থাকুক মা ! সাথে তুমিও ভালো থাকো ভাইয়া! :)

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপু। তুমিও ভালো থাকো সবসময়।

২| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


বিরাট একটা অনুভবের প্রকাশ, একটা বিশাল প্রশান্তির কাহিনী; কিন্তু কবিতার ফরমাট কেমন যেন বাঁধন-হারা

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী। একটা বাক্যে দোষ ছিল, ঠিক ক'রে দিয়েছি। এবার পড়ে দেখতে পারেন। তবে গদ্য কবিতার বিন্যাস এইরকমই।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

তোমার তুলনা তুমিই কবি! মায়ের চেয়ে কেইবা আপন বল! আর মাতৃবন্ধন নিয়ে এতো সুন্দর করে কোন মহিয়সী মায়ের নয়নমনিই শুধু লেখতে পারে!



আসলেই বিরাট এক অনুভবের প্রকাশ!

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: মা'য়ের শরীর থেকে একটা পাতা ঝ'রে গেলে, দেখি তার বাহিরটা সবুজ আর ভেতরটা দুঃখ। ভালোবাসা ভ্রমর।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:




মা থেকে আর দুঃখ বেশি কে লুকাতে পারে ? মা থেকে আর সুখ দিতে পারে কে বিশি আর ? পৃথিবীতে ত্যাগের সমার্থক মা । বিস্বাদ মাখানো লেখা । ভাল লেগেছে ।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: মাকে নিয়ে সুখের কবিতা লেখা টাফ বোধহয়।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

জীবন সাগর বলেছেন: খুবই কষ্টের লেখাটুকু.....!! অসাধারণ অনুভাবী মন আপনার!!

শুভ হোক আপনার প্রতিক্ষণ।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকবেন।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: দিশেহারা রাজপুত্র ,




সেদিন মায়ের চোখের দিকে তাকিয়ে আমার পায়ের পাতা ভিজে গিয়েছিল অলকানন্দার জলে। এটুকু আড়ালেই রয়ে গেলো । উন্মুক্ত হলো না ।

নিজের মধ্যে লুকিয়ে রাখি দীর্ঘ বর্ষাকাল। এটুকু দারূন ।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: অলকানন্দা, মায়ের কান্নার পরিধি বুঝাতে। পায়ের পাতা ভিজে গিয়েছিল, কতটা অজানা থেকে যায় আমাদের কাছে।
ভালো থাকবেন জি এস ভাই।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

আখেনাটেন বলেছেন: মা নিয়ে চিরায়ত আবেগের এক উপাখ্যান। বেশ লিখেছেন।

*জয় গোস্বামীর প্রভাব লক্ষ্য করছি।

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: জয় গোস্বামীর প্রভাবের কারণ কি 'নাম এবং অলকানন্দা'?

৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০১

ঋতো আহমেদ বলেছেন: 'অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে যায় অলকানন্দা জলে".. অনেক দিন পর আবার জয়-এর এই প্রিয় পংক্তিটি মনে পড়ে গেল । অলকানন্দা থেকে।

আবেগ ও অনুভূতি কে অভিজ্ঞতার আলোকে চমৎকার ভাবে তুলে ধরেছেন। সুন্দর চিত্রকল্পে এঁকেছেন। ++

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ঋতো। ভালো থাকবেন।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২

প্রামানিক বলেছেন: আহারে!! মায়ের তুলনা কোন কিছুর সাথে হয় না।

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: এটা সত্য।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

মনিরা সুলতানা বলেছেন: , মা
ভালো থাকুক মা !!

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকুক পু।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুমন দা।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল।

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই। :)

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭

তারেক ফাহিম বলেছেন: স্বল্প কথায় কত আবেগ।
মায়ের ‍তুলনা কোন কিছুতেই নয়।

২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মা মাঝেমধ্যে নিজেকেই ছাড়িয়ে যান

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুব ভাল লাগলো ।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকবেন লিটন ভাই। আমার কবিতায় সম্ভবত আপনার প্রথম মন্তব্য।

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৭

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বেশ

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বুকের ভীতরটা কেমন যেন মোচর দিয়ে উঠলো!! :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ওইখানে কষ্ট থাকে

১৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৩

শামছুল ইসলাম বলেছেন: ছোট বেলায় শিশু মার বুকে মুখ লুকিয়ে আশ্রয় খোঁজে । আর বড় হয়ে সেই যুবক মাকে আশ্রয় দেয় তার বুকে । কবিতাটা পড়ে এমনটাই মনে হলো আমার, ভুলও হতে পারে ।
আবেগটা ছুঁয়ে গেছে বুকটাকে - যদিও সে আর কখনোই লুকাবে না আমার বুকে ।

অসাধারণ!!!
হৃদয়স্পর্শী!!!

২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার মনে হওয়াটা কখনোই ভুল না।
শুভকামনা।

১৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১

রাতু০১ বলেছেন: নিজের মধ্যে লুকিয়ে রাখি দীর্ঘ বর্ষাকাল।[/sb
অসাধারণ ভাললাগা।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ রাতু। ভালো থাকবেন।

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০

নূর-ই-হাফসা বলেছেন: মন খারাপ করা লেখা ।মনটাই খারাপ হয়ে গেল। মায়ের মতো আড়াল করা আর শত কোটি ভালোবাসা কেউ হয়তো আর বাসবে না ।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: না কেউ বাসবে না। মায়ের মুখের মতো পবিত্র সকাল, কেউ নিয়ে আসবে না।

২০| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪

নীলপরি বলেছেন: কবিতায় +++++

শুভকামনা

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।

২১| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

জেন রসি বলেছেন: কবিতার ভেতর একটা গল্প আছে। গল্পটা অনুভব করায়।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ জেন।

২২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

কাবিল বলেছেন: আগেই পরেছিলাম।
ভাললাগা এখানেই জানিয়ে গেলাম।

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: তাহলে ফেসবুকে পড়েছিলেন।

২৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪১

উম্মে সায়মা বলেছেন: গভীর অনুভূতি! মুগ্ধতা শুভ্র.....

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সায়মা

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: মা এমনই হয়।

ভালো থাকুক সব মায়েরা।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকুন আপনিও, একজন মা।

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪১

নীহার দত্ত বলেছেন:

খুব সুন্দর কবিতা। বেশ আবেগের।

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভাই।

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৫

সোহানী বলেছেন: মায়ের কাছ থেকেই আমি কষ্ট লুকাতে শিখি। নিজের মধ্যে লুকিয়ে রাখি দীর্ঘ বর্ষাকাল।..................অসাধারন।

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: মানুষ শুধু বর্ষায় নয় সমস্ত ঋতুতেই সমান কাঁদতে পারে। তাহলে বর্ষাকাল তো নিজের আছে।

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: আমি মুগ্ধ!

প্রিয়তে গেল!:)

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ বিলিয়ার। তবে মাকে বৃহৎ অর্থে কেউ ভাবলো না।

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫

পার্থ তালুকদার বলেছেন: মাকে নিয়ে লিখা তাই অন্যরকম অনুভূতি কাজ করে।
খুব ভালো লাগলো।

২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.