নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা বলি

আমি মানুষ

প্রত্যেক মানুষের বুকের ভিতরে একটা চাপা ব্যথা থাকে। সেটা বিভিন্ন রকমের হয়। কারো ভালবাসার জন্য, কারো বাবা - মায়ের জন্য, কারো অর্থের জন্য, কারো পড়াশুনার জন্য। কিন্তু একটা না একটা ব্যথা থাকবেই। তবুও মানুষ বেঁচে থাকে।

আমি মানুষ › বিস্তারিত পোস্টঃ

মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস না ফিরে আসা পর্যন্ত দেশের উন্নয়ন সম্ভবনা

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

আমরা কি কখনো কাওকে বিশ্বাস করবো না?



ছোট বেলায় পড়েছিলাম

" আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে"



কিন্তু এখন মনে হচ্ছে হওয়া উচিত ছিলো

" আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে বিশ্বাস করতে শিখবে"



গত কয়েকদিন টক শো আর ফেসবুকের বিভিন্ন লেখা গুলো পড়ে শুধু ফিডব্যাকের গান মনে পড়ে যাচ্ছে

" কোটি কোটি মানুষের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙ্গালী করে মানুষ করোনি"



কয়দিন আগে দেখলাম বুকে হাত দিয়ে বলতে হবে মুক্তিযুদ্ধে কতো জন শহীদ হয়েছে, আর আজ দেখলাম চাঁদের বুকে সাঈদী।

এই ছবি গুলো যারা বানিয়েছে, তারা ফটোশপে বিশেষ পারদর্শি মানতে হবে।

তারা যদি তাদের ফটোশপের পারদর্শিতা বুঝানোর জন্য এগুলো করে থাকে তবে বলবো এগিয়ে যাও,

আর যদি কোন দলের প্রচারের জন্য বানিয়ে থাকেন তবে বলবো তোরা জাহান্নামের আগুনে যাবি। কতগুলো সহজ সরল মানুষকে নিয়ে খেলছিস।



ওহ যে কথা বলার জন্য লিখতে বসলাম সেটাই বাদ পড়ে গেছে।



আমরা কার কথা বিশ্বাস করি?

দেশ চালায় প্রধানমন্ত্রী, আমরা কি তার কথা বিশ্বাস করি? উত্তর একটাই না না



দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি, আমরা কি তাকে বিশ্বাস করি? উত্তর একটাই না না



বিচার করে বিচারক। রায় যদি আমার পক্ষে না যায় তবে আমরা তাকে বিশ্বাস করি না। আমি দোষী না নির্দোষ সেটা ব্যপার না।



আইন-শৃঙ্খলা রক্ষা করে পুলিশ। আমরা কি তাদের কথা বিশ্বাস করি? উত্তর একটাই না না



দেশের খবর তুলে ধরে মিডিয়া, আমরা কি তাদের কথা বিশ্বাস করি? উত্তর একটাই না না



তাহলে আমরা কার কথায় বিশ্বাস করি?

এখনো পর্যন্ত হয়তো বাবা মায়ের কথা বিশ্বাস করি। হয়তো কিছু দিন পরে সেগুলোও আর বিশ্বাস করবো না।

কেনো আমরা কারো কথা বিশ্বাস করি না।

কারন তারা বারবার আমাদের বিশ্বাস ভঙ্গ করেছে।

দেশ ঠিক ভাবে চলতে গেলে উপরের লোক গুলোকে বিশ্বাস করতে হবে।

তার আগে তাদের প্রমান করতে হবে তারা বিশ্বাস ভঙ্গ করবেনা।

আমার মনে হয় মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস ফিরে না আসা পর্যন্ত দেশের উন্নয়ন সম্ভব না। আপনার কি মনে হয়?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:১৯

মো কবির বলেছেন: আসুন, দেশের স্বার্থে আমরা সবাই এক হয়ে এই দেশকে গড়ি সবুজে শ্যামলে,
আমাদের গ্রুপের লিঙ্ক
.
.
.
.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.