![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Only Positive Extremism : Neo-Ideology Essential Negativism: Talk in the Right Language to Right People, be honest its your debt to the Nation.!
আমাদের সমাজের বহুল পরিচিত একটা ধারার প্রবাদবাক্য যার সাথে এদেশের কর্তাদের খুব মিল আছে। আমি নিচে কিছুটা করেছি আপনিও আপনার জানা আনকমন বাক্যটি যোগ করুন।
১. কুকুরের লেজ ১২ বছর চুঙ্গায় ঢুকিয়ে রাখলেও সোজা হয়না ।
২. কয়লা ধুলে ময়লা যায় না।
৩. যার না হয় নয়ে, তার হবে না নব্বইয়ে।
৪. ঢেকি স্বর্গে গিয়েও ধানই বানে।
৫. স্বভাব না যায় মলে।
৬. পাহাড় পরিবর্তন হয়ে যায় মাগার খাছিলত পরিবর্তন হয় না।
৭. এ্যা লিওপার্ড ক্যান নেভার চেইঞ্জ ইটর্স স্পট্স।
৮. খাসলত যায়না মইলে, ইল্লত যায়না ধইলে।
৯. ইউ ক্যান নেভার হিউ এ্যা ব্লাক, হোয়াইট।
১০. ব্যাড হ্যাবিটস্ আর ডাই হার্ড।
১১. গু গুই।
এ সম্পর্কে অনেক গল্পও আছেঃ
ক. টাইটেলঃ শয়তান মরেও শয়তানি রেখে যায়।
এক দেশে এক গ্রামে এক দুষ্টু লোক ছিল। সে ছিল আজন্ম বজ্জাত। শৈশব থেকে তার কর্মকান্ড ছিল চারপাশের মানুষের অনিষ্ট করা। কৈশরে সে সব কুকর্ম ও অনৈতিক কাজের দল নেতা। যৌবনে সে পূর্নাঙ্গ ডাকাত সর্দার, সমাজের ঘাড়ে চরে বসা এক মাত্তাব্বর। দীর্ঘজীবি ঐ শয়তান লোকটি যখন মৃত্যু পথযাত্রী তখনও তার মাথায় খেলতে থাকরো নানা শয়তানি। সে আফসোস করতে থাকে আহা আর দেশ সেবা করতে পারবো না, মরে যাব।
তখন লোকটি এক বুদ্ধি আটলো, গ্রামের আসে পাশের সবাইকে ডেকে বললো, " দেখ আমি তো সারা জীবন মানুষের অনিষ্ট করেছি। গ্রামেরও অমঙ্গল করেছি। আল্লাহ আমাকে মাফ করবেন না। দোজখ আমার অবধারিত। তোরা আমাকে মাফ করে দিস।
আর মরার আগে তোদের কাছে একটা অনুরোধ, মরার পর তোরা আমাকে মাটি দিস না, আমার পেছনে একটা বড় বাঁশ দিয়ে ঐ তিন রাস্তার মাথায় বাঁশটা পুতে রাখিস। এতে আমার অপকর্মের সাজা দুনিয়াতেই হয়ে যাবে, আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবেন।" এরপর ঐ দুষ্টু লোকটা মারা গেল।
গ্রামের লোকজন ভাবলো যত খারাপই হউক সেতো আমাদের গ্রামেরই একজন মানুষ। মরার আগে সবার কাছে মাফও চেয়ে গেছে। এখন তার শেষ ইচ্ছা এবং এতে করে আল্লাহ যদি তাকে মাফ করে দেয়। যেই ভাবা সেই কাজ, তারা দুষ্টু লোকটার মৃতদেহের পশ্চাদ-দেশে মজবুত একটা বাঁশ দিয়ে গ্রামের মাথায় চার রাস্তার মোড়ে সেই বাঁশ গেড়ে রাখলো।
একদিন পর ঘটল বিপত্তি। মৃতদেহ এভাবে বাঁশ দিয়ে রাস্তার মাথায় খাড়া করে রাখার খবর জেলা সদরে পৌছে গেল। সেখান থেকে গাড়ি ভর্তি করে পুলিশ এসলো আর সারা গ্রামের ছেলে বুড়ো সবাইকে ধরে নিয়ে গেল। পুলিশের ধারনা ঐ দুষ্টু লোকটিকে গ্রামারে লোকেরা এক আট্টা হয়ে মেরে এই কাজ করেছে । গ্রামের কারও কথাই পুলিশ বিশ্বাস করল না।
আমাদের ফলাফলঃ আজ চল্লিশ বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হলেও এদেশের গড় মাথাপিছু গড় আয় আজও মাত্র ৭০০ শ ডলার। পৃথিবীর সর্বনিম্নের তালিকায় প্রথম সারির একটি দেশ আজও। আবার এই সাতশ ডলারের ভেতরও আছে বড় আরেকটা জালিয়াতি।
এখানেও দেখা যায় দেশের অর্ধেকেরও বেশি লোকের মাথা পিছু আয় আসলে ২০ বিশ ডলার এরও নিচে হলেও প্রকৃত পক্ষে খুবই অল্প কিছু লোকের মাথা পিছু আয় লক্ষ ডলার কোটি ডলার আর তাদের এটাকে ১৬ কোটি দিয়ে ভাগ করে ৭০০ ডলার হয়েছে। বাকি আচার আচরন না হয় নাইবা বললাম। এবং এই সব কিছুর জন্য এদেশের সর্বচ্চো ৫% শাসক শ্রেণীর মানুষের খাছিলতই দায়ী
দ্রব্যঃ আপনার জানা সমশ্রেণীর প্রবাদগুলো যোগ করুন।
০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৩১
আমি মদন বলেছেন: আমার সাথে তিন বার বলুন আমি মদন আমি মদন আমি মদন। এরপর প্রফাইল দেখুন।
২| ০৩ রা জুন, ২০১০ সকাল ১০:১৭
সুরঞ্জনা বলেছেন: কয়লা ধুলে ময়লা যায়না।. . . . . . . . . খাসলত যায়না মইলে, ইল্লত যায়না ধইলে। . . . . . . . . . . . আরো অসংখ্য প্রবাদ আমরা মুখে মুখে বলি কিন্তু এর অর্থ কি আমরা সত্যি অনুধাবন করি?
৩| ০৩ রা জুন, ২০১০ সকাল ১০:২৭
রাজিবুল ইসলাম বলেছেন: কয়লা ধুইলে ময়লা যায় না মত আরেকটি প্রবাদ বাক্য আছে আমাদের গ্রামের দিকে খুব ব্যবহৃত হয়।
গু (পায়খানা) কে আপনি যতই ধৈত্য এবং পরিস্কার করুন ওটা গুই থাক। সংক্ষিপ্ত ভাবে গ্রামের লোকজন বলে " গু গুই"।
৪| ০৩ রা জুন, ২০১০ সকাল ১০:৪৩
আমি মদন বলেছেন: লিখতে না লিখতেই ব্লগে একটা উদাহরন পেয়ে গেলাম।
একজন কেউ লিখেছেঃ ভাইরে এ কি শুনি বিসিএস এর ফলাফল নাকি দিসে Click This Link
সেখানে আমার কমেন্টটি এরকম !
আমি মদন বলেছেন: খবরটা http://www.bpsc.gov.bd/ এইওয়েব সাইটে থাকার কথা ছিল। কিন্তু কি ভাবে থাকবে ? ওখানে থাকে সব অপদার্থরা। আমি কিছু দিন আগে এক কাজে ওখানে গিয়ে ছিলাম। কথায় কথায় জানতে পারি পিএসসিতে ১৭ দিন যাবৎ ইন্টারনেট নাই অথচ সে বিষয়ে ওখানকার কর্মকর্তাদের কোন চেতনাও নেই।
আসলে পিএসসির সিএসপি বর্তমান চেয়ারম্যান সাদাত হোসেন পিএসসিকে বর্তমান দুনিয়ায় প্রতি বছর তিন বছর করে পেছাচ্ছে। পাঁচ বছরে তিন পাঁচা পনের (১৫) বছর পেছানোর পর জাতির সামনে ঐ লস রেখে ঘার থেকে নামবে, আর জাতি তা ভোগ করবে। কথায় আছে শয়তান মরলেও তার শয়তানি থেকে যায়।
আমার এই হিসাব কেউ সমান্যতম ভুল প্রমান করতে পারলে কথা দিচ্ছি তাঁর কান কেটে ফেলবো।
৬| ০৩ রা জুন, ২০১০ দুপুর ১:২০
বলাক০৪ বলেছেন: ৮ নং প্রবাদটি রেসিয়াল।
৭| ০৩ রা জুন, ২০১০ দুপুর ১:২৮
আহ্রিমান বলেছেন: প্রিয়তে নিলাম
৮| ০৩ রা জুন, ২০১০ দুপুর ২:২০
িময়াজী বলেছেন: তাহলে ছরকার ১০০ এ ১০০ ?
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১০ সকাল ১০:১২
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। কে বলেছে আপনি মদন??!!!