নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহাপুরুষ হওয়ার পথে

মহাপুরুষ হওয়ার পথে

নষ্ট হিমু

"মহাপুরুষ তিনিই যিনি তার ভিতরের ছয়টি রিপু (কাম,ক্রোধ,লোভ,মোহ,মদও মাৎসর্য) কে দমন করতে পারেন..." চিকিমিকি আলোর বন্যখেলায়, পিচঢালা রাস্তায় রঙধনুর বন্যলিলা। দন্তহীন বালিকার রক্তাত্ব পায়ের ধুরন্দর পথচলা। তার বেনীকরা চুলে একচিলতে রোদ্দুরের রহস্যময় ধুম্রজাল। বিষন্ন চোখে রোদ্দুরের সাথে মিছে রহস্য খেলায় মত্ত। আবেগের ঘনঘাটায় বিষন্নতার প্রানহীন সত্য!

নষ্ট হিমু › বিস্তারিত পোস্টঃ

অপ্সরী এবং নীল প্দ্ম

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

কালপনিক এক চন্দ্রিমাতে হেটে চোলেছি কোনো এক গন্তব্যহীন পথে ..…।



আজকের চাদটা একটু বেশী সুন্দর। কেমন জানি আমার দিকে তাকিয়ে হাসছে। কোনো এক আবেশমই সুগন্ধে মাতাল হয়ে দিক বিদিক আমি হাটছি .…



এ কিসের মায়া জাল? পথের মাঝ প্রান্তে এসে থোমকে যাই। দুর থেকেই দেখা যাচ্ছে আলোমই এক অপ্সরী দাড়িয়ে আছে হাতে করে কয়েকটি নীল পদ্ম… হয়তো আমার জন্যই তার প্রতিক্ষা …



পদ্ম গুলো কি জানি এক অদৃশ্য মায়ার জালে বেধে নিয়ে যাচ্ছে আমায় মেয়েটির দিকে .…



আমি পদ্ম গুলোর উদ্দেশ্যে হেটে গেলাম, আমি কি ঠিক দেখছি?? আমি যা দেখছি সে নীল শাড়ি পরিহিতা পদ্মিনি গোত্রের কুড়িবিংস বয়ষি এক তরুনি। যার হাতে কয়কটি নীল পদ্ম .…



মেয়েটি হয়তো আকাশ গংগা না না কৃশ্নো গহব্বর থেকে বের হয়ে আশা কোনো এক অপ্সরি.… যার ডানা গুলো ছিলো কাটা .…

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.