| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট হিমু
"মহাপুরুষ তিনিই যিনি তার ভিতরের ছয়টি রিপু (কাম,ক্রোধ,লোভ,মোহ,মদও মাৎসর্য) কে দমন করতে পারেন..." চিকিমিকি আলোর বন্যখেলায়, পিচঢালা রাস্তায় রঙধনুর বন্যলিলা। দন্তহীন বালিকার রক্তাত্ব পায়ের ধুরন্দর পথচলা। তার বেনীকরা চুলে একচিলতে রোদ্দুরের রহস্যময় ধুম্রজাল। বিষন্ন চোখে রোদ্দুরের সাথে মিছে রহস্য খেলায় মত্ত। আবেগের ঘনঘাটায় বিষন্নতার প্রানহীন সত্য!
কষ্ট গুলো বলতে গিয়েও থমকে দাড়াই… বহ্নি শিখার আলোতে পুড়ে যাই… সাম্যতা সরলতা মহ মায়া সবি যে স্মৃতি হয়ে যায়..… পেয়েছি কিছু খুয়েছি… পেয়েছি মুল্যবান কিছু তা যেনো না হারায়.… অমান্যতা কখন হেয়ালিপনা তুচ্ছতা কখনো রাগন্যতা.… যাহা পাহিয়াছি তাহার মুল্য দিতে চাই, মুল্য না পাইলে তার অস্ত্বিত্ত থাকে না… অস্ত্বিত্তহিন ভাবে বেচে থাকাও যায় না..… কায়া তনু স্রেয় অনু বুঝি আমি পাই … তুই যেনো তাই.… মেঘ বৃষ্টি রক্ত সৃষ্ট হয়ে বাধে মোর শিকলে.… অস্রু শিক্ত ভরা ক্লান্ত… মন মালিন্য… আমি কোই..……
©somewhere in net ltd.