| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট হিমু
"মহাপুরুষ তিনিই যিনি তার ভিতরের ছয়টি রিপু (কাম,ক্রোধ,লোভ,মোহ,মদও মাৎসর্য) কে দমন করতে পারেন..." চিকিমিকি আলোর বন্যখেলায়, পিচঢালা রাস্তায় রঙধনুর বন্যলিলা। দন্তহীন বালিকার রক্তাত্ব পায়ের ধুরন্দর পথচলা। তার বেনীকরা চুলে একচিলতে রোদ্দুরের রহস্যময় ধুম্রজাল। বিষন্ন চোখে রোদ্দুরের সাথে মিছে রহস্য খেলায় মত্ত। আবেগের ঘনঘাটায় বিষন্নতার প্রানহীন সত্য!
রাত ১২.৩০টা বাজে … নষ্ট টিভি দেখছে.… হুট করেই ফোনটা বেজে উঠল স্ক্রিনে প্রিয় মানুষটির নাম ভেসে … আনএক্সপেক্টেড.… ইটস অপি…
প্রিয়তাঃ
হ্যালো নষ্ট বাবু ক্যামন আছো?
নষ্টঃ তুই? এত রাতে? আমি আছি! ভালো আছি!
প্রিয়তাঃ না! তোর মন খারাপ! বল সত্তি কথা…
নষ্টঃ হ্যা! একটু মন খারাপ!
প্রিয়তাঃ কি হয়েছে তোর? কোনো মেয়েলি ব্যাপার? হুম? ডাল মে কুছ কালা?
নষ্টঃ আরে নাহ… বাস এমনি… কিছু না.…
প্রিয়তাঃ সেরকম কিছুই! আমি তো তোর কেউ না …!! আপন ভাবিশ না! তাই আমাকে বলবি না… আমার কষ্ট গুলো তো তোকে বলি.… আর তুই? নিজের কষ্টটা নিজের ভিতর রাখছিশ? বলবি না আমাকে? থাক.… আমি তো তোর কেউ না…
নষ্টঃ একটা মেয়েকে ভালবাশি! আমার খুব ভালো বন্ধু! আমি মেয়েটাকে বলতে পারছি না! ভয়ে যে ফ্রেন্ডশীপ নষ্ট হয় এই ভয়ে!!
প্রিয়তাঃ আরে মামুর ব্যাটা এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস ক্যানো? নিজের লাইফটা একটা মেয়ের জন্যে এভাবে নষ্ট করিস না প্লিজ। মেয়েটাকে ডিরেক্ট বল ভালোবাশি। রাজি হবে ইন্শা আল্লাহ আর যদি না হয় তাহলে কিছু দিন কাদবি পরে সব ঠিক হয়ে যাবে। বাট নিজের ক্ষতি করিস না এভাবে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে…
নষ্টঃ তুই বুঝছিস না ক্যান আমি তাকে হারাতে চাই না । আমার ফ্রেন্ডশিপ নষ্ট হোক চাই না…
প্রিয়তাঃ আচ্ছা ঠিক আছে বাট তুই না বল্লে অন্য কেউ যদি বলে ফেলে? তোর সামনে অন্যের হাত ধরে হাটবে পারবি সজ্য করতে?
নষ্টঃ পারব না! বাট ।
প্রিয়তাঃ এক কাজ কর মেয়ের নাম বল, আমাকে মেয়ের নাম্বার দে আমি বলে দেই।
নষ্টঃ মনে মনে (তোকেই তোর নাম বলব? তোর নাম্বার ই তোকে দিব?) আচ্ছা বাদ দে তোর কি খবর বল?
প্রিয়তাঃ বাবু প্লিজ আমাকে বল আমি তোর কষ্ট দেখতে পারি না…
প্রিয়তাঃ অবশ্য একটা প্রব্লেম আছে, মেয়েটা রাজি হয়ে গেলেতো আমার আর তোর সাথে তোর কথা হবে না? ও তো মানবে না রাগ করবে… ভালই হবে না রাজি হলে… হি হি হি
নষ্টঃ কোন মেয়ের জন্যে তোকে ছাড়ব না বুঝলি? এখন ঘুমা আমি ভুতের মুভি দেখছি…
প্রিয়তাঃ ভুতের মুভি দেখে আবার হিসু করে দিস না জানি আমার নষ্ট বাবু… হি হি হি
পর দিন সকাল ১০টা ৪৮ হঠাৎ প্রিয়তার ফোন কল পেয়েই নষ্ট অবাক…
প্রিয়তাঃ কিরে কই তুই?
নষ্টঃ আমি বাসা থেকে বের হলাম , কলেজ যাব অক্সিজেনের নিদারুন অপচয় করতে।
প্রিয়তাঃ মেয়েটাকে বলেছিস? দ্যাখ প্লিজ নিজেকে কষ্ট দিস না। আমি ভার্সিটিতে এলাম Class এ ঢুকবো তুই এখনই বল মেয়েটাকে বলে আমাকে জানা। আমি গেলাম না বল্লে তোর খবর আছে বলে দিলাম।
নষ্টঃ দ্যাখ প্লিজ ও যদি আমায় ছেড়ে যায়?
প্রিয়তাঃ বি পজেটিভ হবে… আমাকে জানা কি বলে… রাখ বাই।
নষ্টঃ ওকে বাই।
নষ্টর হাইপার শুরু হয়ে গেছে কি করবে কিছুই বুঝতেছে না… দুই মিনিট ভেবেই প্রিয়তা ফোন দিলো…
প্রিয়তাঃ হ্যালো? কিরে বলে দিয়েছিস? কি বল্ল?
নষ্টঃ দ্যাখ তোকে কয়েকটা কথা বলি , তুই চুপ চাপ শুনবি কোন কথা বলবি না…
প্রিয়তাঃ ওকে বল।
প্রিয়তা শোন প্রিয়তা? প্রিয়তা আমি যে মেয়েটাকে ভালোবাশি? সেই মেয়েটা তুই আমি তোকেই ভালোবাশি… সাথে সাথেই ফোন কেটে দিলো নষ্ট… হাইপার বেড়ে গেছে… প্রিয়তা দুই মিনিট পর ফোন দিলো… নষ্ট ফোন অফ করেই মামার দোকানে ঢুকে একের পর এক ৪টা ৫টা গোল্ড লিফ টেনে বমি করে দিলো… ভয়ে আছে নিশ্চই বকা দিবে আর না জানি কি বলে…
বাসায় ফিরে বড় একটা টেক্সট করল প্রিয়তাকে সেই প্রথম দিনের পরিচয় থেকে আজ পর্যন্ত সব লিখে মেসেজ দিল… সাথে সাথেই কল দিল প্রিয়তা… নষ্ট রিসিভ না করে আবার অফ করে দিলো ফোন…
প্রিয়তা মেসেজ দিলো আমাকে ক্যামন ভালোবাশিশ যে আমাকে ইগনোর করছিস? প্লিজ কথা বল ডোন্ট এভয়েড মি…
নষ্টর জানে পানি এলো.…
কথা বল্ল রাগ খুনশুটি এভাবেই শুরু হয় সত্যি ভালোবাশা… বন্ধুত্য থেকেই ভালোবাশা যার শুরু হয়েছে ইন্শা আল্লাহ কোনদিন শেষ হবে না…
সত্যি ভালোবাশা গুলো শুরুই হয় তা কোনদিন শেষ হয় না…
এটা গল্প নয় বাস্তব আমাদের দুজনের জীবনের বাস্তব…
ভালোবাশি তোকে জান্টুস..…
ডেডকেটেড টু মাই জান্টুস
জানটুস পিলিজ গিভ মি এ Chance
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫
আল মামুন খান বলেছেন: সাবলীল লিখাটি পড়ে মজা পেলাম। ধন্যবাদ।