![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজাকারদের নিশ্চিন্হ করার আহবান জানিয়েছেন দেশের প্রথম এবং সবচেয়ে বড় হ্যাক্টিভিস্ট ও সাইবার নিরাপত্তা দল ‘বাংলাদেশ সাইবার আর্মী’ । সাইবার আর্মী এক বিবৃতিতে জানান -
আমরা ‘বাংলাদেশ সাইবার আর্মী’ দেশের প্রথম এবং সবচেয়ে বড় হ্যাক্টিভিস্ট ও সাইবার নিরাপত্তা দল, সম্মান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের। যাদের কারনে এই গণজাগরন আরো শক্তিশালী হয়েছে। আমরা পেয়েছি অনুপ্রেরনা। শ্রদ্ধাভরে স্মরন করছি ৩০ লক্ষ শহীদ-দের। আর সেই সাথে ‘বাংলাদেশ সাইবার আর্মী’ এই গণজাগরনের সাথে গর্বিতচিত্তে ঐক্য প্রকাশ করছে। এই আন্দোলন যেনো বৃথা না যায় তাই আমরা আমাদের সর্বোচ্চ শক্তি এই জাগরনে ঢেলে দিতে চাই। আমাদের কর্মকান্ড হবে শান্তিপুর্ণ এবং স্বাধীনচেতনা। দেশবাসীদের উদ্দেশ্য করে তারা বলেন , আমরা আজ আমাদের জীবনের সবচেয়ে সুসময়ে এসে উপনীত হয়েছি। আমরা সবাই আজ গর্বিত। আমরা গর্বিত, কারন আমরা সবাই ঐক্যমতে পৌছাতে পেরেছি। আমরা আবারো ফিরিয়ে এনেছি তারুন্যের গৌরব, বাঙালীর অহংকার আর মুক্তিযুদ্ধের দৃঢ় চেতনাকে। শুরুটা করেছিলেন জাহানারা ইমাম আর শেষ করবো আমরা, তরুনরা। আমরা চুকাবো সব। দিন এসেছে, সব কড়ায় গন্ডায় ফেরত দেয়ার। দাবি নিয়ে এসেছি, ফাঁসীর দাবি।
তারা বিটিসিএল এবং বিটিআরসি যুদ্ধঅপরাধির সকল সংঘঠনের ডোমেন নেমকে সল্পতম সময়ের মধ্যে বাতিল এবং ব্লক করে দিতে আহবান জানান ।
বাংলাদেশ সাইবার আর্মী উইকিপেডিয়তে জামাত এবং জামাতের বাইরে যত রাজাকার আছে সবার সঠিক তথ্যও ইতিহাস তুলে ধরার জন্য দেশবাসীকে অনুরোধ করেন। তারা জানান রাজাকারদের লিস্ট তৈরি করা হচ্ছে। এই লিস্ট কে সমৃদ্ধ করতে আমাদের সাথে যোগাযোগ করুন - twitter.com/bdcyberarmy । অথবা মেইল করুন - [email protected] এই ঠিকানায়
Click This Link
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
মুহাম্মাদ আলী বলেছেন: ধন্যবাদ বাংলাদেশ সাইবার আর্মিকে
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
টি.এম আব্দুল আহাদ বলেছেন: তরুন প্রজন্মরা এগিয়ে যাও আমরা আছি তোমাদের সাথে
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬
এসএমফারুক৮৮ বলেছেন: বাংলাদেশ সাইবার আর্মি এগিয়ে চল, আমরা আছি তোমাদের সাথে।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
আব্দুল মোমেন বলেছেন: মহামান্য সরকারের প্রতি আমার আকূল আবেদন, কোন কৌশলগত কারনে কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে রাজাকারের ফাসিঁর ব্যবস্থা করুন। এখন সময়ই সময়য়ের জবাব দিতে শিখেছে। রাজাকারের ফাঁসি চাই। ধন্যবাদ।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
সামির হোসাইন বলেছেন: ফেইস বুকে বাংলাদেশ সাইবার আর্মির ফান পাজে তো তেমন কিছুই পাইলাম না
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
তাসজিদ বলেছেন: এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
মোঃ আমিনুল ইসলাম (মিলন) বলেছেন: @ সামির হোসাইন @ ফেইস বুকে বাংলাদেশ সাইবার আর্মির ফেন পেজ ফেইস বুক কতৃপক্ষ ব্যান করে দিয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
Click This Link
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: স্যালুট জানাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: সাবাশ ‘বাংলাদেশ সাইবার আর্মী’ টীম। স্যালুট সদস্যদেরকে!
জয় বাংলা !