![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.
স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট পিসির সুবিধা নিয়ে 'প্যাডফোন ইনফিনিটি' নামে নতুন ডিভাইস ছাড়ার ঘোষণা দিয়েছে আসুস।
মূলত স্মার্ট ডিভাইস রাজ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরিতে প্যাডফোন উন্মোচন করেছে হার্ডওয়্যার জায়ান্ট আসুস। অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন সমর্থিত এ ফোনে থাকবে ট্যাবলেট আর স্মার্টফোনে রূপান্তরের নানা বৈশিষ্ট্য।
১০.১ এইচডি পর্দার আরেকটি ট্যাবলেট সদৃশ ডিভাইসের পেছনের দিকে যুক্ত করে সাবলীলভাবে একে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে।
পাঁচ ইঞ্চি পর্দা বিশিষ্ট প্যাডফোনে থাকছে ১.৭ গিগাহার্টজ গতির কোয়াড কোর মানের কোয়ালাকম স্ন্যাপড্রাগন প্রসেসর। সাবলীল কাজের গতি ধরে রাখার জন্য থাকছে ২ গিগাবাইট র্যাম, ৫০ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণ ক্ষমতা। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে ভিডিও কলিং সেবার জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা।
ট্যাবলেট এবং স্মার্টফোন চালানোর ওপর ভিত্তি করে ১৯ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। পাশাপাশি ইন্টারনেট সেবা প্রদানের জন্য থাকবে থ্রিজি এবং ৪জি সমর্থনযোগ্যতা। ধারণা করা হচ্ছে, ধাতব কাঠামোর আর নতুন সব ফিচারে স্মার্টফোন বাজারে নতুন মাত্রা নিয়ে আসবে প্যাডফোন। সবকিছু ঠিক থাকলে মার্চের শেষভাগে বাজারে আসবে। আর পরখ করার জন্য ক্রেতাদের গুনতে হবে ৯৯৯ ডলার।
ভালো লাগলে অবশ্যই জানাবেন...........
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
কোলাহল নির্জনে বলেছেন: খুব সম্ভবত এ বছরের শেষ নাগাদ আসবে। বিস্তরিত এখানেও দেখতে পারেন View this link
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩
দাদুচাচা বলেছেন:
কিনবার মুন চায়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
কোলাহল নির্জনে বলেছেন: একলাই কিনবাইন????
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
আবু শরীফ মাহমুদ খান বলেছেন: কিনতে পারার চান্স আছে
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
কোলাহল নির্জনে বলেছেন: আগায় যান আমরা আপনার পিছনে আছি
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
শাকিল ১৭০৫ বলেছেন: ভয় নাই আমি ই কিনুম
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
কোলাহল নির্জনে বলেছেন: একলাই কিনবাইন????
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
অরন্যযাত্রী বলেছেন: আমার অনেকদিনের প্রত্যাশা ছিল এমন ডিভাইসের.+
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
কোলাহল নির্জনে বলেছেন: ধইরালান
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
ড্রাগন ফ্লাই বলেছেন: আজকেই একটা মাটির ব্যাংক কিন্না আনমু......মরণের আগে যদি একখান কিনতে পারি.....!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
কোলাহল নির্জনে বলেছেন: ব্যাংক ভাঙার আগে খবর দিয়েন
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
পুংটা বলেছেন: এই প্যাডফুনে কি সাঈদির সহ সকল রাজাকারের ফাসিটাসির বিষয় জানা যাবে???
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
কোলাহল নির্জনে বলেছেন: আগে একখান কিন্না দেন। টেস্ট করে জানাবো নে।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২
েধাপা বলেছেন: যা আসে বা আসিতেছে তা'ই কিনতাম মুঞ্চায়। কিন্তু ফুয়সা-কুরির ব্যাফারতো! শ্যাষে কিনতাম না পারলে মুন কষ্ট ফায়!! ব্যাচা-বিক্রিত কমিশন দিবাইন?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
কোলাহল নির্জনে বলেছেন: কতো নিবাইন???
৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭
মদন বলেছেন: বাহ
স্মার্টফোন নিয়ে একটি সাইট http://www.phonespecsandreviews.com/
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
সঞ্জয় নিপু বলেছেন: বাংলাদেশে আসবে কবে ??