![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.
স্মার্টফোন সমর্থিত স্মার্ট ব্রেসলেট আনতে যাচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান কিক-স্টার্টার। এটি বিভিন্ন রঙের আলো বিচ্ছুরণের মাধ্যমে জানিয়ে দিতে পারবে সেলফোনের সব আপডেট।
পকেটে থাকা সেলফোনের যাবতীয় তথ্য পাওয়া যাবে 'এমব্রেস প্লাস' নামের বহনযোগ্য স্মার্ট পণ্যটিতে। কল, এসএমএস, সামাজিক যোগাযোগ সাইট, ই-মেইল পাঠানোর মতো সেবাগুলোর সঙ্গে সেতুবন্ধনে কাজ করবে এ ব্রেসলেট। জানা গেছে, ব্রেসলেটের অভ্যন্তরে রয়েছে অপটিক্যাল ফাইবারের স্বচ্ছ কোর। যা সম্পূর্ণ ব্রেসলেটের মধ্যে যাতায়াত করতে পারে। ব্যবহারকারী চাইলে প্রতিটি আলাদা নোটিফিকেশনের জন্য পছন্দমতো বর্ণের আলো বিচ্ছুরণের পরিবর্তন করে নেওয়া যাবে।
ব্রেসলেটটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন সমর্থন করবে। তবে অচিরেই সব ধরনের স্মার্টফোনবান্ধব হবে এমব্রেস প্লাস। কবে নাগাদ বাজারে আসবে সে ব্যাপারে কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে, প্রতিটি ডিভাইসের দাম হতে
পারে ৪৯ ডলার।
বি: দ্র: ভালো লাগলে অবশ্যই জানাবেন।।।।
©somewhere in net ltd.