![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.
প্রযুক্তি জগতে এ মুহুর্তে সবচেয়ে রহস্যময় পণ্য হিসেবে আলোচিত গুগল গ্লাস। ধারণা করা হচ্ছে সার্চ জায়ান্ট গুগল বছরের শেষভাগে বাজারে আনতে যাওয়া এ স্মার্ট গ্লাস হয়তো আগামী দিনের স্মার্টফোনের ধারণাকেই বদলে দিবে।
নামে গ্লাস হলেও সাধারণ চশমার মতো এতে নেই কোনো সে মাপের দৃশ্যমান গ্লাস। শুধুমাত্র চশমার আকৃতি ফ্রেমের উপর পুচকে ডিসপ্লের একটি কম্পিউটার বললেও খুব একটা ভুল হবে না। অ্যান্ড্রয়েড চালিত এ গ্লাসে তারবিহীন ইন্টারনেট এবং স্মার্টফোনের সাথে সংযোগ স্থাপনের মতো সুযোগও রয়েছে।
এরই মধ্যে এই গ্লাসকে আগেভাগে নিজের করে পাবার জন্য ধরণা দিচ্ছেন প্রযুক্তি বিশ্বের হর্তাকর্তারাও। কি আছে এই গ্লাসে?
চোখের পলকে ছবি: গুগল গ্লাসের সবচেয়ে বড় সুবিধা হলো এর কোনো অপশন নিয়ন্ত্রয়ন করার জন্য ব্যবহারকারিকে হাত লাগাতে হবে না। হয় চোখের ইশারা নয়তো ভয়েস কমান্ড। দুটোভাবেই কাজ আদায় করে নেওয়া যাবে। ক্যামেরা অপশন সচল করে চোখের পলক ফেললেই স্থিরচিত্র তোলা হয়ে যাবে। যার ছবি তুলবার প্রয়োজন হবে সেটির দিকে তাকিয়ে চোখের পলকে ফেললেই কাজ শেষ।
অডিও-ভিডিও কল: স্মার্টফোনের সাথে সেতুবন্ধন করা যায় বলে এর সাহয্যে সহজেই অডিও-ভিডিও কল করা যাবে। ভিডিও কলের সময় চোখের সামনের গ্লাসে ভেসে আসবে আপনার অপর প্রান্তে থাকা প্রিয়জনের মুখ।
তবে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চোখের সামনে যা দেখছেন এই ভিডিও কলের মাধ্যমে চাইলে সেটি আপনার বন্ধুকেও দেখাতে পারবেন। এজন্য অনেকে হয়তো গোয়েন্দা কাজে ব্যবহার করার জন্য এরই মধ্যে ভেবে রেখেছেন।
ভ্রমনে পথ নির্দেশক: গুগল গ্লাসের সবচেয়ে বড় সুবিধা এর ম্যাপিং ফিচার। কেননা ক্ষুদ্র একটি ডিসপ্লেতে ডিভাইসটি আপনার চোখের সামনে তুলে আনবে সমগ্র বিশ্বের মানচিত্র। পাশাপাশি অপরিচিত জায়গায় আপনাকে সঠিক গন্তব্যে পৌছাতে এতে যুক্ত হয়েছে জিপিএস প্রযুক্তি।
বন্ধুর পাশে সব সময়: এই স্মার্ট-গ্লাস ব্যবহারকারীরা নিজেদের সাথে সব সময় নিজেদের অবস্থান একে অন্যকে জানান দিতে পারবেন। তবে এর জন্য ব্যবহারকারিকে আলাদা করে কোনো কাজ করার প্রয়োজন হবে না। সয়ংক্রিয় লোকেশন শেয়ারিং অপশন সচল করে রাখলে কে কোথায় আছেন সেটা সহজেই খুজে নেওয়া যাবে। এজন্য প্রযুক্তি বিশ্লেষকরা একে অনেকটা রিয়েল লাইফ ফেসবুক বলেও নামকরন করেছেন।
রিমাইন্ডার: সময় স্বল্পতার কারণে কখন কোন কাজ করা প্রয়োজন সেটি ভুলে যান তাদের সহযোগিতার জন্য এ গ্লাসে রয়েছে রিমাইন্ডার অপশন। আগেভাগে রিমাইন্ডার চালু করে রাখলে বার্তা সহ আপনাকে স্মরণ করিয়ে দিতে পারবে এই গ্লাস। এর পাশাপাশি ভ্রমনের সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে প্রদর্শন ও পাঠ করে শুনাতে পারবে।
আবহাওয়া পূর্বভাস: তারবিহীন ইন্টারনেট সংযোগ থাকায় সহজেই আবহাওয়া পূর্বাভাস আপনাকে জানিয়ে দিতে পারবে। এতে করে আগেভাগে আবহাওয়া দেখে নিয়ে আপনার কাজে রওনা হতে পারবেন। সময় ও হয়রানি দুটোই কম হবে।
বার্তা পাঠকারি: স্মার্টফোনের বার্তা চলে আসবে আপনার এই গ্লাসে। তবে এই বার্তা আপনি কষ্ট করে না পড়লেও চলবে। বিল্টইন সংয়ক্রিয় পাঠ ব্যবস্থা আপনার বার্তা আপনাকে পাঠ করে শুনাতে পারবে।
দাম: জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি তবে খুব বেশি না মাত্র ১৫০০ ডলার।
বি:দ্র: ভালো লাগলে অবশ্যই জানাবেন।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
কোলাহল নির্জনে বলেছেন: খাইলে তো বদ-হজম হওয়ার সম্ভাবনা প্রবল
২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
তারছেড়া লিমন বলেছেন: ভালো লাগল
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
কোলাহল নির্জনে বলেছেন:
৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯
রোড সাইড হিরো বলেছেন: চরম হবে আশা করি...
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২
কোলাহল নির্জনে বলেছেন: তা তো বটেই। দাম ও মাত্র ১৫০০ ডলার।
৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫
টুং টাং বলেছেন: কোথায় পাওয়া যাবে ?
মোর এক খান লাগপে।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬
কোলাহল নির্জনে বলেছেন: অপেক্ষা করেন। চইলে আসপে। এই তো আর মাত্র কয়ডা মাস।
৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: দামডা কমান যায় না?
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯
কোলাহল নির্জনে বলেছেন: কন কি??? গুগল মামা শুনলে তো হাট ফেইল করপে। মাত্র তো ১৫০০ ডলার। সাথে ভ্যাট যোগ হইপার পারে
৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
পথ-হারা এক পথিক বলেছেন:
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭
কোলাহল নির্জনে বলেছেন: পথ হারাইছেন মনে হইতাছে
৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১
রিফাত হোসেন বলেছেন: তেমন কামের না, বেটা লেভেল এর মাল সামানা, প্রো লেভেল আপ হতে বছর কয়েক যাবে আরো, সেমসাং এস৪ চোখের ইশারায় চলতে পারে, শিউর না
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
কোলাহল নির্জনে বলেছেন: মালডা কিন্তু খারাপ নাহ। শত হইলেও গুগল মামায় আনছে। তবে যে যাই বলুক স্যামসাং ইস বস
৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৭
রিওমারে বলেছেন: এইটাচোখে লাগাইলে হাটার সময়ে উস্টা খাবার সম্ভাবনা নাই??
০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০২
কোলাহল নির্জনে বলেছেন: গবেষণার বিষয়
৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭
হুমায়ুন তোরাব বলেছেন: amer baper bacchorik income 1lakh taka..
r eidar dam 1lakh 20 hajar...
amar NOKIA 1100 er ste challenge dilam sobai ke..
5tala thaika falai dimu,niche aisa dakhum kar ta cole..
lagbe naki keu ????
০৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১১
কোলাহল নির্জনে বলেছেন: নাহ খেলুম নাহ। আপনি একটা ই ই ইয়ে.............
১০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫১
রিফাত হোসেন বলেছেন: হুমায়ুন তোরাব বলেছেন: amer baper bacchorik income 1lakh taka..
r eidar dam 1lakh 20 hajar...
amar NOKIA 1100 er ste challenge dilam sobai ke..
5tala thaika falai dimu,niche aisa dakhum kar ta cole..
lagbe naki keu ????
১১| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
সেইফ সার্র- অফ ||
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
কোলাহল নির্জনে বলেছেন: কিতা কইলেন বাই???? টাওয়ারের উপ্রে দিয়া গেলো এলিয়েন কমিউনিকেশন সিস্টেম নাতো ??
১২| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫
আতিয়ার রহমান বলেছেন: +
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
কোলাহল নির্জনে বলেছেন: ধন্যবাদ
১৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪
ভুল উচ্ছাস বলেছেন: দুর্দান্ত একটা জিনিস। আমরা এগোচ্ছি তাহলে। তবে সমস্যাও আছে, এখন থেকে স্কুল ফাকি দেয়া ছেলে মেয়েরা বিপদে পড়বে বেশি, আর যেসব লোক বউ কে ফাকি দিয়ে ঘুরে বেড়ায় তাদের তো আরো বিপদ।
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
কোলাহল নির্জনে বলেছেন: যেসব লোক বউ কে ফাকি দিয়ে ঘুরে বেড়ায় তাদের তো আরো বিপদ ভাইজান কি বিবাহিত????
১৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
লেখোয়াড় বলেছেন:
++++++++++++
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪
কোলাহল নির্জনে বলেছেন: ধইন্না
১৫| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৬
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: এত্ত দাম !! !!!!!! !!!!!!!!!
পসন্দ হইসিলো ...কিন্তু যেই না দাম ......
শুধু কান্তেই আসি
লাগব না । হুহ !
১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১
কোলাহল নির্জনে বলেছেন: মাত্র ১৫০০ ডলার বেশি পাইলেন কই
করছেন কি, দেশে না বন্যা শুরু হয়
ভালো সিদ্ধান্ত। এটা পড়ে রাস্তায় রেব হলে উস্টা খাওয়ার রিস্ক থেকে মুক্ত হয়ে গেলেন
১৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯
নতুন যাযাবর বলেছেন: এই পোষ্টটি দেখে পুরাতন কম্পু ইউজার রা নতুন ইউজারদের হেল্প করতে পারেন।
Click This Link
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:০২
কোলাহল নির্জনে বলেছেন: ভাইজান আপনার নিকটা তো অছাম
১৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: :-< :-< :-< :-<
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
কোলাহল নির্জনে বলেছেন: থাক আর কাইন্দেন না। বন্য হইলে বিপদ
১৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: চায়না ভার্সন কপে আসবে!!!!!!!!!!!!!!!!!
১৫০০০ টাকায়
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
কোলাহল নির্জনে বলেছেন: আগে তো গুগলের টা আসতে দেন হের পর চায়না, জিনজিরা সব পাইবেন
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
লিন্কিন পার্ক বলেছেন:
খাইসেরে !