নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে › বিস্তারিত পোস্টঃ

একের ভিতর সব আই-স্কাইসফট [ ৫৯ ডলারের অডিও-ভিডিও কনর্ভাটার পুরোটাই বিনামূল্যে ]

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

অডিও কিংবা ভিডিও ফাইল পারস্পরিক রূপান্তরের জন্য সবারই শরনাপন্ন হতে হয় তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যারের। বিনামূল্যে অনেক ধরণের সফটওয়্যার থাকলেও উপযুক্ত কাজটি সঠিকভাবে আদায় করা যায় না কোনো কনর্ভাটার থেকেই।



সবচেয়ে বড় দুর্বলতা সব ধরণের ফাইল রূপান্তর করতে না পারা। অধিকাংশ আবার সাতদিন কিংবা ত্রিশ দিন পেরোতোই জেঁকে বসে রেজিস্ট্রেশন করানোর বায়না নিয়ে। এসব ঝামেলায় না যেতে চাইলে আপনার জন্য আছে সহজ সমাধান- মাত্র ১৭.৩৭ মেগাবাইট আকৃতির ক্ষুদে সফটওয়্যার আই-স্কাইসফট ভিডিও কনর্ভাটার আলটিমেট, নামে ভিডিও কনর্ভাটার হলেও একে দিয়ে প্রায় সব ধরণের মিডিয়া ফাইল পারস্পরিক রূপান্তর করার পাশাপাশি ব্যবহার করা যাবে অডিও এবং ভিডিও এডিটর হিসেবে। এমনকি সিডি/ডিভিডি বার্ণ করা, কোনো গান অথবা ভিডিওতে লুকিয়ে থাকা বিশেষ অংশ প্রয়োজনে কেটে নেওয়ার জন্য ক্লিপিং অপশনও পাওয়া যাবে। আর অনলাইন থেকে সরাসরি লিংক দিয়ে মিডিয়া ফাইল ডাউনলোড করার ব্যবস্থা তো থাকছেই।





এজনজরে উল্লেখযোগ্য ফিচারগুলো:

১) ভিডিও এডিটিং:





২) সিডি/ডিভিডি বার্ণ:





৩) ক্লিপ বা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া:





৪) লিংক থেকে ডাউনলোড বা ইউআরএল ডাউনলোড:





যে সব ফাইল ফরমেটের পারস্পরিক রূপান্তর করা যাবে:

















































ডাউনলোড লিংক: http://1337x.org/torrent/288792/0/



পরিশেষে: কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। সেজন্য ৫৯ ডলারের এই সফটওয়্যারটির নিবন্ধন করার বায়না নিয়ে জেঁকে বসতে না পারে তাই রেজিস্ট্রেশন কোড মিলিয়ে দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে।





বি:দ্র: ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।।। আর পোস্টা কেমন হলো অবশ্যই জানাবেন।।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ফখরুল আমান ফয়সাল বলেছেন: Thanks, im Mac user, have a plan to dual boot, for then. And im ur follower from now on.

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

কোলাহল নির্জনে বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

অন্তরচক্ষু বলেছেন: ধন্যবাদ আপনার পোষ্টের জন্য । তবে আপনার ইমেইল আর কী accept হচ্ছে না। সমস্যা নাই download file-র মধ্যে serial key and e-mail address text file আকারে দেওয়া আছে । ওখান থেকে copy and paste করলেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.