নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে › বিস্তারিত পোস্টঃ

পাসওয়ার্ড ছাড়াই RAR ও ZIP ফাইল আনলক!!

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫





অনলাইন থেকে ডাউনলোড করা ফাইল (যেমন- RAR অথবা ZIP ফাইল) অনেক সময় পাসওয়ার্ড প্রটেকটেড থাকতে পারে।



এক্ষেত্রে সাহায্য নিতে হয় তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যারের। তবে কাজের দিক থেকে এগুলো খুব একটা উপকারে আসে না। আর সময়ের অপচয় তো আছেই।



তবে আপনার ইন্টারনেট সংযোগ থাকলে আপনি সহজেই এ সমস্যার সমাধাণ করতে পারেন। আর এক্ষেত্রে কোনো সফটওয়্যারের ও প্রয়োজন হয়না।



এজন্য প্রথমেই আপানকে যেতে হবে http://archive.online-convert.com/convert-to-zip এই লিংকে।











এরপর Choose File এ আপনার নির্ধারিত RAR অথবা ZIP ফাইলটি বাছাই করে Convert File এ ক্লিক করতে হবে।







ফাইলের আকারের উপর ভিত্তি করে কিছুটা সময় নিবে।







কাজ শেষ হলে সয়ংক্রিয়ভাবে ডাউনলোড লিংক চলে আসবে।







এবার আপনার ফাইলটি পিসিতে ডাউনলোড করে আনজিপ করে নিন। ব্যাস আর কোনো পাসওয়ার্ডের ঝামেলা থাকবে না।





আরো কৌশল জানতে পরতে পারেন>>>>



*ভাইরাস মুক্ত থাকার চার কৌশল



*বিনামূল্যে প্রয়োজনীয় চার সফটওয়্যার



*অনুসরণ করে ফেসবুক



*ঝাঁকিয়ে লক আনলক করুন সেলফোন!!!!!!!!!





****** এই পোষ্ট যদি আপনাদের ভালো লাগে কিংবা উপকারে আসে তবে অবশ্যই জানাবেন। অন্যকে জানার সুযোগ করে দিবেন।

ধন্যবাদ।


মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

সপ্তম ইন্দ্রিয় বলেছেন: নাইস পোস্ট :D

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

কোলাহল নির্জনে বলেছেন: ধন্যবাদ সপ্তম ইন্দ্রিয় :)

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপাতত প্রিয়তে নিয়ে রাখলাম।
দেখি কাজ করে কিনা।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

কোলাহল নির্জনে বলেছেন: ইনশাআল্লাহ আশা করি কাজ করবে :)

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪

অন্ধকারের রাজপুত্র বলেছেন: প্লাস এবং প্রিয়তে ! :)

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

কোলাহল নির্জনে বলেছেন: ধন্যবাদ, অন্ধকারের রাজপুত্র

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

প্রকৌশলী আতিক বলেছেন: কাজ করেনা। :) :)

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭

কোলাহল নির্জনে বলেছেন: আবার চেষ্টা করেন। অবশ্যই হবে

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

প্রকৌশলী আতিক বলেছেন: http://www.mediafire.com/?xa0y9y83ayciciw


প্লীজ এইটা ট্রাই করেন।

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

কোলাহল নির্জনে বলেছেন: আপনার ফোল্ডার আনলক হয় কিন্তু ফোল্ডার এ কিছুই দেখায় না

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

ঠেলা বলেছেন: কাজের জিনিস

৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

প্রকৌশলী আতিক বলেছেন: হে হে, বুঝছেন। আমি নিজে পাসওয়ার্ড দিছি। দেখছেন, কাম হয়না।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

কোলাহল নির্জনে বলেছেন: লল। আপনার ফাইল তো আনলক হইছে?

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

রুম৭৪ বলেছেন: কাম হয়না X((

৯| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

আহমেদ আলিফ বলেছেন:
Error message
The file is password protected. We never ask our users for passwords and therefore do not convert password protected files.

ভাই এই কতা কয় :( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.