নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them.

কোলাহল নির্জনে › বিস্তারিত পোস্টঃ

অক্টোবরে রবি আনছে ৩.৫ জি!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০





থ্রিজি নিলামের পর এখন প্রতিযোগীতায় মত্ত সকল অপারেটর। গতকাল গ্রামীণফোনের থ্রিজি সেবা ঘ‌‌‌োষণার পর আজ রবি তাদের থ্রিজি সংশ্লিষ্ট একটি সংবাদ সম্মেলনে ৩.৫ জি সেবা প্রদানের ঘোষণা দিয়েছে।



গতকাল গ্রামীণফোনের ঘোষণাটি ছিল তারা অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে থ্রিজি সুবিধা চালু করবে। তবে আজ এক ধাপ এগিয়ে গেল রবি। রূপসী বাংলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবি ঘোষণা দিয়েছে ৩.৫ জি আনার। অক্টোবরের শুরুতে সেবাটি ঢাকা তে প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে তা চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটে বর্ধিত করা হবে।



নিলামের দিন এ বিষয়ে রবি’র সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মাইকেল ক্যুনার বলেছিলেন, যত দ্রুত সম্ভব আমরা থ্রিজি পরিষেবা চালু করবো। আর এটা নির্ভর করছে সেবা চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির অনাপত্তিপত্র হাতে পাওয়ার ওপর। তবে আমরা থ্রিজি সেবা দিতে পুরোপুরি প্রস্তুত।



আজকে রবি আরও জানিয়েছে, বছরের শেষ নাগাদ দেশের ৩০% অঞ্চল এই সেবার আওতায় থাকবে এবং ২০১৪ এর প্রথম ভাগের মধ্যে ৩৫% অঞ্চলে সেবাটি ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।



এখন প্রশ্ন হতে পারে থ্রিজি বুঝলাম ৩.৫ জি কি? এটা এমনই একটি ডাটা টেকনোলজি যা ডিজাইন করা হয়েছে থ্রিজির থেকে উন্নতমানের পারফরম্যান্স দেয়ার জন্য। এই সেবার মাধ্যমে অন্তত গ্রামীণফোন থেকে এগিয়ে থাকার প্রচেষ্টা দেখাচ্ছে রবি।



এই সুবিধা ভোগ করার জন্য গ্রাহক কে নতুন করে সিম কিনতে হবে না এবং কোন প্রকার খরচ ছাড়াই থ্রিজিতে মাইগ্রেট করতে পারবেন গ্রাহক রা।



সম্মেলন থেকে জানা যায় নিলামে মেগাহার্জ ক্রয় করা অপারেটরদের ৬০% অর্থ জমা দেয়ার যে শর্ত ছিল তা রবি আজ সকালে প্রদান করেছে। ৫ মেগাহার্জের জন্য তারা প্রদান করেছে ৫৭০ কোটি ডলার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখা যাক কি কি করতে পারে........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.