![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা নারীর যখন জন্ম হয়, ইসলাম বলে "যার
ঘরে প্রথমে কন্যা সন্তান হয় সেইঘর
বরকতময়"। ইসলাম এও বলে "কন্যাসন্তান
স্রষ্টার রহমত ও কৃপা" (মাজমাউজ্জাওয়ায়
িদ)। নারী যখন যুবতী হয়, ইসলাম বলে "যে
তার মেয়েকে সঠিকভাবে লালন-পালন করে
ভালপাত্র দেখে বিয়ে দেয় তার জন্য স্বর্গ
অনিবার্য হয়ে যায়" (জামিউল আহাদীস)।
নারী যখন বিবাহিত হয়, ইসলাম বলে
"তোমাদের মধ্যে সেই পুরুষই সর্বোত্তম যে
তার স্ত্রীর কাছে সেরা ও উত্তম" (বুখারী)।
নারী যখন সংসারী, ইসলাম বলে "স্ত্রীর
দিকে দয়ার দৃষ্টিতে তাকানো পূণ্যের
কাজ। এমনকি স্ত্রীকে আদর করে মূখে একটি
লোকমা তুলে দেওয়া প্রভুর রাহে
দান" (মুসলিম,তিরমিযী)। নারী যখন
গর্ভবতী, ইসলাম বলে "গর্ভাবস্থায় যে
নারী মারা যায় সে শহীদের মর্যাদা
পায়" (আবু দাউদ, মাজমাউজ্জাওয়ায়িদ)।
নারী যখন মা, ইসলাম বলে " মায়ের পদতলে
সন্তানের বেহেশত" (দায়লামী)।
তাহলে ইসলাম নারীর মর্যাদা দেয়নি, তো
কে দিয়েছে?!
©somewhere in net ltd.