নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই জন

আমি সেই জন › বিস্তারিত পোস্টঃ

দুষ্ট মেয়ে

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৭

আমার এই ঘর আর একখানি বই
চুরি করতে এসেছিলে নিয়ে ভাঙ্গা মই
দেখি নাই কখন তুমি এসেছিলে হেথা
পড়ে গিয়ে কম্ম সাবাড় পেয়েছিলে ব্যাথা
পড়ার যদি এত্ত ইচ্ছে থাকতো ওরে বাছা
চুরিতে এসে পড়ে গিয়ে ভাঙত নাতো পাছা
আমি জানি কেন তুমি এসেছিলে ঘরে
তোমার লিখা চিঠিটা দেখি টেবিলের পরে
ভালোবাসা তোমার যদি কলিজাতে উঠে
কল করতা নিয়া তোমার মোবাইল খানি মুঠে
এই যুগে কোন পোলা এত্ত গেয়ো হয়
তোমাকে ভালবাসতে তাই সন্দেহ হয়
না তোমার আছে টাকা না আছে বুদ্ধি
ভাবি আমি মাঝেসাঝে প্রেম টা কি শুদ্ধি
ভেজালের দুনিয়াতে আমিও অনেক ভেজাল
তোমাকে ছাড়া আছে দু-তিন জন করো নাই খেয়াল
পূর্ব পাড়ার ছোট্ট মফিজ পশ্চিম পাড়ার ডাবলু
এদের আছে পয়সা কড়ি নয় তারা হাবলু
আজ তোমাকে দেখবো শেষ হসপিটাল যেয়ে
ভাঙ্গা পাছায় বুঝবে আমি কেমন দুষ্ট মেয়ে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.