![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।
পাকিদের সাথে আজকের ম্যাচে ভারতের গর্ব করার মত ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পরে গেছে। কি কারনে এই বেহাল দশা তা জানতে ছুটে যাওয়া হইছিল আজকের ম্যাচের ১১ জন ভারতীয়র কাছে। তারা জানিয়েছেন বা কারন দেখিয়েছেন তাদের এই দুর্দশারঃ
গম্ভীরঃ আমি তো ভাবছিলাম প্রথম ম্যাচ হারার পর ২য় ম্যাচ জিতার জন্য আমাদের ক্রিকেট বোর্ড অলরেডি টাকা পয়সা দিয়ে পাকিদের ম্যানেজ করে ফেলেছে। তাই হাল্কা ভাবে খেলতে গিয়ে ধসে গেলাম আর কি। এখন যেয়ে খোজ নেয় শালারা টাকা খাওয়ার পর ক্যান জিতল!!
শেবাগঃ ভাই মেলাদিন বাংলাদেশী খুজছিলাম, ঘৃনায় কেউ আমার কাছে আসে নাহ। কি আর কমু আমার কথার কারনে বাঙ্গালীরা দিছিলো অভিশাপ, এখন হাতে নাতে ফল পাইতেছি। বাঙ্গালীর অভিশাপ কি জিনিস তা পাকিরা বুজছিল এখন আমিও বুঝছি। দেখেন নাহ সেদিন কে যেন দেয়ালে লিখছেঃ
ওরে বীরেন্দ শেবাগ
প্যান্ট পরে নাহ
প্যান্ট খুলে হাগ!!
কোহলীঃ শুনো ছোকরা আমি এখন ভারতের রাইজিং স্টার। ব্যাটিং ফ্যাটিং নিয়ে কিছু জিগায়ো নাহ। বহুত বিজি আমি। তবে হ্যা দুটা পয়সা ফেললে আমি তোমার সাথে কথা কমু। পয়সা ক্যান দিবো জিগাইলে কয়, “নিকাল যাও আভি”।
যুবরাজঃ আমার কোন দ্বোষ নাইকা। ঐ শালা গম্ভীর কইল, আবে যুবরাজ, পাকিদের তো টাকা দিয়া ম্যানেজ করে ফালাইছে বোর্ড তুই শ্লা আরামে খেল। কন তো আমার একটা ইজ্জত আছে নাহ। এখন এই আউট হয়ে কি করে মুখ দেখায়, ঐ গম্ভীররে খুজে পাইলে...
রায়নাঃ দাদা আমার প্রতিক্রিয়া জানতে এসেচেন, দাদা আমার। ওহ মাই গাড। তা দাদা কি আর বলব এই ইডেনের মাঠটা একটু ব্যাকা। তার ফলে আর কি ভাল খেলতে পারিনি। ওহ দাদা ভাল ইলিশ মাছ খাওয়াতে পারবেন?
ধোনিঃ আসলে দেখছেন তো আমার চুল পেকে যাচ্ছে, বয়স হচ্ছে। এই বয়সে আর খেলা যায়, তার উপর খারাপ খেলার জন্য বউ গালি দিচ্ছে, বোর্ড গালি দিচ্চে। লাইফটাকে হেল করে ছাড়ল। আর শালা একদল আবালদের নিয়ে খেলতে নেমেছি... এইরে কি বলছি , যান তো ভাই আপনি, কিয়ের প্রতিক্রিয়া ফিফটি মেরেছি শুধু ক্যাপ্টেন্সীর বাচানোর স্বার্থে...
অশ্বিনঃ না ভাই আমার খালি মনে হয় ঐ শালা শোয়েব মালিক সানিয়ারে বিয়া কইরা মুখের গ্রাস কেড়ে নিয়েছে আমাদের। তাই ভাবছিলাম ঐ হারামীর বলটা ছক্কা মেরে সানিয়াদের বাড়ির কাচ ভাঙ্গব কিন্তু সব শেষ হয়ে গেল। কলকাতা থেকে বল কি করে হায়দ্রাবাদে যাবে জিগাইলে কয় , ঐ শালা পোলার্ড যদি বলতে পারে খুলনা থেইকা ঢাকা পাঠামু আমি বলতে পারুম না ক্যা?
কুমার, ডিন্ডা, শর্মাঃ
মুখে কিছু কয় নই তবে একটা প্ল্যাকার্ড নিয়া বসে আছে, তাতে লিখাঃ
“তথাকথিত বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপের টিমের বোলারদের কে
ব্যাটিং বিপর্যের কারন জানতে চাহিয়া
লজ্জা দিবেন নাহ”
তবে পাশ থেকে কোন এক লোক বলে উঠল, “ন্যাংটাদের আবার কিসের লজ্জা বে”?
পাকি উচ্চারনের সময় বিনা দ্বিধায় প এর বদলে ফ উচ্চারন করতে পারেন।
এশিয়া কাপের সময় একটা লিখছিলাম টাকা দেওয়া নেওয়ার পর পাকি ও ভারত অধিনায়কের কথা
- আশিকুর রহমান (aR)
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
সচেতন বলেছেন: Aane do!!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
আশিকুর রহমান অমিত বলেছেন:
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: আহারে করছেন কি? এমন করতে নেই।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
আশিকুর রহমান অমিত বলেছেন: কি করব ভাই বলেন ?
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
তিমিরবিদারী বলেছেন: কি আর কমু আমার কথার কারনে বাঙ্গালীরা দিছিলো অভিশাপ, এখন হাতে নাতে ফল পাইতেছি। বাঙ্গালীর অভিশাপ কি জিনিস তা পাকিরা বুজছিল এখন আমিও বুঝছি। হাছা কথা....
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
আশিকুর রহমান অমিত বলেছেন:
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
নিশ্চুপ শরিফ বলেছেন: ইন্ডিয়া তো বাংলাদেশ না যে পাকিস্তানরে হারের ভয় দেখাইতে পারবে। প্রায় হারিয়ে দিতে পারবে। পাকিস্তান ২৫০ রান না করলেও পারতো।
আর কহলি বিজি মাইয়া পটাতে। ম্যাচ এ মনোযোগ দেয়ার টাইম কই পাইবো ওই ব্যাটা
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
আশিকুর রহমান অমিত বলেছেন: কহলি বিশাল বিজি
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আনে দো
হিহিহি এখনো এই বিজ্ঞাপন কেম্বায় দেহায়
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
আশিকুর রহমান অমিত বলেছেন:
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
নিঃসঙ্গ ঢেউ বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
আশিকুর রহমান অমিত বলেছেন:
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
chai বলেছেন: ++++
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
মিনহাজুল হক শাওন বলেছেন: বেফুক পরিমানে মজা নিলাম।
[img]http://i.imgur.com/ZITfF.png[/img]
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ। ছবি দেখা যায় নাহ ক্যান?
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
মাতবার বলেছেন: +++++++++++++
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯
স্বাধীকার বলেছেন:
মুখে কিছু কয় নই তবে একটা প্ল্যাকার্ড নিয়া বসে আছে, তাতে লিখাঃ
“তথাকথিত বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপের টিমের বোলারদের কে
ব্যাটিং বিপর্যের কারন জানতে চাহিয়া
লজ্জা দিবেন নাহ”
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৪
আশিকুর রহমান অমিত বলেছেন: তবে পাশ থেকে কোন এক লোক বলে উঠল, “ন্যাংটাদের আবার কিসের লজ্জা বে”?
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬
ইউসুফ আলী রিংকূ বলেছেন: ওরে বীরেন্দ শেবাগ
প্যান্ট পরে নাহ
প্যান্ট খুলে হাগ!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
আশিকুর রহমান অমিত বলেছেন:
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
ব্ল্যাকমেটাল বলেছেন:
এমুন পোস্ট আরও চাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
আশিকুর রহমান অমিত বলেছেন: চেষ্টা করব ভাই
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
বিকেল বলেছেন: ারতের কয়দিন পর টেনিস বলে ক্রিকেট খেলা উচিৎ
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
আশিকুর রহমান অমিত বলেছেন: সেই সাথে ওদের কে বাংলাদেশ ক্রিকেট কে যোগ্য সম্মান দিতে হবে
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
ব্যানার বলেছেন:
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
আশিকুর রহমান অমিত বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
তা্নভীর মোরশেদ বলেছেন: চমৎকার পোস্টাইছেন ।
গুড থাকুন।