|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আশিকুর রহমান অমিত
আশিকুর রহমান অমিত
	লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।
কি কারনে উড়তে থাকা পাকি ক্রিকেট টিমে হেরে গেল লাস্ট ম্যাচে? বিশ্বের অন্যতম থার্ড ক্লাস বোলিং লাইনআপের কাছে গুটিয়ে গেল ১৫৭ রানে। কাল রাতেই ছুটে যাওয়া হইছিল ১১ জন পাকির কাছে কিন্তু দিল্লী বহুত দূর হওয়ার কারনে এইমাত্র জানা হল আসলি কাহানী! 
নাসির জামসেদঃ "আমারে দ্বোষ দিবেন নাহ আমি কিন্তু ভালই খেলছিলাম , খেলার মাঝখানে দেখলাম গ্যালারী থেকে একটা বিশেষ সংকেত! ঐ যে সংকেত খানা বিপিএলে আমাকে আমার জাত ভাই দিছিলো । তাই সেখানেই কেলা থামাই দিছি। বুচচেন তো কিসের সংকেত ভাই!" বলে হারামীডা চোখ মারা শুরু করল।
কামরান আকমলঃ মেলা ক্ষন খুক খুক করে হেসেই চলছে। শেষে হারার কারন না জিগায়ে হাসার কারন জিগাইলে বলে, “ ঐ শালা জমসেদ একটা বুকচুদ। আমি ১০ বলের মধ্যেই বুঝে গেছি ইন্ডিয়ান বোর্ড থ্যাইকা টাকা আইছে তাইঐ খানেই থেমে গেছি। ০ করছি বলে বোনাস দিছে। ভাই দিল্লীতে পাওয়া যায় ঐ গুলা, বোনাসের টাকায় না হয় একটু...
ইউনুস খানঃ আমাকে দেখেই, “ না না আমি কোন টাকা পয়সা পাইনি, শালারা আমাকে আর গুনায় ধরে নাহ। বলে কি ঐ ব্যাটা কে টাকা না দিলেও আউট হবে। খালি জোরে বড় কাজ লাগছিল বইলা আমি আউট হইছি। না হলে দেখিয়ে দিতাম আমি বাতিল মাল কিনা। হুহউ হুস হুস হুস......
মিসবাহ উল হক নিয়াজীঃ খ্যাক খ্যাক খ্যাক দেখলেন তো কত সাচ্চা দিলের আদমি আমি, হারাম টাকাকে কি করে হালাল বানালাম! এতগুলান বল খাইলা রান করলাম বেশি আবার দলের পু** টাও মেরে দিলাম। কেউ কইবে নাহ টাকা খাইয়া খারাপ খেলছি
উমার আকমালঃ কান ফাটিয়া র্যাপ গেয়ে চলছে আবালডা।
“ টাকা টাকা টাকা/ পাকিরা চেনে টাকা/ফিক্সিং এ তারা পাকা। 
টাকা টাকা টাকা/ মেয়েদের কাছে খাই ছ্যাকা/আমাদের জন্ম থেকে মেশিন ব্যাকা”
শোয়েব মালিকঃ শুনেন আমরা স্বামী বউ মেলে বহুত কামাই। ঘুষ খাওয়া লাগবো নাহ। এমনি তে শশুর বাড়ি থেকে কইয়া দিছিলো যে আজকে যেন খারাপ খেলি, তাছাড়া সানিয়াও ভয় দেখাইছিল ভাল খেললে ১ মাস...... 
 তবে সবচেয়ে বড় কথা যে দেশে এসে নেচে বেড়াচ্ছি তাদের জন্য কিছু করমু নাহ!
  তবে সবচেয়ে বড় কথা যে দেশে এসে নেচে বেড়াচ্ছি তাদের জন্য কিছু করমু নাহ!
হাফিযঃ নাহ আমি ভালই খেলছিলাম, ম্যাগার পিছন থেকে ধোনি কইল “আর একডা ছয় মার দেখ ইন্ডিয়া থেকে সীমান্তে বোম মারা শুরু হল কি হল, বেইমানেরা সৌহার্দ্য সিরিজ খেলতে আইস্যা হোয়াইট ওয়াস করবি” তাই আমি থেমে গেলাম ভাই। এখন হাতে কিছু আসলেই হল।
আযমল,গুল, জুনাইদঃ এদের মুখে দেখলাম কাপড় বাধা, খালি প্ল্যাকার্ড হাতে নিয়ে আছে তাতে লিখা,
“ কোন কথা কমু নাহ
ভাল বোলিং করছি বইলা
ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কম টাকা পাঠাইছে
হামকো ইনসাফ চাহিয়ে”

ইরফানঃ অনিবার্য কারন বশত প্রতিবেদক ৫ ফিট ৯ হওয়া স্বত্তেও লম্বু ব্যাটার মুখের কাছে রেকর্ডারটা ধরতে পারিনি। মাইন্ড ইট এই জন্য কোন রূপ দুঃখ প্রকাশ করা হচ্ছে নাহ।
পাকিস্তান উচ্চারনে প এর বদলে বিনা দ্বিধায় ফ উচ্চারন করতে পারেন 
২য় ম্যাচ নিয়েঃভারতের ব্যাটিং এর অধঃপতন : ভারতীয় ক্রিকেটারদের তাৎক্ষনিক প্রতিক্রিয়া  
-আশিকুর রহমান (aR)  
 ২৬ টি
    	২৬ টি    	 +১/-০
    	+১/-০  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৪
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৪
আশিকুর রহমান অমিত বলেছেন: চিন্তা করলাম কারন ঐ বেটা রমিজ রাজা আমাদের কে নিয়ে বাজে কথা কইছে
২|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৯
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১৯
wrongbaaz বলেছেন: পাকিস্তান কেন পরাজিত এইটাতো কোন প্রশ্ন না। প্রশ্ন হইলো এগুলান ম্যাচ কেমনে জিতল?
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৫
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৫
আশিকুর রহমান অমিত বলেছেন: ঐ তো ভাইস ভার্সা 
৩|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৪
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৪
আরমান আরাফাত বলেছেন: Pakira ai macth harar binimoye abar ipl khelbo 100%. Arokom prokashho patano macth ar dekhi nai.
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৬
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:২৬
আশিকুর রহমান অমিত বলেছেন: তা আর বলতে
৪|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৩
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৩
মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: চরম হইছে.........।
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৫
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৩৫
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৫|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৩
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৩
ব্যানার বলেছেন:   
   
   
 
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৮
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৮
আশিকুর রহমান অমিত বলেছেন:  
  
 
পড়ার জন্য ধন্যবাদ
৬|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৫
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৫
রাসেল ভাই বলেছেন: বিটিভি কত নিয়া খেলাটা দেখাইছে ? এইটা নিয়া একটু গভেষণা করেন তো ভাই ।
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৯
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৯
আশিকুর রহমান অমিত বলেছেন: থামেন আগে দেইখা লই এইবার বিপিএল ওরা দেখায় কিনা
৭|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৯
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:৫৯
টুটুল২০০৮ বলেছেন: ফালতু টিম। গায়ের জোরে যা খেলে।
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০১
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০১
আশিকুর রহমান অমিত বলেছেন: আবার ওদের বড় বড় কথা !
৮|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৩
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৩
টাইম নাই রাস্তা বেশি বলেছেন: ফাটাইয়া দিছেন ভাই ।
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৮
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৫:০৮
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাই 
৯|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৩
০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৩
মিনহাজুল হক শাওন বলেছেন: 
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৭
০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৭
আশিকুর রহমান অমিত বলেছেন:  সেই হাসি 
১০|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৫
০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৫
নেক্সাস বলেছেন: কারণ আমি এই দুটা দল হারলে খুশি হই। আল্লাহ আমাকে খুশি করেছে বলেই লাষ্ট ম্যাচে পাকিরা হারছে।
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৭
০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:১৭
আশিকুর রহমান অমিত বলেছেন:  ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য।
সেম খুশিতেই পোষ্ট টা দিলাম
১১|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৪২
০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৪২
আশকারি রহমান বলেছেন: অচাম হইছে ম্যান 
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০৭
০৭ ই জানুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০৭
আশিকুর রহমান অমিত বলেছেন:  ধন্যবাদ  ম্যান 
১২|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৪
০৭ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:২৪
মুশাসি বলেছেন: প্রথম ভালোলাগা++
শোয়েব মালিকেরটা খুজতেছিলাম। আহা ! যদি তার জায়গায় থাকতে পার্তাম   
   
   
   
  
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৯
০৭ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৫৯
আশিকুর রহমান অমিত বলেছেন:  লোকে পড়ে যায় কিন্তু ভাললাগা জানায় নাহ রে ভাই 
শোয়েব মালিক তো জাস্ট লাইক আ ভচ
১৩|  ০৭ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪২
০৭ ই জানুয়ারি, ২০১৩  রাত ৯:৪২
কে এম শিহাব উদ্দিন বলেছেন: আইপিএল খেলার চান্স পাইল।
  
   
   
   
   
 
  ০৭ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০০
০৭ ই জানুয়ারি, ২০১৩  রাত ১০:০০
আশিকুর রহমান অমিত বলেছেন: সেটাই আর কি ভাইয়া
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১২
০৭ ই জানুয়ারি, ২০১৩  বিকাল ৪:১২
টোকাই সিকদার বলেছেন: খেলা হইলো ভারত-পাকিস্থান ,আমার চিন্তা করার দরকার কি?