|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আশিকুর রহমান অমিত
আশিকুর রহমান অমিত
	লিখতে পারি না পারি ব্লগিং টা শখ। ফেসবুকেঃ https://www.facebook.com/ashiqur.amit সত্য যতয় তিক্ত হোক সেটার পক্ষে থাকার চেষ্টা করি কিন্তু অনেক সময় তা হয়ে উঠে না। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশলে পড়াশোনা শেষ করে এখন কামলা। এক কালে রস আলোতে ফান আইডিয়া দিতাম। এখন জীবনটা রম্য হয়ে গেছে। অবসর কাটে গল্পের বই আর মজিলায় স্বেচ্ছাসেবা।
-বুকের বাম দিকে ব্যথা করা কত টা সিরিয়াস জানিস তুই? 
-পরীক্ষা নিচ্ছিস নাকি ?
-না বলছি জানিস কিনা। আচ্ছা ডান দিকে কখন ব্যথা হয় জানিস?
কখন? ভ্রু টা একটু কুচকে রবিনের দিকে তাকালও ফারিয়া
-যখন ভালোবাসা হয়, ভালোবাসা!
-ও তা কার ব্যথা করছে ডান দিকে?
-আমার বুঝলি, আমার। অসুখ টা শুরু হইছে অনেক দিন আগে থেকে থেকে, কিন্তু ব্যথার তীব্রতা গত কয়েকদিনে অনেক বেশি!
-তো, ভালোবাসার ডাক্তার দেখা না, আমার কাছে কি  বলছিস?
-ব্যথা টা যে তোর কারনে ফারিয়া! 
কিছু টা সাহস করে বলেই ফেলল রবিন মনের ভিতর চাপিয়ে রাখা কথাটা
কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে থাকল ফারিয়া। রবিন তাকিয়ে থাকলো তার লাস্যময়ী ক্লাসমেটের দিকে। তারপর ফারিয়া রবিনের দিকে চেয়ে বলল, “তোর গাল টা একটু আগিয়ে দিবি রবিন?”
“কেন ?”
“একটা থাপ্পড় দিবো শয়তান। ইয়ার্কি করিস নাকি আমার সাথে? তুই জানিস না আমি কেমন? কি হয়েছিল আমার জীবনে”?  কথাগুলো এক নিঃশ্বাসে বলেই গটগট করে এগিয়ে চলল ফারিয়া। কিছুদূর যাওয়ার পর আবার রবিনের দিকে ফিরে আসলও। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রবিন ওর দিকে...
-রবিন শোন, তুই চেষ্টা করলে আরও ভালোবাসার মানুষ পাবি রে কিন্তু আমি একটা ভালো বন্ধু নাও পেতে পারি। আর আমি চাই না এই মূহুর্তে তোর মত একটা ভাল বন্ধুকে হারিয়ে ফেলি। আর উঠ এইখান থেকে , ক্লাস আছে না কিছুক্ষণ পর?” বলে ক্লাসের দিকে পা বাড়ালও ফারিয়া।
"ভাল বন্ধু হিসেবে না হয় থাকলাম তোর জীবনে, ভাল বন্ধু বা কজন হয়? " এই চিন্তা মাথায় নিয়ে হাটা শুরু করল রবিন। অনির্দিষ্ট জীবনের পথে তার হাঁটা।
 ১৮ টি
    	১৮ টি    	 +৭/-০
    	+৭/-০  ০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:৩৫
০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:৩৫
আশিকুর রহমান অমিত বলেছেন: এই টাইপ অনুগল্প লিখার ট্রাই আজকেই প্রথম। নেক্সট টাইম আরেকটু ভাল করার চেষ্টা করব।
২|  ০৭ ই জুন, ২০১৩  সকাল ১১:১৩
০৭ ই জুন, ২০১৩  সকাল ১১:১৩
আমিভূত বলেছেন: আমিও তাই মনে করি করেছিলাম  তুই চেষ্টা করলে আরও ভালোবাসার মানুষ পাবি রে কিন্তু আমি একটা ভালো বন্ধু নাও পেতে পারি। আর আমি চাই না এই মূহুর্তে তোর মত একটা ভাল বন্ধুকে হারিয়ে ফেলি। 
  ০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:৩৬
০৭ ই জুন, ২০১৩  দুপুর ১:৩৬
আশিকুর রহমান অমিত বলেছেন: 
৩|  ০৭ ই জুন, ২০১৩  দুপুর ২:৫২
০৭ ই জুন, ২০১৩  দুপুর ২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন: 
লেখক বলেছেন: এই টাইপ অনুগল্প লিখার ট্রাই আজকেই প্রথম। নেক্সট টাইম আরেকটু ভাল করার চেষ্টা করব।  
ভাই তখন তাহলে ত্রিপল প্লাস দিতে হবে এখন তাহলে ডাবল প্লাস রইল 
  ০৮ ই জুন, ২০১৩  ভোর ৫:২১
০৮ ই জুন, ২০১৩  ভোর ৫:২১
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাই।
৪|  ০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৩৯
০৭ ই জুন, ২০১৩  রাত ১১:৩৯
রেজোওয়ানা বলেছেন: চেষ্টা চলতে থাকুক....
  ০৮ ই জুন, ২০১৩  ভোর ৫:২৩
০৮ ই জুন, ২০১৩  ভোর ৫:২৩
আশিকুর রহমান অমিত বলেছেন: দোয়া করবেন আপু 
৫|  ০৮ ই জুন, ২০১৩  রাত ৩:৩১
০৮ ই জুন, ২০১৩  রাত ৩:৩১
নোমান নমি বলেছেন: আশা করছি চেষ্টা সফল হবে
  ০৮ ই জুন, ২০১৩  ভোর ৫:২৩
০৮ ই জুন, ২০১৩  ভোর ৫:২৩
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ নোমান ভাই
৬|  ১৯ শে জুন, ২০১৩  সকাল ১১:৫০
১৯ শে জুন, ২০১৩  সকাল ১১:৫০
খেয়া ঘাট বলেছেন: আমারতো বেশ ভালো লাগলো।
 তারপর ফারিয়া রবিনের দিকে চেয়ে বলল, “তোর গাল টা একটু আগিয়ে দিবি রবিন?”
“কেন ?”
“একটা থাপ্পড় দিবো শয়তান - এই জায়গাটা সবচেয়ে ভালো লেগেছে।
+
  ১৯ শে জুন, ২০১৩  রাত ১১:০৬
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:০৬
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল কিছু লিখার চেষ্টায় আছি 
৭|  ২১ শে জুন, ২০১৩  রাত ২:১৭
২১ শে জুন, ২০১৩  রাত ২:১৭
সপ্নাতুর আহসান বলেছেন: গল্প ভাল লেগেছে। এই ধরণের প্লটে অনুগল্প লেখা বেশ টাফ। সাধারণ গল্প হিসেবেই বেশি যায়। ট্রাই করুন। পারবেন আশা করি।
  ২১ শে জুন, ২০১৩  সকাল ১১:৪০
২১ শে জুন, ২০১৩  সকাল ১১:৪০
আশিকুর রহমান অমিত বলেছেন: ধন্যবাদ।
৮|  ২২ শে জুন, ২০১৩  রাত ১১:৪৩
২২ শে জুন, ২০১৩  রাত ১১:৪৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: ক্লাসমেটের সাথে প্রেম ভাল না!   
 
  ২৪ শে জুন, ২০১৩  সকাল ৭:৫৩
২৪ শে জুন, ২০১৩  সকাল ৭:৫৩
আশিকুর রহমান অমিত বলেছেন:  অভিজ্ঞতা থেকে বলছেন নাকি ভাই? 
৯|  ০২ রা জুলাই, ২০১৩  সকাল ১১:৩৪
০২ রা জুলাই, ২০১৩  সকাল ১১:৩৪
 আমিনুর রহমান বলেছেন: 
একদম ঠিক হচ্ছে না  
 
  ০৩ রা জুলাই, ২০১৩  সকাল ৯:০৩
০৩ রা জুলাই, ২০১৩  সকাল ৯:০৩
আশিকুর রহমান অমিত বলেছেন: নেক্সট টাইম ভালো কিছু :!> :!>
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৩  সকাল ৯:১২
০৭ ই জুন, ২০১৩  সকাল ৯:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: গপ তেমন জমে নাই -