নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।
হ্যালো বাংলাবাসী ,
আপনার সবাই জানেন গতকালের টি২০ ক্রিকেট ওয়ার্ল্ডকাপের ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে মাত্র এক রানে পরাজিত হয়েছেন । ব্যাপার সকল বাঙ্গালীর জন্যই দুঃখজনক । কিন্তু তার চেয়েও দুঃখজনক হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এর ফ্যান দের ম্যাচ হারার ফলে রিএকশন ।
চলুন কিছু ফ্যান রিএকশন দেখে নেই । এবং আমার জবাব
১।
এইটা কি ভাই ??? সত্যিই !
আপনি কেমন করে তাদের ফ্যান হইলেন ভাই ?
আপনি মাদারচুদ বলে গালি দিলেন । জানেন মাদারচুদ মানে কি ??
২।
সত্যি নতুন করে দল গঠন করা দরকার ? দলে কাকে নিবে আপনাকে ? আচ্ছা এক ওভারে যেন কয়টা বল থাকে ?
৩।
ভাই ওরা যদি বলদ হয় তাইলে আপনি হইলেন বলদের গু ।
৪।
সাকিব তামিম দেশ শেষ করলো !
আচ্ছা কয়দিন আগেই না সকাল বিকেল তাদের নামে পুজা দিলেন ?
৫।
ভাই স্কয়ার লেগ অঞ্চল কোন টা ?
৬।
আমি আর ভাল ভাষায় কিছু বলতে পারছি না আপনারাই পিকচার দেখে নিন ।
কি বলবেন এদের ?
আবার বলছে বর্তমান টিমের খেলোয়াড় দের নাকি পদত্যাগ করা উচিত । হ্যা ভাই আসলেই পদত্যাগ করা উচিত কারন তাদের আপনাদের মত ফ্যান আছে ।
এইতো একদিন আগে তাসকিন তাসকিন কইয়া ফেইসবুক টুইটার ব্লা ব্লা ফাটাই ফেললেন । কই ম্যাচ হারার তাসকিনের কথা একবার ও মনে পড়লো না ?
এবার আমার দুই লাইন শোনেন ,
টিম হারছে ঠিক আছে । মন খারাপ আপনার না যতটুকু তার চেয়ে কয়েকগুন খেলোয়াড় দের । পারলে তাদের সান্তনা দিন । আপনার কি মনে হয় তারা সোস্যাল মিডিয়া চালায় না ? তাদের চোখে যখন এইগুলা পড়ে তখন তাদের কেমন লাগে একবার ভেবে দেখেছেন ?
বাংলাদেশ টিমের যথেস্ট স্কিল আছে কিন্তু এখনো বড় ম্যাচ কিভাবে খেলতে হয় এই মেন্টালিটি টা তৈরী হয় নাই । এক্টূ সময় লাগবে । কিন্তু আমরা পারবো । তাদের যথাযথ মর্যাদা এবং সাপোর্ট দেন তারা অনেক ভাল কিছু করে দেখাবে ।
তারা যে আসলে কি পরিমান কস্ট করতেছে আপনার আমার কোন ধারনাই নাই । একটা বল যখন ধরতে যান তখন হাতে কি পরিমান ব্যাথা লাগে সেটা যে একবার ধরেছে সেই জানে । আমার এখনো মনে পড়ে শীতের দিনে একটা ক্যাচ ধরেছিলাম , এর পর ঘন্টাখানেক পর্যন্ত হাত লাল হয়ে ছিল আর ঝম ঝম করে ব্যাথা করছিল ।
পরকথা ,
আমরা বাঙ্গালীরা হইছি হুজুগে মাতা বাঙ্গালী । আমাদের শুধু দরকার একটা টপিক । যেইটা নিয়া আমরা ইচ্ছামতো লাফাইতে পারি ।
কয়েক দিন আগে ছিলো ব্যাঙ্ক এর টাকা হ্যাকিং , এরপর জুনায়েদ , এরপর তাসকিন , তনু , এবার ম্যাচ হার ।
এভাবে এক এক টা করে টপিক আসতেই থাকবে আর আমরা বাঙ্গালীরা লাফাইতেই থাকবো ।
২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৬:০০
অমিত বসুনিয়া বলেছেন: তাদের পারফর্ম্যান্স অনুযায়ী সেটাই ডিজার্ভ করে । নিউজিল্যান্ড না গিয়ে অস্ট্রেলিয়া গেলে খুশি হতাম , বেচারারা ।
২| ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৬:০৭
সামু পাগলা০০৭ বলেছেন: অস্ট্রেলিয়া বেচারা? কবে থেকে? নিউজিল্যান্ড এত ভাল খেলল আর আপনি? যাই হোক ইন্ডিয়া কি সেমিতে যাবে? না
যেতে পারলে বুকের জ্বালা কিছুটা কমত।
২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১১
অমিত বসুনিয়া বলেছেন: এতো বার ওয়ার্ল্ড কাপ জিতেছে কিন্তু টি২০ কাপ জিততে পারে নাই । এইদিক থেকে বেচারা বলেছি ভাই । ইন্ডিয়া না গেলে একশ বার খুশি হতাম । কিন্তু চিটিং বাজ রা আসলেই কি যে করবে কে জানে ।
৩| ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১৭
সামু পাগলা০০৭ বলেছেন: ও আচ্ছা, সরি বুঝতে পারিনি। আসলেই ইন্ডিয়ানরা ফাকতালে বেরিয়ে যায়। খারাপ মানুষেরই সব সুবিধা। তাও
াআশা নিয়ে বসে আছি ওরা শাস্তি পাবে। ওদের পলিটিক্স না থাকলে আমরা কোথায় থাকতাম। বুকটা জ্বলে যাচ্ছে।
২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৬:২২
অমিত বসুনিয়া বলেছেন: সব সময় হাওয়া এক রকম থাকবে না ।
৪| ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১৯
সাগর মাঝি বলেছেন: দুঃখজনক হার তবুও মনকে শান্তনা দিয়ে রেখেছি...আমরা একদিন পারবো
২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৬:২১
অমিত বসুনিয়া বলেছেন: অবশ্যই পারবো । শুধু সময়ের ব্যাপার
৫| ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৯
সাগর মাঝি বলেছেন: সহমত
৬| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: দারুন বলেছেন ভাই। মনটা খারাপ কাল থেকে বুঝি দুঃখ আমাদের না যত টুকু খেলোয়ারদের তার চেয়ে হাজার গুন
২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০০
অমিত বসুনিয়া বলেছেন: হুম
৭| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৩
আহমেদ রশীদ বলেছেন: হুমম! হারজিততো থাকবেই তবুও এগিয়ে যেতে হবে। তবে ভাবতে হবে ‘‘ আগের টিম, আর এখনকার টিম’’ ঠেলা আছে
২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৪
অমিত বসুনিয়া বলেছেন:
৮| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৪
সোজোন বাদিয়া বলেছেন: ধন্যবাদ এবং সহমত।
২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৪
অমিত বসুনিয়া বলেছেন: স্বাগতম
৯| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৫
আহসানের ব্লগ বলেছেন: আজ একজন বললো আমাদের খেলোয়ারেরা নাকি হাসিনার কথায় ইচ্ছে করে হেরেছে ।
২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৫
অমিত বসুনিয়া বলেছেন: ভাই আর যাই থাক বা থাক বাংলাদেশে কমেডিয়ান এর অভাব নাই
১০| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯
সুমন কর বলেছেন: বাংলাদেশ ভালো খেলেছিল কিন্তু শেষের চাপটা কাঁটিয়ে উঠতে পারলো না....
২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৫
অমিত বসুনিয়া বলেছেন: ধীরে ধীরে ওটাও শিখবে আশাকরি
১১| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
এরশাদ বাদশা বলেছেন: এরা ফ্যান না...এরা ভন্ড মুখোশধারী...এরা বাংলাদেশের শত্রু।
২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
অমিত বসুনিয়া বলেছেন: মানব জাতির শত্রু এবং বোঝা ব্যাতীত আর কিছুই নয়
১২| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
কালনী নদী বলেছেন: মুখোশদারি রামছাগল সবকটা, শো অফ করে আর কি!
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৬
অমিত বসুনিয়া বলেছেন: ঠিক কথা
১৩| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৯
কাজী আসিফ বলেছেন: দল নষ্ট করার চক্রান্ত
২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫০
অমিত বসুনিয়া বলেছেন: সফল না হবার মতো কিছু
১৪| ২৫ শে মার্চ, ২০১৬ ভোর ৪:০৭
নেফার সেটি বলেছেন: অনেকগুলো বলদের স্ক্রীণশট দেখানোর জন্য ধন্যবাদ।
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭
অমিত বসুনিয়া বলেছেন: ভাই আরো নিয়েছিলাম কিন্তু এতগুলা দিতে পারি নাই । অল্প কয়েক্টাই দিয়েছি
১৫| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: ম্যাচ হারার দুঃখের মাঝেও ফ্যানদের রিএকশন দেখে এখন হাসব না কাঁদব চিন্তায় পড়ে গেলাম
২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২২
অমিত বসুনিয়া বলেছেন: হাসাই উচিত কজ এইগুলা আবাল
১৬| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
তাওহিদ হিমু বলেছেন: বিশাল সোনার দেশে কিছু নোংরা আবর্জনা থাকেই। এই কয়টা কমেন্ট হয়তো সেই আবর্জনা। কিন্তু এর চেয়ে হাজার গুণ বেশি মানুষ টাইগারদের সান্তনা দিয়েছে, বিদুষী বলে বুকে জড়িয়েছে। সেগুলার কিছু উদাহরনও আপনি দিতে পারতেন। দেন নি। আপনি এমনভাবে বললেন, যেন বেশিরভাগ মানুষ এমন খারাপ কথা বলেছে। আপনি তো আবর্জনা গুলোই খুঁজে এনেছেন।
২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২২
অমিত বসুনিয়া বলেছেন: ভাই আপনার কথায় একমত হতে পারলাম না । আপনার ফেসবুক হোমপেজের কয়টা লেখায় সান্তনা , কয়টায় আক্ষেপ ছিলো খেয়াল করে দেখেছেন ?
১৭| ২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১২
জিল্লুর রহমান রিফাত বলেছেন: যারা এরা এমন মন্তব্য করেছে তারে কেমন লোক জানেন??
তারা এমন লোক যারা ফেলে দেওয়া
থুথু
২য় বার মুখে নেয়,
যখন বাংলাদেশ ম্যাচ জিতবে তখন এরাই বলবে সাব্বাসা, টাইগার আরও কত কি।।
এরা হল নিরলজ্জ।
২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৯
অমিত বসুনিয়া বলেছেন: কতা কইচেন এক্কান এক্কেরে হাচা
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৫:৫৭
সামু পাগলা০০৭ বলেছেন: ঠিক বলেছেন। সহমত সহমত। ভারতের মাঠ, সাপোর্টার, তাসকিন নেই, তারপরও এই পারফরম্যান্স। আমাদের গর্ব
করা উচিৎ।
সেমিতে AUS/NZ যাবে। আপনার কি মনে হয়?