নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

ছবি কথা বলে, আমি না ।

১৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫৮




এটা কোলকাতার ৪৬ এর দাঙ্গার ছবি




চোখের পানি কিংবা গভীর সমবেদনা নিচের ছবিগুলোর জন্য যথেস্ট নয় ।
আসলে কিভাবে এই ছবিগুলোকে বর্ননা করবো ভাষা খুজে পাচ্ছি না । পাবার কথাও নয়। পঞ্চাশের দশকের বাংলার দুর্ভিক্ষের ছবি ( পঞ্চাশের মন্বত্তর ) ...
কি মনে হয় ?
এখন মাঝে মাঝে চিন্তা করি আমাদের ক্ষিদা এত বেশী কেন ?
কেন এত খাই খাই করি ।
অল্প কোন কিছুতে আমাদের মন না মানার পেছনে এই ছবিগুলোই একটা কারন ।
আসলে কোন একসময় আমরা এত বেশী অভাবে ভুগেছি যে এখনো আমাদের জীনের কোন এক জায়গায় সেই ভীতিটা জেঁকে বসে আছে ।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



এসব ছবি না দিলেই ভালো।

২| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪২

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাই আন্তজার্তিক যুদ্ধ খেলার শিকার হল এই দুর্ভিক্ষ । কি করার?

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১১

অমিত বসুনিয়া বলেছেন: কিছু করার নাই , আবার অনেক কিছুই করার

৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫০

মাহিরাহি বলেছেন: এই দুর্ভিক্ষের জন্য দায়ী ছিল ব্রিটিশরা, উপরের মন্তব্যকারীর এই ছবিতে অনীহার কারণ জানেন কি?

এরা সাদা চামড়া আর পাশ্চাত্য সভ্যতার পুজারী। জ্ঞান আর বিজ্ঞানের গান গেয়ে এরা পাশ্চাত্যের পুজায় এতই ব্যস্ত যে ওদের কালো ইতিহাস সামনে আসলেই এরা অস্বস্তিবোধ করে।

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১১

অমিত বসুনিয়া বলেছেন: আমার মনে হয় উনি সে অর্থে বলেন নি .এসব ছবি দেখলে মনটা খারাপ হয়ে যায় , এই অর্থে বলেছেন

৪| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১১

প্রামানিক বলেছেন: মাঝখানের ছবিটা দুর্ভিক্ষের নয় কোলকাতার সাম্প্রদায়িক দাঙ্গার ছবি।

১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

অমিত বসুনিয়া বলেছেন: হতে পারে । আবার আমার সামান্য সন্দেহ হয় । কারন ছবির মানুষগুলো এরকম কঙ্কাল কেমন করে হলো !

৫| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রামানিক ভাই সত্য বলেছেন।

@ লেখক মােঝ ছবিটি সরিয়ে ফেলুন অথবা ক্যাপশনে লিখে দিন এটি ৪৬এর দাঙ্গার ছবি। পোষ্টের সততা বজায় থাকবে!

৬| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ছবিগুলো দেখে সকাল বেলা মনটা খারাপ হয়ে গেল।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

অমিত বসুনিয়া বলেছেন: আমি ফোনে আছি এখন। এডিট করতে পারতেছিনা পিসিতে ঢুকে ক্করব

৮| ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

আখেনাটেন বলেছেন: অনেকে ব্রিটিশদের শাসনকালকে ভালো মনে করে। এই ছবিগুলো তাদের চিন্তার কিছুটা হলেও ছেদ টানবে।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: চাঁদ গাজী ভাইয়ের সাথে একমত। এই ছবি না দিলেই পারেন।

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

অমিত বসুনিয়া বলেছেন: শেয়ার করার খুব মন চাইলো

১০| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

সুমন কর বলেছেন: মন খারাপ করার মতো ছবি......

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

অমিত বসুনিয়া বলেছেন: হুম্ম ঠিকই :)
আমারো হয়েছিলো , তাই সবার মন খারাপ করে দিলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.