নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

তাহসানের চুরি ( প্রমান সহ )

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৮


কেমন আছেন ?
আমি পার্টটাইম আজাইরা ব্লগার আজকে আসছি একটা গল্প শোনাতে ।

চলেন একটা গল্প শোনাই ।

"আমি প্রতীক , তুমি তো পদ্মকলি । "
পদ্মকলি মুখ তুললো না । ( যারা এর মধ্যে বুঝে গেছেন এটা কি আর কার লেখা তাদের বলছি পুরোটা পড়েন আরো অন্য কিছু আছে )
' আজ নিশ্চয় তুমি টায়ার্ড । অন্যদিন নাহয় গল্প করা যাবে । তুমি বরং একটু সহজ হয়ে শুয়ে পড়ো । খাটটা তো বেশ বড় , আমি ওপাশে শুতে পারি । আর তাতে যদি অস্বস্তি হয় আমি মেঝেতে শুতে পারি । ' প্রতীক বললো ।
পদ্মকলি কোনও সাড়া দিলো না ।
প্রতীকের খেয়াল হল , ' সরি । আমার বোধহয় আপনি দিয়ে শুরু করা উচিত ছিলো । এই প্রথম কথা বলছি । আমরা তো কেউ কাউকে চিনি না । '
পদ্মকলি এবার মুখ তুললো । নিচের ঠোঁটের একপ্রান্ত দাঁতে চাপলো । তারপর দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বললো , 'আপনার সাথে আমার কথা আছে । '
' খুব জরুরি না হলে , মানে আজ তো অনেক ধকল গেলো , বিশ্রাম নিলেই ভালো হয় ।
' না জরুরি খুব ' পদ্মকলি মুখ ফেরাচ্ছিলো না ।
***
যাইহোক আর লাইন বাড়াচ্ছি না । উপরেরটা হচ্ছে সমরেশ মজুমদারের বই " হানিমুন এ যেমন হয় " এর অংশ বিশেষ ।

আসলে কি ছিলো পদ্মকলির জরুরি কথা ? সে আসলে প্রতীককে বলে যে তার একটা বয়ফ্রেন্ড আছে । যার সাথে সে আড়াই বছর প্রেম করেছে । এই বিয়েটা আসলে সে চাপে পরে করতে বাধ্য হয়েছে ।
পদ্মকলির প্লান হচ্ছে হানিমুনের নাম করে প্রতীক আর সে বেড়িয়ে যাবে । তারপর হানিমুন স্পটে থাকা তার বয়ফ্রেন্ডের সাথে পদ্মকলি নিজের ঘর বাধবে ।
বাই দা ওয়ে যারা আরো ডিটেইলস জানতে চান বইটা সম্পর্কে তারা বইটা পড়ে নিবেন । কমেন্টে আমি পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিবো । ১৫ পেজের একটা বই ঝটোপট পড়ে নিবেন ।

এখন আসি মেইন পয়েন্ট এ ।
মানে
আমার শিরোনামঃ তাহসানের চুরি


ওকে । তাহসান ও মিথিলা জুটির নাটক মিস্টার অ্যান্ড মিসেস ।
চলুন নাটকটার কাহিনির দিকে যাই ।

প্রথম দৃশ্যে দেখা যায় তাহসান বাসর ঘরে ঢুকে যখন মিথিলার মুখ তুলে তাকে দেখতে যায় তখন মিথিলা তার দিকে অ্যাণ্টি কাটার উচিয়ে ধরে বলে , খবরদার গায়ে হাত দিবেন না ।
বেচারা টাহশান সরি তাহসান তো টাশকি । কয় কি !
যাইহোক তখন মিথিলা বলে , সে একটা ছেলেকে ভালোবাসা । জোর করে তাকে এই বিয়ে দেওয়া হয়েছে । সে এখন চায় তাহসান তাকে হানিমুনে কক্সবাজার নিয়ে যাক । সেখানে সে তার বয়ফ্রেন্ড এর সাথে নিজের মিলন ঘটাবে ।

প্রথম সিন থেকে ১৫ মিনিট পর্যন্ত " হানিমুনে যেমন হয় " বইটার একেয়ারে হুবুহু মিল । এরপর শেষের দিকে দিকে হালকা বাংলাদেশী ইমোশোন । আই মীন দম্পতি নির্ভর নাটকগুলায় যা হয় আর কি । নায়িকা প্রেগ্ন্যান্ট । এই কথা শুনে নায়ক গলে গিয়ে বউ এর সব দোষ মাফ করে দেয় । এইটূকু জিনিস নাটকের স্ক্রিপ্ট রাইটার লাগায় দিয়ে নিজের নামে ছাড়ছে । অথচ নাটকের কোন এক জায়গায়ও আমি সমরেশ মজুমদারের নাম দেখলাম না । কোন একটা ধন্যবাদ ও নাই ।

আচ্ছা আমি তাহসানকে দোষ দিচ্ছি কেন ?
কারন তাহসান একজন ওয়েল এডুকেটেড পার্সন । সে কি একেবারের জন্যেও স্ক্রিপ্ট টার দিকে তাকায় নাই । ডিরেক্টর যা বলেছেন তাই করে গেছে ?

কয়েকদিন আগে তো বাংলা মুভি / বাংলা গান শুনছি যেগুলো মানুষের থেকে কপি করা । এখন কি কপি করা নাটক ও দেখতে হবে ?
প্রশ্নটা আপনার কাছে করলাম ।

আমার শিরোনামটা ঠিক কি ভুল সেটা আপনারাই বলে দেন ।
আমার আজাইরা লেখা আজকে এই পর্যন্ত ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৯

অমিত বসুনিয়া বলেছেন: Click This Link

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

অরন্যে রোদন - ২ বলেছেন: ব্রো! কপিরাইট / পাইরেসি এসব শুধু তাদের জন্য প্রযোজ্য। কিন্তু তারা যদি কপি করে তাহলে কোন কথা হবে না। দ্যাটস্ ইট।
ডিরেক্টর - এ্যাক্টর এরা সবাই হয়তো ভাবছিল আমাদের প্রোগ্রাম আর কতজন দেখে তাছাড়া ইন্টারনেট - ফেসবুক ফ্রিক পাবলিক কি আর সমরেশ সাহিত্য জানে! তাই চিকনে মেরে দিতে চেয়েছিল। মাঝখান থেকে আপনি দিলেন প্যাচ লাগিয়ে।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৮

অমিত বসুনিয়া বলেছেন: :) ki korar. kicchu korar nai

৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

নিষ্‌কর্মা বলেছেন: সম্প্রতি জামাই ৪২০ নামে একটা কোলকাতার সিনেমা হয়েছে। সেটাতেও এই কাহিনী আছে শুরুতেই। তবে একটু ঘুরিয়ে দেওয়া আছে। কিন্তু মূল ঘটনাটা এই গল্পের মতই -- হানিমুন এ যেমন হয়

৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক ঈদে ৩০ টা চ্যানেলে যদি ৫০০ নাটক হয়, তাহলে কাহিনী কই পাবে? বাংলা নাটক তো দেখিনা অনেকদিন। কারণ, শুরু করলেই কাহিনী বোঝা যায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.