নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

আর্তনাদ

১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৬

মাঝে মাঝে মনে হয় অস্ত্র তুলে নেই হাতে
হত্যা করি সেইসব নেশাসক্তদের
যারা মাদক ছাড়াই নেশাসক্ত।
মাঝে মাঝে মনে হয় অস্ত্র তুলে নেই হাতে
হত্যা করি সেই সব মিডিয়াকর্মীদের
যারা সংবাদের নামে ছড়িয়ে বেড়াচ্ছে আবর্জনা।
মাঝে মাঝে মনে হয় অস্ত্র তুলে নেই হাতে
কেটে কুচি কুচি করে ফেলি তাদের
যারা ঘুষের নামে খুবলে খাচ্ছে মানচিত্রটাকে
তারপর?
তারপর বোধশক্তি ফিরে পাই
চেয়ে দেখি আমার মনটাও শকুনদের কারাগারে বন্দী
মনে মনে হত্যা করতে চাওয়ার অপরাধে বন্দী
তারপর?
তারপর মুখ খুলে চিৎকার করে প্রতিবাদ করতে চাই
চেয়ে দেখি ১০১ পরত ডাকটেপ দিয়ে মুখ বন্ধ
তারপর?
তারপর আজ আমি ক্লান্ত, আমি বোবা, আমি অন্ধ
আজ আমি ক্লান্ত বোবা অন্ধ এবং বধির
বিবেক নামক হাবিয়ার আগুনের জ্বলসে যাচ্ছে পুরো শরীর
অথচ আমি ক্লান্ত বোবা অন্ধ এবং বধির।
একদিন
হ্যা একদিন আমার মুক্তি হবে
আমার সত্তা রক্তবীজের মত ছড়িয়ে পড়বে প্রতিটি মাটিকণায়
আমি চিৎকার করব কোটি কোটি সত্তার মাঝে
সেদিন তাদের কারাগারে আর আমাকে বাঁধার জায়গা হবেনা
হ্যা সেদিনই তাদের পৃথিবী আমার হবে
আর আমি গুনে গুনে হত্যা করবো তাদের।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৪

মাহমুদুর রহমান বলেছেন: সয়ে যান।এছাড়া কোন উপায় নেই।

২| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: :(
আপনি কি ভোট দিতে পারেন নাই?

৩| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৮

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, বিদ্রোহী কবিতা।

৪| ২০ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.