![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার মতোই একজন মানুষ আমি। আমার হাত আছে, পা, চোখ, নাক, মুখ সবই আছে আপনার মতো। ফুটপাতে নোংরা কাপড় পরিহিত টোকাইটারও(অভিজাত সম্প্রদায়ের মতে) আপনার আমার মতো হাত আছে, পা আছে। ওকে জানার ইচ্ছে তো নেই? তাহলে আমাকে জানার এতো ইচ্ছে কেনো?
এই প্রথম কারুর প্রেমে পড়লাম। সত্যি বলতে তাকে আমি একটুকুও চিনি না। কি তার নাম? কি করে সে? কোথায় পড়ে, কিসে পড়ে কিছুই জানিনা আমি। শুধু বন্ধুদের সাথে তার পিছন পিছন গিয়ে তাদের বাসাটা দেখে আসা ছাড়া। প্রথম দেখার পর থেকে প্রতিটি ক্ষণ তাকে দেখার জন্য উৎসুক হয়ে আছি। একবার তার বাসার সামনেও গিয়েছিলাম। পাড়ার লোকেরা কি ভাববে? এই ভেবেই ফিরে এসেছি। কখনো কথা হয়নি তার সাথে, তবে ঠিক করেছি যেখানেই তার দেখা পাব ওখানেই গিয়ে কথা বলবো তার সাথে। জানিনা সে এখনো সিংগেল আছে কিনা? তবুও তার সাথে কথা বলতে হবে আমার। যে করেই হোক!
বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। যেন সফল হতে পারি।
©somewhere in net ltd.