![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার মতোই একজন মানুষ আমি। আমার হাত আছে, পা, চোখ, নাক, মুখ সবই আছে আপনার মতো। ফুটপাতে নোংরা কাপড় পরিহিত টোকাইটারও(অভিজাত সম্প্রদায়ের মতে) আপনার আমার মতো হাত আছে, পা আছে। ওকে জানার ইচ্ছে তো নেই? তাহলে আমাকে জানার এতো ইচ্ছে কেনো?
স্বপ্ন গুলো সেই কবেই হাওয়া হয়ে উবে
গেছে দুর দিগন্তে। এখন আর আমি স্বপ্ন
দেখিনা! হুমম ঘুমিয়েও না। যে স্বপ্ন কখনো
বাস্তবতার মূখ দর্শন করতে পারে না, কি লাভ সে
স্বপ্ন দেখে?
-
অনেক বদলে গেছি আমি। এখন আর বন্ধুদের
সাথে টঙ দোকানের আড্ডাটায় আমার বিচরণ
নেই। আমার কষ্টগুলোকে একান্তই আমার করে
নিয়েছি। শত কষ্টেও হাসতে শিখে গেছি আমি।
বন্ধুবহরটাকে কেটে অনেক ছোট করে
ফেলেছি। দুদিন কথা না হলেই যারা ভূলে যায়,
তাদের কে আর যাই বলুন বন্ধু বলা যায় না। শরতের
কাঁশফুল ওরা! বছরের একটা নির্দিষ্ট সময়েই শুধু
ওদের আনাগোনা। বাকী সময়টাতে লাপাত্তা।
-বন্ধু মানে যদি এ ই হয় তাহলে প্রয়োজন নেই
আমার বন্ধুত্ব ।
-দিনের পর দিন যাদের সাথে কাটিয়েছি আজ
মাসের পর মাস তাদের সাথে কথা বন্ধ, বন্ধুত্বের
পরিনাম যদি এই হয়, তাহলে সারাজীবন আমি
বন্ধুহীন থাকবো।
-
আমার কাছে রক্তের সম্পর্কের পরের
বন্ধুত্বের স্থান। যদিও এসব কথা বলতে হয় না,
আজ তবুও বলছি, কারো কারো জন্য হয়তো
অনেক বেশী কিছু করেছিলাম। জীবনে যা
করিনি তাই। কিন্তু আজ তারা আমাকে ভূলে গেছে,
ভূলে গেছে বন্ধুত্ব নামক পরম পবিত্র সম্পর্ক
টাকে।
-
তাই অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম। বন্ধু বহর
টাকে আর প্রসারিত করবো না। পারলে কাটছাট
করে আরো সংকুচিত করে ফেলবো।
-
আরেক টা কথা! এই ভার্চুয়ালে যাদের সাথে
ভালো রিলেশন আছে তাদেরকে বলছি, আজ
যদি আমার আইডিটা নীল সাদার জগৎ থেকে
হারিয়ে যায়, যদি নীল নামটা কৃষ্ণ বর্ণ ধারণ করে?
তবে কয়দিন আমার কথা মনে পড়বে আপনার?
খুব বেশী বললে দুইদিন! তারপর?? সময়ের
ব্যবধানে হয়তো একদিন আমার নামটাই হারিয়ে
যাবে আপনার স্মৃতি থেকে! ব্যাস, বন্ধুত্ব খতম!!
২| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৬
মোঃ আসাদুজ্জামান মিঠু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মহাশয়।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৯
মাহবুবুল আজাদ বলেছেন: নিজের ভেতর অনেক কষ্ট আপনার। তবে যাহা বলিয়াছেন একদম বাস্তব কথা।
দুঃখ বোধে জড়িয়ে থাকার বদলে নিজেকে ছড়িয়ে দিন সবার মাঝে, আশে পাশের মানুষ গুলোর একটু ভাল থাকার কারণ হোন।
আমাদের জীবনটা অনেক সুন্দর, কেবল একটু গুছিয়ে নেয়া।