নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন করে জন্ম নিতে ইচ্ছা করে।

আমিভূত

কৃত্রিমতা বর্জিত মানবী যেন এযুগের নিকৃষ্ট অভিশাপ!!

আমিভূত › বিস্তারিত পোস্টঃ

কামলার কামলাগীরির প্রথম বর্ষপূর্তি

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

ওহে ভাইয়ো বেহনোগন জলদী আসেন ,এই অধম কামলার আজকে কামলাগীরির প্রথম বর্ষপূর্তি ,সকলকেই মিষ্টি মুখ করার আহ্বান জানাচ্ছি ,তবে যাদের ডায়বেটিস ,হাই প্রেশারের সমস্যা আছে তাদের জন্য ঝাল আইটেম রাখতে কিন্তু ভুলি নাই B-);)

খেয়ে দেয়ে ঢেঁকুর তুলে কনগ্রাটস করতে ভুলবেন না যেন ! :







এই এক বৎসরে আমি কামলা গিরি করতে যেয়ে অনেক কিছু অর্জন করছি ,শিখেছি ।আমার মনে হয় এটা শেয়ার করা দরকার ।আফটার ওল অনেকেই এই বছর কামলা গিরি তে জীবন সঁপে দিবে ;) যারা নতুন কামলা তাদের জন্য দোয়া আর পুরানা কামলাদের জন্য সহানুভুতি ও শ্রদ্ধা কেননা তারা যে কি পরিমান কষ্ট করেন তা আমি হারে হারে উপলব্ধি আজ করতে পারি । তো শুরু হয়ে যাক :D



১) কামলার প্রথম কাজ হল নিজেরে স্বল্পভাষী বানানো ,শুধু জি স্যার ,হুম ,আচ্ছা ঠিক আছে ,নো প্রবলেম , ওকে এইসবের বেশি কথা বলা যাবে না ,আমার মত যারা বকের মত বকবকান তাদের প্রথমে সমস্যা হবে ,গলা চুল্কাবে , ব্যাথা করবে ,আমার এখনও হয় :((



২) শত আপত্তি থাকা সত্ত্বেও জি স্যার জি স্যার ,জি ভাইয়া করতে হবে ,মানে “মুখে মধু অন্তরে বিষ থাকলেও” X(



৩)হতে হবে দুনিয়ার সেরা “আঁতেল” ।:P



৪) কাম না থাকলে দেখাতে হবে কাম করতে করতে আপনি সিট থেকে নড়তে পারতেছেন না , চেহারায় বিধ্বস্ত ভাব ,চোখে চশমা থাকলে তাকে বার বার খুলে মুছতে হবে ;)



৫) ৫ মিনিটের কাম ৫ ঘণ্টা লাগাইয়া করবেন তা না হলে উপর লেভেলের কর্তার কাছে মনে হবে কামের কাম কিছুই করেন নাই । :-B



৬)নিজের ঢোল নিজে পিটাবেন ,নিজের গীত নিজে গাইবেন ,অন্যথায় অপর কেউ আপনার গীবত গাইবে ফলশ্রুতিতে পারফর্মেন্স বোনাস বলেন আর ইঙ্ক্রিমেন্টই বলেন সব কিছুতেই আপনার প্রাপ্তি হবে শূন্য /:)



৭)কোন বিষয়েই উপর কর্তার কথার বিরুদ্ধে যাবেন না ,যাদের আমার মত কথার পিঠে কথা বলা স্বভাব তাদের দমবন্ধ হয়ে আসবে কিন্তু কামলা কিন্তু কামলা হয়েই থাকবে ।



৮) পুরুষ হলে অবশই যদি স্মোকার হন বা নাও হন কর্তার সাথে টাইম পাস করার সেই মোক্ষম সুযোগ হারাবেন না ,আপামনিদের এই সুযোগ নাই ,তারা এই স্টেপ স্কিপ করেন ।



৯)নিজেকে অধিক ডেডিকেটেড হতে হবে ,প্রয়োজনে ডেড হইতেও প্রস্তুত থাকবেন । /:)



১০)যতই অন্যায় হোক অপরের প্রতি নিজের স্বার্থে আঘাত না লাগা পর্যন্ত মুখ খুলবেন না ,এটাই কর্পোরেট রীতি :#)



১১) অধিক রাত পর্যন্ত কামলা দিবেন সেখানে কোন প্রকার আফসোস করা যাবে না ,আপামনিরা এইটা স্কিপ করেন কেননা আপনি যত রাত ই থাকেন না কেন দশটার পর আপনাকে আপনার অফিসই রাখবে না সুতরাং ডেডিকেশানটা থাকবে পরিবারের জন্য (কর্ম জীবনে আপামনিরা কিছু কিছু ক্ষেত্রে সুবিধা পাচ্ছে বলে মনে হলেও তারা এই ধরনের সুবিধা নিতে কখনই আগ্রহী হতেন না যদি সমাজ আপা ভাইয়া উভয়ের সমান নিরাপত্তা ,দায়িত্ত দিত )। |-)



১২)যাই হোক এইবার আসেন ধৈর্য নিয়ে বলি যত কিছুই হোক না কেন পায়ের তলায় নতুন মাটি না পাওয়া পর্যন্ত মুখ ,চোখ ,কান বেঁধে কামলা গিরি করে যান ,সুযোগ পেলেই আল্লাহ হাফেয দিয়ে চলে যাবেন । B:-/



১৩) লাস্ট বাট নট ডা লিস্ট কর্মক্ষেত্রে যত প্রলোভনে যত বাধাই আসুক না কেন সৎ উপায়ে হালাল রুজি করে জীবিকা নির্বাহ করুন ,দিন শেষে প্রশান্তি মিলবে ,রাতে টাকার অঙ্ক মাথায় ঘুরবে না , শান্তিতে ঘুমাতে পারবেন, হাশরের ময়দানে জবাব দিতে পারবেন । !:#P



ভালো থাকবেন সবাই ,কামলা গিরি শুভ হোক সবার জন্য ।





পুনশ্চঃ গতকাল এক রিকশায় চড়ে বাসায় আসছি । হঠাৎ সামনে পেছনে জায়গা না থাকায় রিক্সা ব্রেক কষল, রিক্সাঅলার দোষ নেই আমি জানি ,কিন্তু পেছন থেকে আরেক রিক্সায় বসা যাত্রী আমার রিচক্স্বালাকে উদ্দেশ্য করে বলল গাঞ্জা খাইসশ নাকি বেটা ? আমার রিচক্স্বাচালক খুব কষ্ট নিয়ে পেছনে ফিরে দেখল ,আর আফসোসের সাথে আমাকে বলল যে তার দোষ কোথায় ,আমি সান্তনা দিয়ে বললাম আমি জানি আপনার দোষ নেই বাদ দেন লোকের কথায় কি আসে যায় । তখন তিনি আমাকে বললেন যে শার্ট প্যান্ট পড়া পোশাকে থাকলেই ভদ্র মানুষ হওয়া যায় না ,ভদ্র মানুষ হয় ব্যাবহারে ,গুনে । উনি বললেন উনি গ্রামে প্রাইমারী স্কুলে শিক্ষকতা করতেন , নিয়তির পরিহাসে এখন রিক্সা চালান , কিন্তু কারো সাথে কোনদিন খারাপ কথা বলেননি এবং শুনেনও নি ।উনার বাকি কাহিনি শুনতে না পারার আফসোস রয়ে গেল মনে ,তবে উনার কথা বার্তায় ভালই বুঝেছি যে আসলেই উনি সুশিক্ষিত এবং স্বশিক্ষিত । আমরা এত এত পড়াশুনা করেও ব্যাবহার শিখলাম না ,মানুষকে সন্মান করা শিখলাম না ,না হতে পারলাম কামলা না ,না দিতে পারলাম কামলাদের সন্মান ,তাহলে কিভাবে আশা করি আমি কামলা সন্মান পাবো এই সমাজেই ?



সবশেষে একটা কবিতার অ্যাড দিয়ে যাই সময় হলে পড়ে নিবেন :)



চাকরের প্রলাপ





মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

একজন আরমান বলেছেন:
কামলাগিরির বর্ষপূর্তি'র অভিনন্দন আপু। !:#P !:#P

কামলা হবার জন্য উঠে পড়ে লেগেছি। :| :| গ্রাজুয়েশন শেষ করলাম। কিন্তু কামলারে কেউ কাজ দিচ্ছে না। :(( :(( :((

শার্ট প্যান্ট পড়া পোশাকে থাকলেই ভদ্র মানুষ হওয়া যায় না ,ভদ্র মানুষ হয় ব্যাবহারে ,গুনে
আসলেই।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

আমিভূত বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল ভাই যেন উত্তম চরিত্রের উচ্চ মানের কামলা হতে পারেন :)

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

মুদ্‌দাকির বলেছেন: আমি চিংড়ি মাছ খাই না, এলার্জি, মিষ্টি খুব একটা পছন্দ করি না, হাতের সামনে পাইলে খাই আর কি!!!! একটু কাচ্ছি বিড়িয়ানি বা তেহারি বা মোরগ পোলাওয়ের ব্যাবস্থা করলে হইত না??!!! :P :P :P :P :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪০

আমিভূত বলেছেন: ভাই মুদ্‌দাকির আপনার জন্য কাচ্চি দিলাম :)

ভালো থাকবেন ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

গ্রাম্যবালিকা বলেছেন:
কিছু খাবোনা, মোটা হয়ে যাবো। B-) সামনে কামলা (ফিমেইল কি?) দেওয়ার ইচ্ছে পোষন করি। টিপসগুলো মনে থাকবে। :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৩

আমিভূত বলেছেন: বালিকা যেহেতু ডায়েট করতেছে টাই তার জন্য লেমন জুস ;)


কামলার ফিমেল মনে হয় কামলা বেটি /কাজের বুয়া :P B-))
শুভ কামনা সামনের পথ চলায় সাথি হয়ে থাকুক ।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

ভিয়েনাস বলেছেন: অভিনন্দন কামলা কে :) চিংড়ি এক পিচ খেলুম B-)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

আমিভূত বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস ড্রিঙ্কস আপনার জন্য দিলাম :)

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

আমিনুর রহমান বলেছেন: সুপার প্লাস।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই ,ভালো আছেন তো ?

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ কামনা রইল। যা বলেছেন, তা অক্ষরে অক্ষরে সত্য। :)
কর্পোরেট জগতে নিজের ঢোল নিজে না পিটালে কোন লাভ নেই।

বাই দ্যা ওয়ে, আমি ভূত নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। ভেবেছিলাম আপনাকেই উৎসর্গ করব। ;) :) :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

আমিভূত বলেছেন: ধন্যবাদ আপনাকে :)
ভূতরে নিয়ে পোস্ট আমি ভালো পাই , আরো কয়েকটা পোস্ট দেন ;)

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:
কামলাগিরির বর্ষপূর্তি'র অভিনন্দন !:#P !:#P !:#P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ ভাই ,শুভ কামনা আপনার জন্য ।

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: আমার জুস ভিয়েনাসকেও কেন দিলেন? খাবোনা /:) /:)

ছোট্ট এক গ্লাস জুস তাও ভাগ করে খেতে হবে?! ঐটা ভিয়েনাসই খাক, আমি কিছু খাবই না /:) /:) :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

আমিভূত বলেছেন: /:) :( বালিকা আপনি বড়ই জ্বালাতন করেন X(
বাসায় মাকে না জানি কি পরিমান জ্বালান !!
ঠিক আছে এরপর কোন এক সময় আপনার জন্য আলাদা ডিশ রাখব ;)

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

ঝটিকা বলেছেন: আপনার শেষ প্যারাটায় শুধু পড়েছি ;) মনের মধ্যে ভালো লাগা, সেই সাথে লোকটার জন্য মায়া কাজ করল

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ ঝটিকা আমার ব্লগে ঝটিকা সফর করার জন্য :)
শুভ কামনা ,মায়ায় ভরে যাক সবার অন্তর ।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: লেখাটা ভালো লাগলো।কর্মজীবনে সফল হোন ,শুভকামনা রইলো।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

আমিভূত বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান ভাই ।
শুভ কামনা আপনার জন্যও ।

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কামলাগীরি সাফল্যের সাথে করে যান। শুভেচ্ছা।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

আমিভূত বলেছেন: সে আর বলতে |-) |-)

:) শুভ কামনা ।

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

লোনলিফাইটার বলেছেন: শুভ কামনা রইলো।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

আমিভূত বলেছেন: কাকে দেখলাম আমার ব্লগে সব সেলিব্রাটি ব্লগারদের পা পড়েছে আজ !:#P !:#P
আপনিও ভালো থাকুন ।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

ইখতামিন বলেছেন: লোনলিফাইটার বলেছেন: ;) B-)) :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

আমিভূত বলেছেন: /:) |-) :|| :||

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

একজন আরমান বলেছেন:
বসের সাথে ৮ নাম্বারের সঠিক ব্যাবহার করতে পারবো মনে হয়। :P :P :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

আমিভূত বলেছেন: :P :P :) B-)

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

ঘর কুনো বলেছেন: চাকরি= চাকরগিরি :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

আমিভূত বলেছেন: কামলাগিরি :P :P :P :P

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক শুভেচ্ছা রইল। আমিও এই বছরে কামলাগিরি শুরু করব :-B :-B খাবার সব খেয়েছি। ঝাল মিষ্টি মিক্সড ;) কেমন আছেন? উনি শিক্ষকতা ছেড়ে রিকশা চালায় কেন? টাকায় হয় না তাই? :(

ভাল থাকবেন, আপনি ভূত।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

আমিভূত বলেছেন: ওয়াও তাই নাকি ? শুভ কামনা ফর কামলাগিরি B:-/ B-))

জানি না কেন উনি শিক্ষকতা ছেড়ে রিকশা চালায় :( জিজ্ঞাসা করার সুযোগ হয়নি :(

আপনিও ভালো থাকবেন স্বর্ণাআপি ;)

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

অনীনদিতা বলেছেন: শুভ কামনা ফর কামলাগিরি B:-/ B-))

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ অনীনদিতা :)
শুভ কামনা আপনার জন্যও ।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

লাবনী আক্তার বলেছেন: ৫ মিনিটের কাম ৫ ঘণ্টা লাগাইয়া করবেন তা না হলে উপর লেভেলের কর্তার কাছে মনে হবে কামের কাম কিছুই করেন নাই


এই কথাটা ভুল বলছেন। কারন কাজ আপনি যত দ্রুত এবং নির্ভুল করবেন ততই আপনার প্রতি বস খুশি হবেন।

যতই অন্যায় হোক অপরের প্রতি নিজের স্বার্থে আঘাত না লাগা পর্যন্ত মুখ খুলবেন না ,এটাই কর্পোরেট রীতি

হুম এইটা ঠিক বলছেন।

কাম না থাকলে দেখাতে হবে কাম করতে করতে আপনি সিট থেকে নড়তে পারতেছেন না , চেহারায় বিধ্বস্ত ভাব ,চোখে চশমা থাকলে তাকে বার বার খুলে মুছতে হবে

:D :D মন্দ বলেন নাই!

সবচেয়ে যা ভালো বলছেন 'সৎ উপায়ে হালাল রুজি করে জীবিকা নির্বাহ করুন ,দিন শেষে প্রশান্তি মিলবে ,রাতে টাকার অঙ্ক মাথায় ঘুরবে না , শান্তিতে ঘুমাতে পারবেন, হাশরের ময়দানে জবাব দিতে পারবেন


২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

আমিভূত বলেছেন: ধন্যবাদ আপু মন্তব্য সাদরে গ্রহন করলাম :)
৫ মিনিটের কাম ৫ ঘণ্টা লাগাইয়া করবেন তা না হলে উপর লেভেলের কর্তার কাছে মনে হবে কামের কাম কিছুই করেন নাই

আমি নিজে এই জ্ঞান আহরণ করেছি সবগুলো যে সবার কাছে মিলবে তা নয় ,এই যে আজকেই আমি একটা কাজ করলাম কিন্তু সময়ের আগে করার ফলে কাজের গ্রহনযোগ্যতা হারিয়েছি।
আপনার কথাই কিন্তু ঠিক হওয়া উচিত কিন্তু আসলেই অনেক কিছুই কর্মক্ষেত্রে ঠিক হচ্ছে না :(

ভালো থাকবেন শুভ কামনা ।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭

ৎঁৎঁৎঁ বলেছেন: শাহবাগ আন্দোলন শেষ হইলে আমি আরেকটা আন্দোলনের ডাক দিমু, - সেইটা হল গুগল রেস্টুরেন্টের সমস্ত ব্লগীয় ও ফেবুয়ো খাবার নিষিদ্ধের দাবীতে! এই দুপুর বেলা খালি পেটে এই খাবার গুলো আমারে দেখায় আমার সাথে প্রতারনা করা হইলো, আমি এর বিচার চাই!!

এই ২২ তারিখ আমার বর্তমান কামলাস্থলে এক বছর হবে, :(

কি আর বলব, ভিক্ষার চাল যেমন কারা আর আকারা, কামলা খাটি, বস যা কইব তাই! :( :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

আমিভূত বলেছেন: :|| B:-) B-)) ;) B-)
কি আর বলব, ভিক্ষার চাল যেমন কারা আর আকারা, কামলা খাটি, বস যা কইব তাই!
সহমত :(
শুভ কামনা ফর কামলাগীরি :)

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: চালিয়ে যান......শুভ কামনা....... :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

আমিভূত বলেছেন: ধন্যবাদ :) শুভ কামনা ।

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৬

মাক্স বলেছেন: বর্ষপূর্তির অভিন্দন জানানোর সুযোগ কি এখনো আছে?

এতদিনের পুরনো খাবার দাবার রিস্ক নিয়া আর মুখে দিলাম না :P

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪১

আমিভূত বলেছেন: :) আমিও দুঃখিত অনেকদিন পর জবাব দিচ্ছি বলে :(


বেশিদিন নাই আবার নতুন দাওয়াত দিব ইনশাআল্লাহ্‌ :)

২২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

জাওয়াদ তাহমিদ বলেছেন: কাম না থাকলে দেখাতে হবে কাম করতে করতে আপনি সিট থেকে নড়তে পারতেছেন না , চেহারায় বিধ্বস্ত ভাব ,চোখে চশমা থাকলে তাকে বার বার খুলে মুছতে হ

B-) B-) B-) B-)

আমি তো চশমা পড়ি। এইটা করা যাবে।
অভিনন্দন আপুমণি। আমার ডিপার্ট মেন্টএর বড় ভাইরাও চা্রির কথা জিজ্ঞাস করলেই কয় কামলা দিতেছি। :P

আমিও খুব শিগগির ই কামলা দেয়ার উপযুক্ত হইয়া যামু। দোয়া কইরেন। :(( :(( :((

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪২

আমিভূত বলেছেন: হেহেহে আমারে কি তোমার ডিপার্টমেন্টের বড় ভাই/ আপা মনে হয়না ?


;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.