নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন করে জন্ম নিতে ইচ্ছা করে।

আমিভূত

কৃত্রিমতা বর্জিত মানবী যেন এযুগের নিকৃষ্ট অভিশাপ!!

আমিভূত › বিস্তারিত পোস্টঃ

ট্রেন , পথযাত্রী , কিছু শুভাকাঙ্ক্ষী !

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬



প্রায় বেশ কিছুদিন আগের কথা ,আমি তখন পাশ করব বিশ্ববিদ্যালয় থেকে ,থিসিস নিয়ে প্যারা খাচ্ছিলাম স্যার এর কাছে নিয়মিত । বাসা থেকে যখনি হলে ফিরতাম তখনি সাঙ্গপাঙ্গ নিয়ে যেতাম , ট্রেন জার্নি আমার সবচাইতে প্রিয় ,বাসে গেলে চিল্লাফাল্লা করতে গেলে গলা ছিঁড়ে যেত কিন্তু বাতাসের আর হর্নের যন্ত্রণায় আড্ডা দেয়া যেত না । কিন্তু ট্রেন এ ঘোরাঘুরি, চা খাওয়া , ঝাল মুড়ি , সিদ্ধ ডিম , যমুনা অথবা সিরাজগঞ্জের কাছে এলেই সিঙ্গারা , পিয়াজু হাবিজাবি খাওয়া যায় , ইচ্ছে মত আড্ডা বাজি ,গলা ছেড়ে গান কিংবা ঘুম কোনটাই কম হত না । B-) !:#P



সব কিছুর একটা শেষ আছে আমার সেই আনন্দের দিনগুলির ও সমাপ্তি হয়েছিল তখন ,একা একা হলে যাচ্ছি দুপুরের ট্রেনে। আমি বরাবরই টিকিট কাটতাম মোবাইলের মাধ্যমে এবং এতে করে সবসময়ই সিট পড়ত ট্রেনের বাথরুমের পাশে :( /:) /:) । যেয়ে দেখলাম সত্যি তাই সিট তবে ভাগ্যিস জানালার পাশে ,কেননা আমি সবসময় এই সিট নিয়ে বন্ধুদের সাথে লাগতাম B-) ;)



কিছুক্ষন পরই দেখলাম তিনজন বিশালদেহী ছেলে , একজন হালকা পাতলা গড়নের ছেলে ট্রেনে উঠে সিট নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করছে ,আমি আমার সিটেই বসলাম । এরপর দেখি মটুরা চিকনজনকে ধাক্কাধাক্কি করছে আমার পাশের সিটে বসার জন্য । আমিতো সবই শুনছি আর হাসছি , এক মটু বলছে আরে আমরা তিনজনের একজন বসলেও তো জায়গা হবে না মানে আমার সাথে লেগে যাবার সম্ভাবনা থেকে যায় । আবার ওরা তিনমটুও একসাথে বসলে কষ্ট হবে ,যাই হোক চিকন ভাই লজ্জা নিয়ে আমার পাশেই বসলেন । ট্রেন চলছে তাদের আড্ডা বাজি ,চিল্লাফাল্লা , ফটো তোলাও চলছে । অনেকক্ষণ পর চিকন ভাই কথা বললেন ,কথায় কথায় জানলাম তারা ঢাবির ফিসিক্সের, বিবিএ ,ফাইনান্স এর ছাত্র আমার ব্যাচেরই। তো পরিচয় হল আর দেখলাম তারা একের পর এক চা তো খাচ্ছেই বিল দিচ্ছে না , যে মামা চা দিচ্ছে তাকে বলে দিয়েছে লাস্ট স্টেশন পর্যন্ত চলবে শেষ মেস দেখা গেল একেকজন ২০ কাপ চা খেয়েছে ,আর বাকি খাবারের কথা না হয় নাই বললাম । আমি বেচারা দুঃখে একা একা খাইতেও পারি না আড্ডাইতেও পারি না অপরিচিত মানুষ ফেইসবুকে স্ট্যাটাস মারি । এক ফাঁকে মেরে দিলাম স্ট্যাটাসঃ “ তিনটা মস্ত হাতি বসছে পাশের ৩ সিটে যে হারে খাইতেসে না অলরেডী ১৪ কাপ চা এন্ড টা খাইল ” :P B-)) :-B



এরপর আমারও ক্ষুধা লেগে গেল আমি বাসা থেকে বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম । তাই খুললাম তো চিকন ভাইকে সাধলাম উনি খেল পাশের মটু ভাইরা মশকরা করছে দেখে তাদেরও সাধলাম ,খাচ্ছেন আর বলছেন আপা , সাধারণত ভ্রমনে কারো থেকে কিছু খেতে হয়না ,এখন যদি এই বিস্কুট খেয়ে আমরা অজ্ঞান হয়ে যাই তাহলে আমাদেরকে আমাদের বাড়ি পোঁছাইয়া দিয়েন ,বাকিরা আবার বলছে আপা কি আমাদের একজনরেই সামলাইতে পারবে ? যাই হোক খারাপ কাটে নি বন্ধুদের মিস করলেও পথে কিছু বন্ধুর মত পথযাত্রীদের পাওয়াতে নির্মল আনন্দ থেকে বঞ্চিত হইনি । এর ফাঁকে চিকনা ভাইকে ফেসবুকে অ্যাড করার জন্য ভাই বলল , করলামও কিন্তু আমিতো ভুলেই গিয়েছি যে আমি ফেসবুকে জব্বর একখান স্ট্যাটাস দিয়েছি তাদের নিয়ে B:-)



এরপর তারা বললেন ও যে পরদিন আমাদের কাম্পাসে তারা বেড়াতে আসবে , রাতে হলে এসে আর এফবি চেক করি নি ঘুমিয়ে গেছি , সকালে উঠে এফবি চেক করে মাথায় হাত ,হায় হায় আমার সেই স্ট্যাটাস ওরা তো দেখেছে । যাই হোক সারাদিন হল থেকে বের হইনি পাছে তাদের সাথে দেখা হয়ে যায়। এর বেশ কয়েকদিন পর ফেসবুকে ওই ভাইয়ের সাথে কথা হচ্ছিল তিনি বলছিলেন আপা যে স্ট্যাটাস দিছেন আমরা তো হাসতে হাসতে শেষ আর মনে মনে ঠিক করেছিলাম যে আপনার সাথে দেখা হলে খাওয়া কাকে বলে দেখিয়ে দিতাম । আমিতো মনে মনে আলহামদুলিল্লাহ্‌ বেঁচে গেছি ভাবছি । এরপর আর কখনও দেখা হয়নি তাদের সাথে তবে সেইদিনের আমার একাকী বিরক্তিকর ভ্রমণকে আনন্দময় করার জন্য তাদের কখনো ধন্যবাদ জানানো হয়নি । আজ হঠাৎ তাদের কথা মনে পরল বলেই এই পোস্টের অবতারণা ।





জীবনে চলার পথে এমন অনেক মানুষের সাথেই আমাদের দেখা হয় যাদের কিছু টুকরো স্মৃতি আমাদের মনে থেকে যায় ,যাদের টুকরো কিছু সঙ্গ আমাদের অনেক সময়ের পথচলাকে সল্প করে দেয় ।আবার এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গ আমাদের আনন্দ বাড়িয়ে দেয় আবার বেদনায় মনকে সিক্তও করে । এমন কিছু মানুষের সাথে আমার পরিচয় এই ব্লগ নামক ট্রেনে যেখানে চলার একাকী পথ গুলো তাদের সঙ্গ পেয়ে আনন্দময় হয় গতিশীল হয় ।তাদের সাথে থাকতে চাই সবসময় ,তাদের জন্য শুভকামনা ।



বিদ্রঃ কারো নাম উল্লেখ করলাম না ,এই সহযাত্রী তারাই যারাই ব্লগের "আমিভূত" কম্পার্টমেন্টে বেড়াতে এসেছেন বিভিন্ন সময়ে ।





মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

বোকামন বলেছেন: "জীবনে চলার পথে এমন অনেক মানুষের সাথেই আমাদের দেখা হয় যাদের কিছু টুকরো স্মৃতি আমাদের মনে থেকে যায় ,যাদের টুকরো কিছু সঙ্গ আমাদের অনেক সময়ের পথচলাকে সল্প করে দেয়"


২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩

আমিভূত বলেছেন: ধন্যবাদ বোকামন । ভালো থাকবেন ।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

ভিয়েনাস বলেছেন: সুন্দর স্মৃতিময় পোস্ট। জীবনে ট্রেন জার্নি খুব কম হয়েছে তবে যে কয়দিন জার্নি করেছি খুব মজা করেই করেছি :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪

আমিভূত বলেছেন: হুম ট্রেন জার্নি আমার খুব ভালো লাগে ,একে একটা গতিশীল জীবনের আরেক রুপ বলা যায় ,ভালো থাকবেন ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

একজন আরমান বলেছেন:
আপনিভূতের কম্পারটমেন্টের একজন সহযাত্রী থুক্কু সহ ব্লগার হইয়া ইতিহাসের সাক্ষী হইয়া গেলাম বোধ করি। :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

আমিভূত বলেছেন: হাহাহা কেম আছেন আরমান ভাই ? চাকরির কি খবর ?
আমিও আপনাদের মত সহ যাত্রী পেয়ে ধন্য ।
শুভ কামনা ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার সহ ব্লগার হতে পেরে ধন্য ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ কাণ্ডারী ভাই । আমিও আপনাদের মত ব্লগারকে জেনে সাথে পেয়ে অনেক কিছুই জেনেছি শিখেছি । শুভ কামনা

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭

মোঃ ওমর শরীফ বলেছেন: এই প্রথম দেখলাম, ভূত ব্লগে লিখে। :P

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

আমিভূত বলেছেন: আরও কত কিছু দেখবেন :P B-) ;)

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

স্পাইসিস্পাই001 বলেছেন: উপস্থাপনা প্রশংসনীয়.........

ট্রেনটা সিল্কসিটি মনে হচ্ছে.....নাকি পদ্মা.....

যাইহোক আমারও অনেক স্মুতি জড়িয়ে আছে এই ট্রেনের সাথে.....

ধন্যবাদ.....ভাল থাকবেন.....

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

আমিভূত বলেছেন: ধন্যবাদ । দুপুরের ট্রেন সম্ভবত পদ্মাই হবে । অনেক স্মৃতি অগনিত !

ভালো থাকবেন ।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ। ভাল্লাগলো পড়ে :) ||

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ মুন ভাই । শুভ কামনা ।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

কালা মনের ধলা মানুষ বলেছেন: মজার অভিজ্ঞতা। সুন্দর লেখনী।

++++++++++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ ধলা ভাই , ভালো থাকবেন সবসময় ।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

নীল-দর্পণ বলেছেন: হুমম বুঝলাম আপনি ভুত নন। পেত্নী :P :P

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

আমিভূত বলেছেন: ওরে এতদিনে জানলেন বুঝি? আমি পেত্নী হই আর যাই হই আগে কিন্তু ভূত :P B-))

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

সঞ্জয় নিপু বলেছেন: :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

আমিভূত বলেছেন: ধন্যবাদ ভাই এতো সুন্দর হাসির জন্য :)

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো।

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ মহামহোপাধ্যায় :)

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর লেখা। ভালো লাগলো।

তিনটা মস্ত হাতি বসছে পাশের ৩ সিটে যে হারে খাইতেসে না অলরেডী ১৪ কাপ চা এন্ড টা খাইল ” :P B-)) :-B

:) :) :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ :) :P B-) B-)) :!>

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

একজন আরমান বলেছেন:
চাকরি !

সে যে সোনার হরিন।
পেলে পোস্ট দিয়েই মিষ্টি খাওয়াবোনে। :P

এখন আপাতত ইন্টার্ভিউ দিয়ে যাচ্ছি। /:) /:) /:)

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

আমিভূত বলেছেন: আহারেহ ,হয়ে যাবে চিন্তা করবেন না ভাই :) !:#P

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

শ্রাবণ জল বলেছেন: তিনটা মস্ত হাতি বসছে পাশের ৩ সিটে যে হারে খাইতেসে না অলরেডী ১৪ কাপ চা এন্ড টা খাইল ” :) :)

এই প্রথম আসলাম আপনার ব্লগে।
ভাল লাগল।
ভাল থাকবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

আমিভূত বলেছেন: ধন্যবাদ শ্রাবণ জল আমার ব্লগে আসার জন্য :)
আশা করি এভাবেই পথিমধ্যে বার বার দেখা হবে ,শুভ কামনা ।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

সান্তনু অাহেমদ বলেছেন: পোস্টে অনেক ভালোলাগা আপু। কতদিন ট্রেনে চড়ি না।

ভালো থাকবেন সবসময়।

শুভ সকাল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

আমিভূত বলেছেন: আহারেহ কেন ভাইয়া আপনি যেখানে আছেন সেখানে ট্রেন নেই ? থাকলেও আমাদের দেশের মত আনন্দদায়ক ভ্রমন হবে না আরামদায়ক হলেও ;)

ধন্যবাদ ব্লগে আসার জন্য । ভালো থাকবেন ।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

মেহেরুন বলেছেন: হাহাহাহা!!! ভালো লাগলো পড়ে :) কেমন আছো আপু???

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

আমিভূত বলেছেন: আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন ? ঘোরাঘুরি কেমন চলছে ?

শুভ কামনা ।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

মেহেরুন বলেছেন: আমি ভালো আছি আপু। ঘোরাঘুরি কেমন চলছে তা আমার ব্লগ এ গেলেই দেখতে পাবে :)

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

আমিভূত বলেছেন: হুম ব্লগে ঘুরে এসেছি ,কমেন্ট করতে পারিনি ।
ভালো থাকুন সবসময় ।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

অদৃশ্য বলেছেন:




পড়তে পড়তে পাশে বসে আমিও ঐ মটুভাইদের চা টা খাওয়া দেখছি.... খুব ভালো লাগলো লিখাটি পড়ে.... অনেক কিছুই এরই মাঝে মনে পড়ে গেলো...

ট্রেন জার্নি আমার খুবই প্রিয়.... প্রায় প্রতিটি জার্নিতেই আমি কোন না কোন মজার অভিজ্ঞতা পেয়েছি...

শেষে যা লিখলেন তার প্রতিউত্তর কিছু হতে পারেনা....

শুভকামনা....

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

আমিভূত বলেছেন: ধন্যবাদ অদৃশ্য , আপনার মন্তব্য আমাকে অবাক করে অনেক মনোযোগ দিয়ে মন্তব্য করেন ।

ভালো থাকুন সবসময় ।

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

আমিভূত বলেছেন: ধন্যবাদ ভাইয়া ,ভালো থাকবেন ।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০২

মাক্স বলেছেন: লেখার স্টাইলটা ভাল্লাগসে!!!++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই । ভালো থাকবেন ।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

চয়নিকা আহমেদ বলেছেন:

তোমার লেখাটা পড়ে প্রথমে হাসতে হাসতে শেষ,
পরে কি সুন্দর করেই না সহযাত্রীদের কথা বললে।

সেখানে শ্রদ্ধা, ভালবাসা আর স্বচ্ছ মনের ছায়া দেখলাম।
সবার মাঝে যদি এমনটা থাকতো,
কি পৃথিবী,
কি ব্লগ,
অনেক বড় পরিসর থেকে ছোট পরিসরেও খুব সুন্দর দিন কাটাত মানুষ।

পোস্টে প্লাস
আর তোমার জন্য অজস্র শুভকামনা ফুল থাকলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

আমিভূত বলেছেন: আপু এতো সুন্দর করে মন্তব্য করেন আপনি যে প্রাপ্তি অনেক বেশি হয়ে যায় :)

সবার হৃদয়ে সবসময় শ্রদ্ধা, ভালবাসা আর স্বচ্ছ মনের ছায়া পরুক সেটাই চাই ।

আপনার জন্যও অনেক অনেক শুভকামনা ।

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

নীলফরিং বলেছেন:


অনেক মজার।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ নীলফরিং ।
ভালো থাকবেন ।

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

আমিনুর রহমান বলেছেন: এই সহযাত্রী তারাই যারাই ব্লগের "আমিভূত" কম্পার্টমেন্টে বেড়াতে এসেছেন বিভিন্ন সময়ে ।


দারুন হয়েছে +++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

আমিভূত বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই ।
আশা করি ভালই আছেন।ভালো থাকবেন ।

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: আমি ঠিক সহযাত্রী নই........টিকেট চেকার......এবার ভাড়াটা দেন..... B-))

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

আমিভূত বলেছেন: হেহে টিকেট চেকার টিকিট চেক করেন ভাড়া চান কেন ? সব টিকেট বিহীন যাত্রী থেকে দুই পয়সা নিতে নিতে এখন টিকটের যাত্রীরেও বুঝি ধরা হচ্ছে না ?B:-/ X((

এভাবে আর কতদিন ? /:)

২৫| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

জাওয়াদ তাহমিদ বলেছেন: এমন কিছু মানুষের সাথে আমার পরিচয় এই ব্লগ নামক ট্রেনে যেখানে চলার একাকী পথ গুলো তাদের সঙ্গ পেয়ে আনন্দময় হয় গতিশীল হয় ।তাদের সাথে থাকতে চাই সবসময় ,তাদের জন্য শুভকামনা ।[/si


হুম। আজকে বুঝলাম আপুনি, আপনি তো ভুত না, আপনি পেত্নি। :P

ব্লগে অনেক দিন থাকতে থাকতে এখন মনে হয় এখানকার সবাই আমার আরেকটা পরিবার হয়ে গেছে। ছেড়ে যাওয়াটা অনেক কস্টের।

আমার ব্লগ পরিবারের নতুন সদস্যা পেত্নি আপুমনি। !:#P !:#P

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৭

আমিভূত বলেছেন: দুঃখিত ভাইয়া অনেকদিন পর জবাব দেয়ার জন্য :(

আমি পেত্নি না ভূত ;)

২৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মজা পেলাম... :)

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৮

আমিভূত বলেছেন: :) :)

আমিও অবাক হলাম এই বস্তাপচা লেখা গুলো পড়ছেন :)

২৭| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:০২

না পারভীন বলেছেন: খুব মজার , হাহাপগে ।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৯

আমিভূত বলেছেন: :) B-))
ভালো আছেন নিশ্চয়ই আপু !

২৮| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪৯

বোকামানুষ বলেছেন: এর ফাঁকে চিকনা ভাইকে ফেসবুকে অ্যাড করার জন্য ভাই বলল , করলামও কিন্তু আমিতো ভুলেই গিয়েছি যে আমি ফেসবুকে জব্বর একখান স্ট্যাটাস দিয়েছি তাদের নিয়ে


এইটুকু পড়ে হাসতে হাসতে শেষ :D :#)

৩১ শে মে, ২০১৩ রাত ৮:১২

আমিভূত বলেছেন: B-)) B-)) :-0

ভালো আছেন নিশ্চয়ই শুভ কামনা :)

২৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D :D

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৮

আমিভূত বলেছেন: হুম :) :) :) :) :)

৩০| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার স্মৃতি চারন। আমি তো ভেবেছিলাম আপনার বাড়ি আমাদের ঐ দিকে। মানে নোয়াখালী বা চিটাগং এর দিকে। বাই দ্যা ওয়ে, এক দিন বলেছিলেন যে ফেবুতে আমাকে অনুসরন করছেন কিন্তু কি নামে করছেন সেটাই তো জানি না। :(

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

আমিভূত বলেছেন: ভাই আমার বাড়ি ফেনী :) ঈদ মোবারক ।

কি নামে কমু না কারন আমার একাউন্ট আপনাদের মত সেলিব্রাটি একাউন্ট না :(


আপনার সব স্ট্যাটাসে লাইক মারি ;) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.