নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন করে জন্ম নিতে ইচ্ছা করে।

আমিভূত

কৃত্রিমতা বর্জিত মানবী যেন এযুগের নিকৃষ্ট অভিশাপ!!

আমিভূত › বিস্তারিত পোস্টঃ

একুশের শেষ বেলা আর আমার বইমেলাপ্রীতি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

একটা সময় যখন ঢাকার বাইরে থাকতাম তখন বইমেলা হলেই বইয়ের জন্য আগে থেকে বুকস্টলগুলোতে বলে রাখতাম বইয়ের জন্য । আবার আব্বু বান্ডিলে বেঁধে এক সাথে ৫/৭ টা বই নিয়ে আসতেন প্রতি টার্ম পরীক্ষা শেষ হলে । যখন থেকে ঢাকায় আসলাম তখন থেকে বইমেলা বাদ পড়ে নি । গেল বছরও পুরো পরিবার মা ,বোন ,দুলাভাই মিলে অনেক বই কিনলাম । অথচ এই বছর কামলাগীরিতে এমনভাবে আটকে গেছি যে কোনভাবেই বইমেলায় যাবার সুযোগ করতে পারি নি । ইচ্ছে ছিল ২৮ তারিখ যাব কিন্তু এরমাঝেই বইমেলার কিছু স্টল পুড়ে গেল । তাছাড়া ২৮ তারিখ ঢাকার বাইরে যাচ্ছি ।সবসময় আমি মেলায় যাই পরিবার নিয়ে কিন্তু পরিবারের কারো সময় আমার সাথে মিলছিল না । আম্মুকে আজ বললাম অফিস থেকে হাফডের ছুটি নিয়ে আসি আপনি চলেন মা মেয়ে ঘুরে আসি । আম্মুর আবার শাহবাগের মিছিলে যাবার খুব ইচ্ছা ছিল ,সুযোগের অভাবে যাওয়া হয়নি । এই সুযোগে আম্মু রাজি হয়ে গেল। অফিস থেকে বের হব ঠিক সেই মুহূর্তে কাজ আসলো মেজাজ তো চরমে চলে গেল কিন্তু কি আর করা কামলা বইল্লা কথা ,কাম ফেইল্লা ক্যামনে যাইগা ! :(( একটু দেরি হয়ে গেল বেরুতে ।



আগে থেকেই কার কার বই কিনব লিস্ট করে নিয়েছিলাম কিন্তু মনের ভুলে আমার এক কলেজ ফ্রেন্ডের বইয়ের নামটাই ভুলে গেছিলাম।



যাই হক শুরু করলাম জিকো ভাইয়ের স্টল থেকে প্রথমেই কিনে ফেললাম বেকায়দা । জিকো ভাইয়ের ব্লগের লিঙ্ক ফেসবুকে পেয়ে পড়তাম এবং আস্তে আস্তে ব্লগে প্রবেশ করেছিলাম ।স্টল নং ১৬৪ থেকে শুরু করেছিলাম ।

বেকায়দা -- জিকসেস



এরপর গেলাম ২৭৭ নং স্টলে সবুজ বোতাম এবং অন্যান্য নামের কাব্যগ্রন্থটি কেনার জন্য । সবুজ বোতাম এবং অন্যান্য -- মাহী ফ্লোরা । যেয়ে যা দেখলাম তা সবাই জানেন স্টলটি পুড়ে গেছে । নিজের বোকামির জন্য মাথায় আসে নি অন্য আরেকটি স্টলের নাম টুকে নেয়ার কথা অনেক কেই জিজ্ঞাসা করেছি ,তথ্যকেন্দ্রে যেয়ে দেখেছি একেকজন একেক জায়গায় পাঠালো ,কিন্তু শেষে খালি হাতেই ফিরলাম /:)/:) আপুর বইটি সংগ্রহের অনেক ইচ্ছে ছিল । রাজশাহিতে আসছি আপু বইটি আপনার কাছ থেকেই নিব অটোগ্রাফ সহ B-);)

এরমাঝে জাফর ইকবাল স্যারের বই নিলাম তিনটি :) আমি বাচ্চাদের সায়েন্সফিকশান বা যে কোন গল্প ভালা পাই :D



১)ব্লাকহোলের বাচ্চা ,২)গাব্বু ,৩)ইস্টিশন



মাহি আপুর বই না পেয়ে অন্যপ্রকাশের প্রয়াত হুমায়ূন আহমেদের দুটি বই নিলাম ।

১) দেয়াল ,২)হিজিবিজি



এরপর গন্তব্য স্টল নং ২০৬, ২০৭ঃ গল্প সমগ্র – ১ লেখক ইনকগনিটো । গল্প সমগ্র-১ --- ইনকগনিটো এই বইটির শুধু লেখকের নাম আর বইয়ের নাম নিয়ে গেছি । কোথাও খুঁজে পাচ্ছিলাম না পরে ই-তথ্য কেন্দ্রে যেয়ে দেখালাম। লেখকের নাম দেখে ওখানকার সাহায্যকারী ব্যক্তি নামই উচ্চারণ করতে পারছিলেন না ,পরে নাম সার্চ করে দেখেন স্টল নং ২০৬, ২০৭ঃ সামনেই দেখিয়ে দিল । নিয়ে নিলাম বইটি ।



এরপরের গন্তব্য ৩৪৫, ৩৪৬, ৩৪৭ নং স্টল ফর ভৌতিকতা , ত্রিনিত্রি আপুর বই । ভৌতিকতা --- ত্রিনিত্রি



এরপর গেলাম ৪১১-৪১২ নং স্টলে , সবুজ অঙ্গন বইমেলা সংখ্যার জন্য । সবুজ অঙ্গন বইমেলা সংখ্যা --- সোনাবীজ; অথবা ধুলোবালিছাই আমি বইটা নিচ্ছি তখন যে ভাইয়া বিক্রি করছিলেন উনি খুব আফসোস করলেন যে আগে নাকি এই বই অনেক মানুষ নিত এবার তেমন সাড়া জাগাতে পারেনি । একজন গতবার ১০ টি সংখ্যা নিয়েছিলেন । এই বইটি আমার জন্য একটি অসাধারণ সংগ্রহ কেননা এতে আমার অনেক প্রিয় কবির কবিতা আছে । এতে আমারও একটি কবিতা আছে ;) জীবনে প্রথম কোথাও আমার লেখা প্রকাশিত হয়েছে যদিও একেবারেই আমার ইচ্ছে ছাড়াই সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের পৃষ্ঠপোষকতায় । ধন্যবাদ না দিয়ে কৃতজ্ঞতা জানাই সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়াকে ।



এই তো আমার কেনাকাটা শেষ ।আম্মু বলছিল তোমাদের তো বই পড়ার সময় নেই বইগুলো সব আমার :D বইগুলো পড়ে আবার রিভিউ পোস্ট দেয়ার ইচ্ছে আছে দেখা যাক :P এরপর মা মেয়ে রিকশা নিয়ে নীলক্ষেতের মোড়ের একটা দোকান থেকে হালিম খেয়ে বাসার জন্য নান রুটি নিয়ে রওয়ানা হলাম । দিনটা অন্যরকম কাটল মা মেয়ের একান্ত কিছু সময় বইমেলায় যেয়ে সার্থক হল ।বইমেলার স্মৃতি প্রতি বছর যোগ হোক ,বইমেলার উপর থেকে সকল অভিশাপ দূর হোক ।



শুভ কামনা সকল লেখকের জন্য ,সবাই ভালো থাকুন ,লিখে যান অবিরত ।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভ কামনা সকল লেখকের জন্য ,সবাই ভালো থাকুন ,লিখে যান অবিরত এবং সেই সাথে শুভকামনা আপনার জন্য।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ কাণ্ডারী ভাই ।
শুভ কামনা আপানার জন্যও ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

সায়েম মুন বলেছেন: শুভ বই কেনা মোবারক। অনেক বই কিনেছেন। এবার ধূমায়া পড়েন তাহলে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আমিভূত বলেছেন: ধন্যবাদ কবি আপনাকে ধন্যবাদ আরও একটি কারনে কেননা আপনার পোস্ট পড়ার পরই আমি বেশী ব্যাকুল হয়েছিলাম ব্লগারদের বই কেনার জন্য ।
ধুমাইয়াই পড়ব ;)

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

মেহেরুন বলেছেন: আপু তুমি বইমেলা ঘুরে তো ভালোই বই কিনলে :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আমিভূত বলেছেন: হুম আপু কিনলাম কখন যে পড়া শুরু করবো সেটাই ভাবছি :(

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

অনীনদিতা বলেছেন: :):):(:(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

আমিভূত বলেছেন: মন খারাপ কেন আপি ? যাইতে পারেন নাই বইমেলায় ? ব্যাপার নাহ আমি তো গেছি :) B-))

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

রাফা বলেছেন: কিন্তু শাহাবাগ অভিযান কোথায়!

বই পড়তে পড়তে আবার ভুত থেকে পেত্নি হোয়ে যাইয়েন-না। :P

জয় বাংলা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

আমিভূত বলেছেন: শাহবাগে গেছিলাম কিন্তু আমরা যখন গেছি তখন শুধু মিডিয়ার লোকজন ছিল ,আর সেদিন সম্ভবত সবাই মিরপুরে ছিল । তাই আন্দোলনে অংশ নেয়া হয়নি ।

আর ভূত সেতো ভূতই B-)) :-B :-0
ভালো থাকবেন সবসময় ।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: হিজিবিজিতে পুরান গল্পের রিপিট আছে। তবু হুমায়ুন বস বলে কথা।

বই হোক সবার নিত্যদিনের সঙ্গী।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

আমিভূত বলেছেন: তাই নাকি ! আচ্ছা পড়ে দেখি কি আছে :)

ভালো থাকুন সবসময় ।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

আমিনুর রহমান বলেছেন: বই মেলায় ব্লগারদের বই কিনবো ব্যপক উইসাহ উদ্দিপনা নিয়ে বেশ কিছু ব্লগাররা একসাথে যাবো প্লানও করেছিলাম কিন্তু যাওয়া হলো না। প্রায় প্রতিদিনই শাহবাগ যাওয়া হয়েছে কিন্তু মেলায় যাওয়ার সময় হয়নি :( :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

আমিভূত বলেছেন: :( অথচ আমি একদিনও শাহবাগে যাবার সুযোগ করতে পারি নি :(

ইনশাআল্লাহ্‌ এরপরের বার যাবেন :)
ভালো থাকবেন ।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

একজন আরমান বলেছেন:
লেখকদের জন্য শুভকামনা।

আপনার শিরোনাম টা পড়ে আমার পূর্বে দেওয়া একটা উক্তির কথা মনে পড়ে গেল। উক্তিটি ছিল এরকম-
বই প্রীতি জীবনেও ছিল না আর নেইও। ইভেন প্রিয়া প্রীতি আর নিকোটিন প্রীতি ছাড়া অন্য কোন প্রীতিই আমার নেই !" :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

আমিভূত বলেছেন: বাপরে যে একখান ডায়ালগ দিছেন ভাইডি! ! B:-) কোন প্রিয়া থেকে থাকলে তো মাইর আছে কপালে :P

ভালো আছেন আশা করি ,সুস্থ থাকুন সবসময় ।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

একজন আরমান বলেছেন:
হে হে।
প্রিয়া তো ছিল... কিন্তু হারিয়ে গেছে... হয়তো আবার দেখা পাবো হয়তো পাবো না। :(

আছি আলহামদুলিল্লাহ।
আপনি কেমন আছেন?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১

আমিভূত বলেছেন: আমি আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি ।
ইনশাল্লাহ সে ফিরে আসবে :)

১০| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩

শায়মা বলেছেন: বইমেলা কথন ভালো লাগলো!

সবুজ অংগনের বিক্রেতার কথা শুনে হাসছি!

এই গল্প মনে হয় উনি সবার কাছেই করেন!

আমাকেও শুনিয়েছিলেন একজন গতবার ১০টা নিয়েছিলো! হা হা উনি জানেন না ১০ টা না ১০+১০=২০ টা নিতে আমিই যে কাউকে পাঠিয়েছিলাম!:P

আমিও ভুত আপুনি!:)

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

আমিভূত বলেছেন: হাহাহা :P
আপনি ভূত হতেই পারেন না ,আপনি পরী আমি ভূত :-0 B-)) :#>

১১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩০

গোলাপ বলেছেন: বিভিন্ন ঝামেলায় মেলায় যেতে পারলাম না এবার :((

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

আমিভূত বলেছেন: :( আপনার জন্য আফসোস :'(
আশা করছি আগামীবার মিস হবে না :) শুভ কামনা ।

১২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: জীবনে শুধু একটা মেলাতেই রেগুলার যেতাম, ঘুরতাম, গন্ধ শুঁকতাম, মুগ্ধ হয়ে দেখতাম - তা হোল বই মেলা। অবসেশনের মত ছিল বই মেলা !! সারা বছর টাকা জমিয়ে শুধু বইমেলা থেকে বই কিনতাম ৬/৭ হাজার টাকার।

অথচ এ বছর একবারের জন্যও যাইনি। ব্যাক্তিগত স্বার্থপরতা আর দুঃখ বিলাসীতার কারনে। তবে যথেষ্ঠ শিক্ষা হইসে। জীবনে আর কোনদিন বইমেলা মিস করব না।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আমিভূত বলেছেন: আসলে আমার কাছে কেন জানি না মনে হল এবার বইমেলা তেমন জমে নি ,মানুষজনের ধাক্কাধাক্কি লাগত লাইনে দাড়িয়ে থেকে গেট দিয়ে ঢুকতে ।
অথচ এবার একেবারেই সেইরকম কিছু দেখিনি ।

হয়ত আপনার মত কেউ কেউ ব্যাক্তিগত স্বার্থপরতা আর দুঃখ বিলাসীতার কারনে বইমেলা বর্জন করেছিল তাই :P /:)

যাই হক শুভকামনা রইল ব্যাক্তিগত স্বার্থপরতা বর্জনের জন্য আর দুঃখ বিলাসীতা দূর হয়ে যাক তাড়াতাড়ি :)

১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

রেজওয়ান তানিম বলেছেন: সবুজ অঙ্গন যথেষ্ট বিক্রি হয়েছে, ওটা বিক্রেতার একটা ফালতু কথা।

যা হোক, আমার ও একটা বই ছিল জাতীয় গ্রন্থ প্রকাশন থেকে - মৌনমুখর বেলায়

০২ রা জুন, ২০১৩ রাত ৮:১৩

আমিভূত বলেছেন: :( আপনার বইয়ের কথা আগে জানলে সংগ্রহে রাখতে পারতাম ।

আশা করছি পরের বইমেলায় পাব !

আপনার লেখা পড়ছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.