নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন করে জন্ম নিতে ইচ্ছা করে।

আমিভূত

কৃত্রিমতা বর্জিত মানবী যেন এযুগের নিকৃষ্ট অভিশাপ!!

আমিভূত › বিস্তারিত পোস্টঃ

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-তোমার মনের মন্দিরে

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

কথাটা বলবে কি বলবে না তা নিয়ে ইলা অনেক দ্বিধাতে আছে ,একবার ভাবছে বলে ফেলি পরক্ষনেই মনে হচ্ছে যদি সব ভেস্তে যায় তবে রবির সামনে সে মুখ দেখাবে কি করে।



রবি হল সেই ছেলেটি যাকে ইলা গত চারটি বছরের বেশী সময় ধরে মনে মনে ভালোবেসে এসেছে, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারে নি। ওদের প্রথম দেখা হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেদিন ইলার এক বান্ধবী প্রীতি তার প্রেমিক অপুর সাথে ঝগড়া করে এক পাতা হিস্টাসিন খেয়ে ফেলেছিল। এর আগে ও পরে প্রীতি এই ধরনের অপ্রীতিকর ঘটনা অনেকবারই ঘটিয়েছি, কখনও ছুরি দিয়ে হাতে অপুর নাম লিখা কখনো বিষ পান এই সব চলতোই, সে কাহিনী না হয় অন্য একদিন। যাই হোক অপু ঘটনা জানার পর প্রীতিকে নিয়ে আসে রামেকের ইমারজেন্সিতে। প্রাথমিক চিকিৎসা মানে ওয়াশ করার পর ওকে মহিলা ওয়ার্ড এর মেঝেতে সিট পেতে রেখে যায়। বলা বাহুল্য যে খুব কমদিনই হাসপাতালে সিট পাওয়া যায়। খবরটা হলের এক বান্ধবী ইলাকে দিয়েছিল ফোন করে। ইলা তখন ছাত্র পড়াচ্ছিল। খবরটা শুনেই সে হাসপাতালে দৌড়ে গেল। বেশ কিছু বান্ধবী এল আবার চলেও গেল, রাতে থাকার জন্য কেবল ইলা আর এক বান্ধবী রয়ে গেল। এদিকে অপুর সাথে অপুর কিছু বন্ধু,রুমমেট এসেছিল, তাদের মধ্যে রবি ছিল একজন। সেদিনই পরিচয় হয় ইলার রবির সাথে। রবি আগে থেকেই ইলাকে চিনত, চিনবে না কেন ক্যাম্পাসে মেয়ে হাতে গোনা , তার উপর একই বিল্ডিঙে ক্লাস করে।



কিন্তু ইলা খুবই বিস্মিত হল এইভেবে যে সে এতদিন চিনে নি কেন রবিকে।এরপর ওদের ক্যাম্পাসে ,ফেসবুকে প্রায়ই কথা হত , বলা যায় লিখিত বন্ধু না হলেও মৌখিক ভাবে একে অপরের ভালো বন্ধু হয়ে গেল ।গল্পে গল্পে ইলা জেনেছিল রবির প্রেমিকার কথা , অনেক রূপবতী মেয়ে ,ধনীর দুলালী । কিন্তু বছর ঘুরতেই ইলা জানতে পারলো রবির প্রেমে ভাঙ্গন হয়েছে । সেই প্রেমিকার পরিবার বাড়ি নেই গাড়ি নেই এমন ছেলের কাছে তার মেয়ের বিয়ে দিবে না । সম্ভবত মেয়েটিও তার মনের মানুষের ধরন বদলে নিয়েছে । কথায় আছে “চোখের আড়াল হলেই মনের আড়াল হয়” । আমার ধারনা মেয়েটি সেজন্যই দূরে সড়ে গিয়েছে ।



এই ছ্যাঁকা খাওয়া প্রেমিকের গল্প শুনতে কোনোদিনই খারাপ লাগত না ইলার । কোনদিন প্রত্যাশাও করেনি সে রবিকে পাবার । তবুও মনে মনে ভালোলাগাটাই আফসোস হয়ে ধরা দিত । কেন ইলা ভাবতে পারতো না যে রবির ভালবাসার পাত্র সেও হতে পারে ? এজন্যই যে ইলা অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে ,দেখতে মোটেই আহামরি কিছুই নয় । আর ভালোবাসা জয় করার পেছনে যে সময় আর মন ব্যয় করতে হয় তা কোনদিন ইলা করেনি । সে মনে করত তার পরিবারই সেই দায়িত্ত নিবে , ওর মনের সিদ্ধান্ত ভুলও হতে পারে । কোনদিন মুখ ফুটে আকারে ইঙ্গিতে বলে নি সে তার ভালোলাগার কথা ।



আর রবি সেই আগের জায়গাতেই আছে আজও পুরনো প্রেমের স্মৃতি নিয়ে আছে। ওর ভাষায় “প্রথম প্রেমের স্মৃতি ভোলা কঠিন পরের গুলা ডাইল ভাত” । এদিকে রবির এক বন্ধু মিশু ইলার ভালো বন্ধু , সে একদিন হঠাৎ করেই ইলাকে প্রপোজ করে ফেলল। মিশু অনেক ভালো একটা ছেলে ফেলার মতো নয় রবির চাইতে কোন অংশে কমও নয় কিন্তু ইলা তবুও সাথে সাথে প্রত্যাখ্যান করে ফেলল কেননা সেতো কারো সাথে কোনোদিন প্রেম করবে ভাবে নি ,আর ওর তো ভাললাগে অন্য একজনকে। সেই একজন মানে রবি যে কিনা আবার মিশুর হয়ে ওকালতি করল , ফোন দিয়ে ইলাকে বলল। ইলার তখন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে হচ্ছিল ,কেননা ও মুখ ফুটে বলতে পারছিল না যে “আমিতো মিশুকে না রবি তোমাকে পছন্দ করি” । কিন্তু পারে নি বলতে চুপ করে শুনে গেছে । এরপর প্রায় অনেকদিন গেছে ওরা এখনও বন্ধুই আছে , কথা হয় মাঝে মাঝে । রবি খুব ব্রাইট ছাত্র ছিল তাই পাশ করার সাথে সাথেই সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়ে যায় আর ইলা প্রায় বেশ কিছুদিন পর আরেকটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পায় । নিয়তির কি চরম পরিহাস ওরা দুজনারই অফিস একই বিল্ডিঙয়ে । মাসে কালে ভাদ্রে কখনও দেখা হয়ে যায় । যেদিন ইলা চায় আজ দেখা হোক সেদিন হয়না আর যেদিন চায়না সেদিনই দেখা হয়ে যায় । এভাবেই লুকোচুরি চলছে ইলার মনের ভিতর।

আজ পাত্রপক্ষ দেখতে আসবে ইলাকে । ইলা বরাবরই পরিবারের মতের বিপক্ষে কোনদিন চলে নি , আজও তার ব্যতিক্রম নয় । সে তার পরিবারের মতেই বিয়ে করবে । কিন্তু যখনি কোন প্রস্তাব আসে তখন ইলা না করেনা কিন্তু সারারাত ভেবে ভেবে ব্যাকুল হয় কিভাবে ভুলে যাবে না পাওয়া ভালোবাসাকে । তবুও প্রতিদিন ভোর হয় আর সেই প্রভাতে নিজেকে সামলে নিয়ে ইলা ভাবে যা হবার হবে তবুও সে রবিকে মুখ ফুটে কোনদিন বলবে না ।কিন্তু আজ তার ব্যতিক্রম আজ পাত্রপক্ষ দেখতে এসে কলমা পড়িয়ে দিবে। সব দেখাদেখি আগেই শেষ হয়েছে । পাত্র নিয়ে ইলার কোন মাথাব্যাথা নেই, পরিবার থেকে যাকে ঠিক করেছে সেই উত্তম । কিন্তু মনের মাঝে যাকে নিয়ে তার এত আকাঙ্ক্ষা তাকে ছাড়া কি চলবে ?



আর কিছুক্ষনের মাঝেই চলে আসবে সবাই। ইলা ফোনটা হাতে নিয়ে ভাবছে ফোনটা করে ফেলবে কিনা ,যা হবার হবে ।



কল্পনায়ঃ

ইলাঃ “আমি কিছু কথা বলব কিছু মনে কোরো না রবি , আজ আমায় পাত্রপক্ষ দেখতে আসবে হয়তো বিয়ে হয়ে যাবে ।”

রবিঃ “ওও গ্রেট ,দাওয়াত পাচ্ছি কখন ?”

ইলাঃ “আমি জানি না তুমি কিভাবে নিবে তবে আজ শেষ সময়ে না বলে থাকতে পারছি না , আমি গত চার বছরের বেশী সময় ধরে তোমাকে ভালোবেসে এসেছি ।আমি কি তোমার কাছ থেকে কোন সাহায্য প্রত্যাশা করতে পারি ?”

রবিঃ



............পিনপাতন নিরবতা ফোনের এপারে ওপারেও ...............



না ইলা বলে নি কেননা “ না বলা ভালোবাসার কষ্ট প্রত্যাক্ষিত প্রেমের চাইতে উত্তম” ।তাইতো ইলা হয়তো ফোন হাতে নিয়েও রেখে দিবে । বিয়ের আসরে কবুল বলবে। মনের গভীরে কারো জন্য ভালোলাগা গুলোকে মমি করে রেখে দিবে যেখানে কারো কোনদিন প্রবেশ হবে না । হয়ত সুখী হবার আশায় বিয়ের পর স্বামীর মাঝে রবিকে খোঁজার চেষ্টা করবে , মেয়েরা এমনই মেনে নেয়ার চেষ্টায় সর্বসুখ বিসর্জন দিয়ে দেয়।



রবি ঠাকুরের গানটি মনে আসছে ইলার ________



“ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো-তোমার

মনের মন্দিরে।

আমার পরানে যে গান বাজিছে

তাহার তালটি শিখো-তোমার

চরণমঞ্জীরে।।

ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে

আমার মুখর পাখি – তোমার

প্রাসাদপ্রাঙ্গণে।

মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো

আমার হাতের রাখী – তোমার

কনককঙ্কণে।।

আমার লতার একটি মুকুল

ভুলিয়া তুলিয়া রেখো – তোমার

অলকবন্ধনে।

আমার স্মরণ-শুভ-সিন্দুরে

একটি বিন্দু এঁকো-তোমার

ললাটচন্দনে।

আমার মনের মোহের মাধুরী

মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার

অঙ্গসৌরভে।

আমার আকুল জীবনমরণ

টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার

অতুল গৌরবে।।”




গানের লিঙ্ক

ইলা কি করবে বা করেছিল বা কি করা উচিত তা পাঠকের উপরেই ছেড়ে দিলাম । আমি লেখক হিসেবে ইলার সুখী জীবন কামনা করি । কোন মোহ আবেগ দিয়ে জীবন চলে না , জীবনে সুখী হতে হলে প্রকৃত ভালোবাসার প্রয়োজন ,একজনের না উভয়জনের । সে যেই হোক না কেন হোক সে রবি অথবা কোন স্বামী ।



বিদ্রঃ এই গল্প লেখকের প্রথম গল্প ,ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন ।সর্বোপরি ভালো মন্দ মন্তব্য আশা করছি ।





মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।

সহজ সুন্দর গল্প। আর প্রথম গল্প হিসেবে বলা যায় অনেক ভালো।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২

আমিভূত বলেছেন: ধন্যবাদ সরকার ভাই । মনে হচ্ছে বিশাল কাহিনী খুব অল্প কথায় শেষ করে দিয়েছি । ভালো লেখক হলে হয়তো আরও ভালো হত :(

ভালো থাকবেন শুভ কামনা ।

২| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

একজন আরমান বলেছেন:
প্রথম গল্প তো ভালোই হয়েছে।

মেয়েরা এমনই মেনে নেয়ার চেষ্টায় সর্বসুখ বিসর্জন দিয়ে দেয়
আমি কিছুটা সন্দিহান।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

আমিভূত বলেছেন: ধন্যবাদ আরমান ভাই ।

সন্দেহ থাকতেই পারে ,একই গল্পে একজন নারী নিরবে চার বছরের বেশী সময় ধরে ভালোবেসে গেছে কোন পাওনা ছাড়াই আর অন্য একজন পাওয়া ভালোবাসাকে ছুড়ে ফেলে চলে গেছে ।
মানুষ বিচিত্র । ভালো থাকবেন ।

৩| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮

আশিক মাসুম বলেছেন: আলাউদ্দিন আহমেদ সরকার বলেছেন:
ভালো লাগলো।

সহজ সুন্দর গল্প। আর প্রথম গল্প হিসেবে বলা যায় অনেক ভালো।


সেইম হেয়ার।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

আমিভূত বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই । ভালো থাকবেন শুভ কামনা ।

৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটাই। মানুষ বড়ই বিচিত্র।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

আমিভূত বলেছেন: :( হুম

৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

ভিয়েনাস বলেছেন: সব সময় আবেগ কে প্রশ্রয় দেওয়া ঠিক না। তাতে কষ্ট বাড়ে বই কমেনা।

স হজ সরল সুন্দর গল্প :)

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬

আমিভূত বলেছেন: হুম ভালো বলেছেন । আবেগের ফল ভুলই হয় বেশীর ভাগ সময় ।
ভালো থাকবেন ।

৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি তো গল্প লিখতে পারেন। আমি তাও পারি না। অনেকবার চেষ্টা করেও পারি নাই। :(

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

আমিভূত বলেছেন: কি যে লিখেছি গল্প না কাহিনী বর্ণনা করে গেছি :P
আপনি তো অনেক সুন্দর কবিতা লিখেন তারপরও দোয়া করি আপনিও যেন সুন্দর করে গল্প লিখতে পারেন :)

৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রথম প্রেমের স্মৃতি ভোলা কঠিন পরের গুলা ডাইল ভাত

++++++++++++++++++++++++++++++

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

আমিভূত বলেছেন: হুম তাইতো দেখছি :)
ধন্যবাদ কাণ্ডারী ভাই ।

৮| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

মেহেরুন বলেছেন: "কোন মোহ আবেগ দিয়ে জীবন চলে না , জীবনে সুখী হতে হলে প্রকৃত ভালোবাসার প্রয়োজন ,একজনের না উভয়জনের" অনেক সত্যি একটা কথা :) ++++++

প্রথম গল্প ভালো হয়েছে। কেমন আছো আপু??

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

আমিভূত বলেছেন: ধন্যবাদ আপু ।
আছি ভালো ,খুব ব্যস্ততায় থাকায় এ কদিনে ব্লগে ঢুকতে পারিনি ।
আপনি ভালো আছেন আশা করি ।

৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫

মেহেরুন বলেছেন: কিছু পোড়া দেহ ... কিছু জীবনের অর্থহীন সমাপ্তি

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

আমিভূত বলেছেন: :)

১০| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ৮ম +++

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

আমিভূত বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই ।
ভালো থাকবেন ।

১১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! আপনি গল্প লিখেছেন। দেখে ভালো লাগল।
প্রথম গল্প হিসেবে খুবই সুন্দর প্রচেষ্টা। আমার বেশ ভালোই লেগেছে।

সামনে আরো সুন্দর লিখুন। এই কামনা রইল। :)

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আমিভূত বলেছেন: :( ভালো হয়নাই ,ইচ্ছে ছিল গল্পটা কাউকে দিয়ে লিখিয়ে নেয়ার ,কিন্তু সেই ইচ্ছে পুরন করতে না পেরে নিজেই হাতে কলম নিলাম ,গল্প হয়নি তবে কাহিনী বর্ণনা করেছি :P

তারপরও ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য । ভালো থাকবেন ।

১২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

জুন বলেছেন: আমি যা বলতে চেয়েছিলাম গল্পটি পড়তে পড়তে। দেখলাম ভিয়েনাস সেটা বলে গিয়েছে আগেই :)
প্রথম গল্প হিসেবে ভালৈ লিখেছেন আমিভূত :)
+

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ জুন আপু কষ্ট করে আমার ব্লগে আসার জন্য :)

ভালো থাকবেন শুভ কামনা :)

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

রঙ তুলি ক্যানভাস বলেছেন: কেমন আছেন ভূত আপু?
প্রথম গল্পটা অনেক দেরিতে পড়লাম।শুভকামনা :)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

আমিভূত বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ তুলি আপু ভালো আছি । আশা করছি আপনিও ভালো আছেন ।

জোর করে আপনাদের ফালতু গল্প পড়ালাম :P ভালো থাকবেন :)

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

মিষ্টি মেয়ে বলেছেন: তো নাম কি লিখছে উনি? 8-| 8-|

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

আমিভূত বলেছেন: তো নাম কি লিখছে উনি?[/si
বুঝলাম না কি নাম কার নাম ? কে ?

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

ফারজানা শিরিন বলেছেন: ইলা কি করবে বা করেছিল বা কি করা উচিত তা পাঠকের উপরেই ছেড়ে দিলাম । আমি লেখক হিসেবে ইলার সুখী জীবন কামনা করি । কোন মোহ আবেগ দিয়ে জীবন চলে না , জীবনে সুখী হতে হলে প্রকৃত ভালোবাসার প্রয়োজন ,একজনের না উভয়জনের । সে যেই হোক না কেন হোক সে রবি অথবা কোন স্বামী ।

চরম সত্য । প্লাস

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

আমিভূত বলেছেন: ধন্যবাদ শিরিন আপু ।
শুভ কামনা ।

১৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

বোকামানুষ বলেছেন: সুন্দর গল্প

তবে বলে একটা ঝুঁকি নিয়েই দেখত তাতে আফসোস থাকতো না যে যদি বলতাম তাহলে হয়ত সবকিছু অন্যরকম হতো

কিন্তু একজনকে মনের ভিতর রেখে অন্য কারো সাথে সংসার করা মানে নিজেকে এবং সঙ্গী দুজনকেই ঠকানো

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

আমিভূত বলেছেন: হুম হয়ত চেষ্টা করা যেত ,দেখা যাক ইলা কি করে :)

ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য ।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

মনিরা সুলতানা বলেছেন: আপনার পিছু নিলাম, আপাতত মন্তব্য ধিরে ধিরে ।।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

আমিভূত বলেছেন: পরম সৌভাগ্য যে আমার পিছু কেউ নিল :D

আমিতো আপনাকে আগেই অনুসরণে রেখেছি :) ভালো থাকবেন শুভ কামনা আপু ।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২

না পারভীন বলেছেন: ভূত আপু , শুভ নববর্ষ । গল্প ভাল লেগেছে । আমি ও পিছু নিলাম ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ পারভীন আপু , শুভ নববর্ষ :)
আমিতো কবেই পিছু নিয়েছি B-)) :P

১৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনাকে অনুসরণ করে রাখলাম।


পরবর্তী গল্পের অপেক্ষায়......

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

আমিভূত বলেছেন: পড়ছেন ? না লাফাইয়া লাফাইয়া বেড়াইতেছেন ? :(

ধন্যবাদ :)

২০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:০২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-* :-* :-* :-*

পড়ছি :-/ :-/ :-/ :-/ , বিশ্বাস না হইলে প্রশ্ন ধরেন।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

আমিভূত বলেছেন: থাক আর পড়া দেয়া লাগবে না ! অ্যাডমিশন টেস্টের পড়া ধরুম ? না পারলে নিল-ডাউন কিন্তুক :-0

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.