নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন করে জন্ম নিতে ইচ্ছা করে।

আমিভূত

কৃত্রিমতা বর্জিত মানবী যেন এযুগের নিকৃষ্ট অভিশাপ!!

আমিভূত › বিস্তারিত পোস্টঃ

একদিনের জন্য একজন বাবা চাই

১১ ই মে, ২০১৩ রাত ১২:৩৬

একদিনের জন্য একজন বাবা চাই

তার বুকে মাথা রেখে কাঁদতে চাই,

একদিনের জন্য একজন বাবা চাই

হাউমাউ করে কান্নার জন্য তাকে জড়িয়ে ধরতে চাই।

একদিনের জন্য একজন বাবা চাই

দুহাত তুলে প্রভুর নিকট দিল খুলে প্রার্থনার জোয়ার চাই ,

একদিনের জন্য একজন বাবা চাই ।।





জ্বরে ,শোকে , ব্যর্থতায় যে বাবা বকা না দিয়ে আদর করে বুকে তুলে নিবে ,

রোজ ক্যান্ডী আর পরীক্ষার পর আইসক্রিম নিয়ে আসবে

এমন বাবা চাই ,আমি একদিনের জন্য একজন বাবা চাই ।

যে বাবা মেয়ের পছন্দ হয়নি বলে একাসাথে ঈদে দুটো ড্রেস নিয়ে হাজির হত ,

মেয়েরা দেশি মুরগী ছাড়া খেতে পারে না বলে লোকাল বাসে চড়ে দূরের হাট থেকে যে বাবা বাজার করে আনত ,আমি সেই বাবাকে চাই ।

আমি সেই পরিশ্রমী বাবাকে

যে বাবা হাল চড়িয়ে নিজের পড়াশুনা করেছেন ,

যে বাবা খুব ছোট চাকুরী করেও কন্যাদের বড় অফিসার বানানোর চেষ্টা করে গেছেন,

আমি একদিনের জন্য সেই বাবাকে চাই ।





বাবা একদিনের জন্যে হলেও দেখে যান

আমাদের আনন্দের সাথী হন, দুঃখের বাধা হন ।

আমাদের জন্য দু’হাত তুলে প্রভুর দরবারে মুনাজাত করে দিয়ে যান ,

বাবা একদিনের জন্যে হলে আমাদের সাথে থাকেন ।





আমি একদিনের জন্য একজন বাবা চাই

উৎসবগুলো আপনার সাথে উপভোগ করতে চাই

বিপদগুলো আপনার সাথেই ধৈর্য ধরে অতিক্রম করতে চাই ,

বাবা আপনাকে একদিনের জন্য আমরা চাই ।



আপনাকে ভালোবাসি এই কথাটি জানাতে চাই

আপনার দুইপায়ে দুবোন বসে থেকে আপনার খাবার পাত এঁটো করতে চাই ,

আপনার রেখে দেয়া চায়ের ভাগটুকুতে চুমুক দিয়ে চায়ের নেশায় মাততে চাই ,

বাবা মাত্র একটা দিনের জন্য হলেও আপনাকে চাই

আপনিসি একটা কল করে যাই বলবেন তাই শুনতে চাই

আপনি বকা দিবেন ? দেন তাও হা মুখে গিলতে চাই।





আপনি করলা খাওয়ার জন্য মারতে গিয়েছিলেন ,

আমি আপনার জন্য পৃথিবীর সব তিত-করলা খেতে চাই

বাবা আপনাকে চাই ,আপনাকেই চাই ।

অসহায় লাগে ,ভয় লাগে সহায় না খুঁজে পাই

তখন আপনাকে কাছে পেতে মন ব্যাকুল হয়

আমি একদিনের জন্য একজন বাবা চাই ।





আব্বু বলে চিৎকার করে মনের চাপা কান্না গুলো আপনাকে জানাতে চাই ,

আব্বু আমি পরকালেও আপনার মেয়ে হয়েই থাকতে চাই ,

আমি একদিনের জন্য একজন বাবা চাই ।

যে বাবা মেয়ের রোগ সারানোর জন্য জেলায় জেলায় ডাক্তার , কবিরাজ , পীর হুজুর বাদ দেননি

যে বাবা এক কম এক হালি মেয়ে নিয়েও ছেলের শোক করেন নি ,

আমি এমন বাবার মেয়ে হতে চাই

আমি একদিনের জন্য এমনই একজন বাবা চাই ।





সে বাবা যিনি প্রতি সপ্তাহের ছুটিতে এলেই মেয়েদের নখ কাটতে কাটতে মেয়েদের সাথে গল্প করতেন

সেই বাবা যিনি রাতের নাটক দেখার জন্য আমাদের দাওয়াত দিয়ে টিভি রুমে ডেকে আনতেন

সেই বাবাকে কিছু দিতে চাই ।

আমার বেতনের টাকা দিয়ে আপনাকে একটা বাড়ি করে দিতে চাই ,

যে বাড়ির স্বপ্ন বুকে নিয়ে আপনি শুয়ে আছেন বাড়ির অপরপার্শে মাটির ঘরে

বাবা আপনার সখ গুলো পুরন করতে চাই ,

যে স্বপ্ন আমাদের মানুষ করার সংকল্পে আপনি ভুলে গিয়েছিলেন

বাবা আপনাকে আর মাকে নিয়ে দেশেই কোথাও ঘুরতে যেতে চাই ।





বাবা আমি একদিনের জন্য হলেও আপনাকে বাবা হিসেবে পেতে চাই

একদিনের জন্য একজন বাবা চাই

আমি একদিনের জন্য একজন বাবা চাই ।











বি:দ্রঃ আজ অফিসে কাজের মধ্যে দুইটা ভুল ধরা পড়েছে তখন থেকে খুব কান্না পাচ্ছিল :( তখনি লিখে ফেললাম বিকেল ৪ টার দিকে । আমার সব সময় মনে হয় আব্বু দোয়া করলে বোধহয় আমার সমস্যা মিটে যাবে কিন্তু আব্বু কই পাব ? সমস্যা মাথায় নিয়ে বসে আছি :(



আমার জন্য কি একটু দোয়া করা যায় ?

মন্তব্য ৫৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৪০

বোকামন বলেছেন:



সম্মানিত আমিভূত,
আমিও সমস্যায় পড়লেই বাবা-মাকে ফোন করি .....

আবেগঘন লেখায় আমার কৃতজ্ঞতা

আপনার জন্য দোয়া করলাম


১১ ই মে, ২০১৩ রাত ১২:৪৭

আমিভূত বলেছেন: আসলে বাবাকে নিয়ে লিখতে গেলে লেখা ফুরাবে না । এটা কিছুই না বাবার কাছে আবদার অনেকটা ।

ধন্যবাদ আপনাকে , দোয়ার জন্য অসংখ্য শুকরিয়া :)
আল্লাহ আপনাকেও ভালো রাখুন ।

২| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাবার কথা মনে করিয়ে দিলেন।
আসলেই কষ্টের, বাবা হীন নিজেকে ভাবাটা।

১১ ই মে, ২০১৩ রাত ১২:৪৯

আমিভূত বলেছেন: দুঃখিত দূর্জয় ভাই । মনে হয়না বাবা নেই শুধু তখনই মনে হয় নেই যখন কোন সমস্যায় পড়ে যাই তখন মনে হয় আব্বূ থাকলে হয়ত এমন হত না :(

ভালো থাকবেন ।

৩| ১১ ই মে, ২০১৩ রাত ১২:৫৪

দুরন্ত সাহসী বলেছেন: ভুত কবিতাটা আমি এবং আমার বাবার জীবন থেকে নেয়া,এটা আমার লেখার কথা ছিলো।

কবিতাটা পড়ে মন অশান্ত হয়ে গেলো।আলহামদুলিল্লাহ আমার বাবা আছেন,আমি ভাবছি আমার বাবা আপনার বাবা হলো কিভাবে?যদিও বাবারা এমনি হয় তবে আপনার এখানে একটা বিষয় খুব আনকমন যা আমার বাবার মধ্যে আছে।

ভুত আপনার বাবা চাই আবেদনের অনেক টান আছেরে,ইচ্ছে করছিলো আমার বাবাকে দিয়ে দেই আপনাকে।ধরতেও পারবেননা এটা কার বাবা,আমার নাকি আপনার।

১১ ই মে, ২০১৩ রাত ১২:৫৯

আমিভূত বলেছেন: এই কবিতা সব কন্যার অথবা পুত্রের ! বাবারা তো এমনি একরকমই হয় নাকি? জানি না আমার বাবা কেই মনে হয় সেরা বাবা আমার মনে হয় সব বাবাই আমার বাবার মত সেরা ।

আল্লাহ আপনার বাবাকে দীর্ঘায়ু দিন সুস্থ রাখুন শেষ মুহূর্ত পর্যন্ত । আপনিও ভাল থাকুন ।


জানতে ইচ্ছে হচ্ছে কি আনকমন মিল ?

৪| ১১ ই মে, ২০১৩ ভোর ৫:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা ভালো লাগলো+

আর অফিসের সমস্যা আল্লহর রহমতে মিটে যাবে।

১১ ই মে, ২০১৩ সকাল ৯:২৭

আমিভূত বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন ভাই । দোয়া রাখবেন ।

আশা করছি আপনি ভাল আছেন । শুভ কামনা ।

৫| ১১ ই মে, ২০১৩ ভোর ৬:০০

কস্কি বলেছেন: এখনও দাঁত আছে বলে হয়তো দাঁতের মর্ম তেমনভাবে উপলব্ধি করতে পারছি না (অবশ্যই আমার ব্যার্থতা X( :( ) ! কিন্তু একদিন তা আপনার মতো হাড়ে-হাড়ে টের পাবো :( :( :(


ইশ...তার আগেই যদি নিজের জীবনের হাটের কেনাবেচা শেষ করতে পারতাম ....( জানি না এই ইচ্ছা পূরণ হবে কিনা :( , পূরণ হলে জীবনে এর থেকে বড় খুশির উপলক্ষ আর কিছুই হবে না)


:( :(

১১ ই মে, ২০১৩ সকাল ৯:৩০

আমিভূত বলেছেন: :( সময় গেলে সাধন হবে না !
তাই সময় থাকতে যা করার তাই করে ফেলুন । আর জীবনের হাটের কেনাবেচা কি বুঝতে পারলাম না আশা করছি আপনার লক্ষ্যে আপনি অতি দ্রুতই পৌঁছে যাবেন :)

শুভ কামনা :)

৬| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:০১

না পারভীন বলেছেন: আহ , মনটা খুব বেদনার্ত হয়ে গেল । আল্লাহর কাছে প্রার্থনা করি যেন ভালটাই ঘটে আপনার জন্য ।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১৭

আমিভূত বলেছেন: ধন্যবাদ আপু , আপনিও ভালো থাকবেন ।

৭| ১২ ই মে, ২০১৩ রাত ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
যে কোন সমস্যা মিটে যাবেই তবে ধৈর্য ধারন করুন।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ । দোয়া করবেন । আপনিও ভালো থাকবেন ।

৮| ১২ ই মে, ২০১৩ ভোর ৪:০৭

একজন আরমান বলেছেন:
পড়তে পড়তে মনটা খুব খারাপ হয়ে গেলো মাঝ রাতে।

কিছু বলতে ইচ্ছে করছে না আর। পরে এসে কিছু বলে যাবো।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২১

আমিভূত বলেছেন: হুম আমারও মন খারাপ ছিল ,আছে ।

ভালো থাকবেন আরমান ভাই ।

৯| ১২ ই মে, ২০১৩ ভোর ৪:৪৮

বনলতা মুনিয়া বলেছেন: আমিও একদিনের জন্য একজন বাবা চাই...... :( :(

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২১

আমিভূত বলেছেন: একদিনের জন্য একজন বাবা চাই
তার বুকে মাথা রেখে কাঁদতে চাই,
একদিনের জন্য একজন বাবা চাই
হাউমাউ করে কান্নার জন্য তাকে জড়িয়ে ধরতে চাই।
একদিনের জন্য একজন বাবা চাই
দুহাত তুলে প্রভুর নিকট দিল খুলে প্রার্থনার জোয়ার চাই ,
একদিনের জন্য একজন বাবা চাই ।।

১০| ১২ ই মে, ২০১৩ ভোর ৫:০৮

খেয়া ঘাট বলেছেন: অশ্রুসিক্ত নয়নে আপনার জন্য দোয়া করলেন। আপনার কষ্ট অনুভব করতে পারছি।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২২

আমিভূত বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট । ভালো থাকবেন আশা করি ।

১১| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৫

একজন আরমান বলেছেন:
বাবাকে নিয়ে মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখি। তখন আমার চারপাশে অন্ধকার দেখি। বাবা এখন আছেন মাথার উপর ছাতার মতোন। জানি না কি হবে। :(

১৫ ই মে, ২০১৩ রাত ৮:২০

আমিভূত বলেছেন: হুম ,ভাইয়া বাবাকে দেখে রাখুন ,তাকে ভালোবাসুন । দোয়া করুন ।

ভালো থাকবেন ।

১২| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:২১

আমিনুর রহমান বলেছেন:

মন খারাপ হয়ে গেল। ধৈর্য ধারন করুন। আপনার জন্য দোয়া করছি সব সমস্যার যেন সমাধান হয়ে যায়।

১৫ ই মে, ২০১৩ রাত ৮:২১

আমিভূত বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই দোয়ার জন্য :)

আপনিও ভালো থাকবেন । শুভ কামনা ।

১৩| ১৬ ই মে, ২০১৩ সকাল ১১:২৩

অদৃশ্য বলেছেন:




বেশ ভালো লাগলো লিখাটি... আমরা বিপদে পড়লে প্রিয়জনদের স্মরন করি... এটা ভালো

শুভকামনা...

১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৩

আমিভূত বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ,আশা করছি ভালো আছেন ।

ভালো থাকবেন ।

১৪| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক দোয়া.....

মনছুঁয়ে যাওয়া লেখা

২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আমিভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ নীল-দর্পণ ।

আপনার জন্য শুভ কামনা ।

১৫| ৩০ শে মে, ২০১৩ সকাল ১০:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আল্লাহ আপনার বাবাকে খুব ভাল রাখুন আর এই দুনিয়াতে আপনার কাজে কর্মে বরকত দান করুন, আমিন...

+

৩০ শে মে, ২০১৩ রাত ১১:২৯

আমিভূত বলেছেন: হুম আল্লাহ্‌ আপনাদের দোয়া কবুল করেছেন ইনশাল্লাহ , বরকত পেয়েছি , আলহামদুলিল্লাহ্‌ :)
কিন্তু দুনিয়াতে আসলে এইসব বরকতের মূল্য কম তাও চাই , পরকালের জন্য একটাবারও ভাবি না :(

আল্লাহ্‌ আপনাকে ও আপনার পরিবার কে তার উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন । আমিন ।

১৬| ১১ ই জুন, ২০১৩ রাত ২:১৬

মনিরা সুলতানা বলেছেন: সেই বাবাকে কিছু দিতে চাই ।
আমার বেতনের টাকা দিয়ে আপনাকে একটা বাড়ি করে দিতে চাই ,
যে বাড়ির স্বপ্ন বুকে নিয়ে আপনি শুয়ে আছেন বাড়ির অপরপার্শে মাটির ঘরে
বাবা আপনার সখ গুলো পুরন করতে চাই ,
যে স্বপ্ন আমাদের মানুষ করার সংকল্পে আপনি ভুলে গিয়েছিলেন
বাবা আপনাকে আর মাকে নিয়ে দেশেই কোথাও ঘুরতে যেতে চাই ।



আপুনি যখন পোস্ট দিলেন, লেখা তখনই পড়েছিলাম ,সব গুল কথা এতটা মিলে গেল, নিজের বাবা কে ভেবে কাঁদতে বসলাম ,লেখার মত কিছু খুজে পাইনি ,আমাদের ৪ মেয়ে কে নিয়ে আমার বাবা কে সবসময় গর্বিত ই দেখেছি, সেই বাবা র জন্য জীবনে কিছুই করতে পারি নাই , এই অপূর্ণতা নিয়ে ই জীবন পার করছি ।

আল্লাহ আপনার বাবকে জান্নাতুল ফেরদৌস দান করুক । আমিন ।

১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

আমিভূত বলেছেন: আপু আমিও অপূর্ণতা নিয়েই আছি , কোনদিন যে বাবা বিলাসিতা হবে বলে পাড়ার দোকানে চায়ের আড্ডায় মাতে নি সেই বাবা কে কি দিব ? কিছুই করতে পারিনি শুধু ধুকে ধুকে মরতে দেখেছি ।

আল্লাহ্‌ আপনার দোয়া কবুল করুন ।

আল্লাহ্‌ আপনার বাবা এবং মা কে পরিপূর্ণ সন্মান দিন ,শান্তি দিন । ভালো থাকবেন সর্বদা :)

১৭| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ১:১৭

আরমিন বলেছেন: বাবা আমার সবচেয়ে বড় দুর্বলতা!

কাঁদালেন আপু!

আল্লাহ সবার বাবা মা কে ভাল রাখুন , সর্ব অবস্থায় !

১৬ ই জুন, ২০১৩ রাত ৮:৫০

আমিভূত বলেছেন: দুঃখিত আপু কাঁদাতে চাইনি , কাঁদতে চেয়েছিলাম বাবাকে মনে করে !
আল্লাহ সবার বাবা মা কে ভাল রাখুন , সর্ব অবস্থায় ! আমিন ।
শুভ কামনা ।

১৮| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪৭

বাঘ মামা বলেছেন: আজকেই নীল দর্পনের ব্লগে বাবার করলা খেতে বাধ্য করা নিয়ে লিখেছিলাম,এখানে এসে দেখি আপনার পোস্টে সেই বিষয় লিখেছেন।কমেন্টের অংশটা এখানে দিলাম-

আব্বুর প্রতিদিন বাজারের থলের মধ্যে এই জিনিস থাকবেই,এবং তিনি সেটা নিজে খেয়ে ক্ষান্ত নন,তার আদরের সন্তান বাঘকে ভাতের সাথে ভাতের চেয়ে বেশি খাইয়ে তৃপ্তির ঢেকুরটা আমার আগে তিনিই তুলেন।
এই যন্ত্রণা খাবারের সময় গুলোতে পালিয়ে বাঁচা হতো আমার,উনি যখন বুঝলেন বাঘ কেন ভাতের সময় বাইরে বের হয় তখনি নিয়ম করলেন বাঘকে আলাদা করে খাবার দেয়া নিষেধ।আমি যদি ওনার সাথে না খেতে বসি তো সে বেলা বাদ পড়ে যাবে আমার ললাট থেকে,সে যাই হোক করলার কষাঘাৎএ আমার জীবন যখন যায় যায় তখন বিধিবাম বিধাতার বিশেষ দান আমাকে ঘর ছাড়া হতে হলো জীবনের প্রয়োজনে।
করলাকে খাওয়াতো দুর বাজারে সবজি দোকানে দেখা হলে মনে মনে কষে দুই গালি না দিয়ে বাসায় ফিরিনা।

আজ বাবা থেকে দুরে কিন্তু করলা আছে বলে তা ইচ্ছে মত খেয়ে বাবার দুরত্ব কমিয়ে আনি।আমার প্রিয় করলা।

আমার বাবা আছেন কিন্তু যখনি ওনার থেকে দুরে যাই তখনি এই করলা ভাজি বেশি করে খেতে ইচ্ছে করে।

বাবা ভালো থাকুক যেখানেই থাকুক

শুভ কামনা আপনার জন্য

২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

আমিভূত বলেছেন: বাবা থাকতে বুঝি নি এখন বুঝি হারে হারে কিন্তু সেই বোঝায় লাভ হবে না আর ।

প্রার্থনা এই যে বাবা ভালো থাকুক ।

আপনি অনেক দিন পর পর কোথা হতে উদয় হন ? ভালো আছেন আশা করছি !

১৯| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন গত ৩ জুন ২০১৩। তার জন্য দোয়া করবেন সবাই...

২২ শে জুন, ২০১৩ বিকাল ৪:১১

আমিভূত বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহের রাজেউন ।

আল্লাহ যেন বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন ,কবরের আজাব হতে রক্ষা করেন , পুলসিরাত সহজে পার করে দেন ,সওয়াল জবাব সহজ করে দেন , তার সব গুনাহ মাফ করে দেন । আমিন ।

দোয়া করুন তার গুনাহ মাফ এর জন্য ।

২০| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: ড়া শেষে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এল। বাবাকে হারিয়েছি ৫ বছর হয়ে গেল। এখনও একটা মুহূর্তের জন্য তাঁর কথা ভুলে থাকতে পারিনা। খুব ইচ্ছে হয় যদি একদিনের জন্য, একদিন না হোক, এক মুহূর্তের জন্য বাবাকে কাছে পেতাম! অনেক কথা যে বলা হয় নি তাকে!

সময় পেলে আমার পিতা গল্পটা পড়বেন, ভাল লাগবে আপনার।

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আমিভূত বলেছেন: বাবাকে হারিয়েছি আমি তার প্রায় ৬ বছর হয়েছে । এখনো মনে হয় সাথেই আছেন কিন্তু যখন কোন সমস্যায় পড়ে যাই তখন মনে হয় তিনি সাথে নেই ,থাকলে হয়ত একটা সমাধান দিতেন ,সাহস দিতেন । বাবা নিয়ে বলতে বা লিখতে চাইলে তা কম হয়ে যাবে ।

আপনি জানেন না আমি আপনার অগোচরে টানা কয়েকদিন আপনার ব্লগ চষে বেড়িয়েছি । এমন লেখা নেই যা পড়ি নি :P তবে আমি অনেক অলস পাঠক তাই মন্তব্য কম করি |-) B-))

২১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

চানাচুর বলেছেন: অনেক অনেক ভালো লাগলো।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ আপু । শুভ কামনা ।

২২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৪

ওঁ বলেছেন: সুন্দর লিখেছেন

মন খারাপ করা লেখা

++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪০

আমিভূত বলেছেন: ধন্যবাদ ওঁ :(

২৩| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭

ভূতাত্মা বলেছেন: মন খারাপ হৈছে।। :(

এই পোস্টে নো দুষ্টুমি!! :| :|

এখন আমার মা-কে মনে পড়ছে...... :(( :(( :((

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৭

আমিভূত বলেছেন: দুঃখিত ভূতাত্মা মন খারাপ করে দেয়ার জন্য :(

মায়ের জন্য দোয়া করবেন । ভালো থাকবেন সবসময় ।

২৪| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

রাইসুল নয়ন বলেছেন:

আপনার অনুভূতিরা অসম্ভবের আকাশে ভাসুক।

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৫

আমিভূত বলেছেন: ধন্যবাদ সুন্দর কামনার জন্য :)

২৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

:(

ছোটবেলায় বুঝতামনা কিন্তু যত বড় হচ্ছি তত বাবাকে মিস করি :(
পড়তে পড়তে চোখের পানি ধরে রাখতে পারলাম না :(

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২২

আমিভূত বলেছেন: সরি আপু আপনাকে আবেগাপ্লুত করার জন্য :(

আমি বিপদে পড়লে আমার মনে হয় আব্বু থাকলে হয়ত সমস্যাটা শেয়ার করতাম আব্বু হয়ত সমাধান দিত ,আবার আনন্দময় সময় গুলো তে মনে হয় কিসের আনন্দ আব্বু ছাড়া সব কিছুই মিছে ।

২৬| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

প্রিয়তে নিলাম ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

আমিভূত বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
বাবার জন্য প্রার্থনা করবেন । শুভ কামনা ।

২৭| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
খারাপ লাগল !

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

আমিভূত বলেছেন: আমি দুঃখিত :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.